IND vs AUS: “একাই প্রায় হারিয়ে দিয়েছিলো…” বেঙ্গালুরুতে বল হাতে ভিলেন আবেশ খান, কটাক্ষে ভরালো সমাজমাধ্যম !! 1

IND vs AUS: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্যাচে আজ মাঠে নেমেছে ভারতীয় দল। টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলেন অস্ট্রেলীয় অধিনায়ক ম্যাথু ওয়েড। গোটা সিরিজে ব্যাটিং বিভাগ চমৎকার পারফর্ম করলেও আজ মুখ থুবড়ে পড়েছিলো টপ অর্ডার। যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড় হোক বা সূর্যকুমার যাদব- বড় রান পান নি কেউই। ‘ফিনিশার’ হিসী গত কয়েক ম্যাচে নিজেকে প্রতিষ্ঠা করে ফেলা রিঙ্কু সিং-এর ভাগ্যেও জুটেছিলো ব্যর্থতা। শ্রেয়স আইয়ারের অর্ধশতক, জিতেশ শর্মা ও অক্ষর প্যাটেলের ক্যামিও ইনিংসে ভর করে ২০ ওভারে টিম ইন্ডিয়া স্কোরবোর্ডে যোগ করতে পেরেছিলো ১৬০ রান।

Read More: IND vs AUS: নিয়মরক্ষার ম্যাচে অজিদের বিরুদ্ধে লড়াই করলো ভারতীয় ব্যাটসম্যানরা, অর্ধশতরান শ্রেয়াস আইয়ারের !!

বেঙ্গালুরুর বাইশ গজে ১৬০ রান যথেষ্ট নাও হতে পারে, তা ইনিংসের বিরতিতে জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। ট্র্যাভিস হেড, বেন ম্যাকডরমটদের ধুন্ধুমার ব্যাটিং সত্ত্বেও ম্যাচকে শেষ অবধি টেনে নিয়ে গিয়েছিলেন রবি বিষ্ণোই, মুকেশ কুমার’রা। শেষ ৩ ওভারে বাকি ছিলো প্রায় ৩২ রান। ১৮তম ওভারে আবেশ খানের হাতে বল তুলে দেন অধিনায়ক সূর্যকুমার যাদব। মধ্যপ্রদেশের পেসারের অনিয়ন্ত্রিত বোলিং-এ প্রায় জিতে যাওয়া ম্যাচ হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছিলো টিম ইন্ডিয়ার। পরপর তিন বলে তাঁকে তিনটি চার হাঁকান অজি অধিনায়ক ম্যাথু ওয়েড। শেষ ওভারে আর্শদীপের বলে ওয়েড আউট হওয়ায় রক্ষা পায় ‘মেন ইন ব্লু।’

ভারত ম্যাচ শেষমেশ জিতলেও আবেশ খানের বোলিং ক্ষোভের জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। ‘ইনিংসের শুরুতে হোক বা ডেথ ওভারে, আবেশ খান রান বিলোতে ওস্তাদ’ সখেদে লিখেছেন এক নেটিজেন। ‘এরকম বোলিং করলে টি-২০ বিশ্বকাপ জয়ের আশা ভুলে যেতে হবে’ লিখেছেন আরও একজন। ‘অর্ধেক শক্তির অস্ট্রেলিয়া’র বিরুদ্ধেও আমাদের বোলিং-এর এই হাল!’ বিস্মিত এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। দিনকয়েক আগে ১০ কোটি টাকা মূল্যে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস থেকে ট্রেডিং পদ্ধতিতে রাজস্থান রয়্যালসে গিয়েছেন আবেশ। ‘কি দেখেছে রাজস্থান আবেশের মধ্যে ওরাই একমাত্র জানে!’ কটাক্ষে ভরিয়ে মন্তব্য একজনের। ‘লক্ষ্ণৌ বেঁচে গিয়েছে আবেশকে সরিয়ে দিয়ে’ মস্করা আরও এক নেটিজেনের।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: IND vs AUS: “এই রান কখনোই যথেষ্ট নয়…” বেঙ্গালুরুতে ভারতীয় ব্যাটিং নেটিজেনদের মন ভরাতে ব্যর্থ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *