IND vs AUS: আজ থেকে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া একদিনের সিরিজ। বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির মঞ্চ হিসেবে এই সিরিজকে দেখছে দুই শিবিরই। সেই কারণে প্রথম একাদশ নিয়ে একাধিক পরীক্ষানিরীক্ষার পথে হেঁটেছেন দুই কোচ রাহুল দ্রাবিড় এবং অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। এশিয়া কাপ জয়ী একাদশে পাঁচ পরিবর্তন করছে ভারত। নেই অধিনায়ক রোহিত শর্মা, সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া। নেইয়ের তালিকায় রয়েছেন বিরাট কোহলিও। বদলে ঝায়গা পেয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদবেরা। এক বছরেরও বেশী সময় পর পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে মাঠে নেমেছেন রবিচন্দ্রণ অশ্বিন। রোহিতের অবর্তমানে আজ অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছেন কে এল রাহুল। টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলেন তিনি।
একদিনের ফর্ম্যাটে প্রত্যাবর্তনের ম্যাচে রবিচন্দ্রণ অশ্বিনকে বেশ বেরঙিন লেগেছিলো শুরুতে। বিশেষ করে ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ বেশ দাপটের সাথেই তাঁর মোকাবিলা করেন। এরপর খেলা যত গড়ালো খানিক ছন্দ খুঁজে নিলেন ভারতের অভিজ্ঞ অফস্পিনার। কার্যকরী বোলিং করলেও উইকেট আসছিলো না তাঁর। অবশেষে সেই লকগেট খুললো খানিক অপ্রত্যাশিত ভাবেই। ভাগ্যের সাহায্য পেলেন অশ্বিন। রিভার্স স্যুইপ মারতে গিয়েছিলেন মার্নাস লাবুশেন। বল তাঁর হাতে গ্লাভসে লাগে। ক্যাচ দস্তানাবন্দী করতে পারেন নি কে এল রাহুল। তবে বল ভারত অধিনায়কের প্যাডে লেগে আঘাত করে উইকেটে। তৃতীয় আম্পায়ারের সাহায্য নিয়ে দেখা যায় বল স্টাম্পে লাগার সময় লাবুশেনের পা ক্রিজের বাইরে ছিলো। বেশ সাবলীল ভঙ্গিতে ব্যাট করছিলেন লাবুশেন, কিন্তু ৩৯ রানেই শেষ হলো তাঁর ইনিংস।
দেখে নিন লাবুশেনের উইকেট’টি-
That was too close 🤏😵#OneFamily #INDvAUS pic.twitter.com/W7x4BwLFXz
— Mumbai Indians (@mipaltan) September 22, 2023
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur