IND vs AUS: নাটকীয় মোড়ে দাঁড়িয়ে রয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) টি-২০ সিরিজ। বিশ্বকাপ ফাইনালের বিপর্যয়কে পিছনে ফেলে কুড়ি-বিশের সিরিজে ভারতকে সাফল্যের দিকে একধাপ এগিয়ে দিয়েছিলেন তরুণ ক্রিকেটাররা। বিশাখাপত্তনম ও তিরুঅনন্তপুরমে পরপর দুটি ম্যাচ জিতে ভারত পৌঁছে গিয়েছিলো সিরিজ জয়ের দোরগোড়ায়। গুয়াহাটিতেও ম্যাচের অধিকাংশ সময়টায় চালকের আসনে ছিলো টিম ইন্ডিয়াই। কিন্তু শেষবেলায় গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটিং ঝড়ে খড়কুটোর মত উড়ে যায় ভারতের বোলিং বিভাগ। ঋতুরাজ গায়কোয়াড়ের শতরান সত্ত্বেও পরাজিত হয়েই মাঠ ছাড়তে হয় সূর্যকুমার যাদবের দলকে। আজ রায়পুরে চতুর্থ ম্যাচ জিতলে সিরিজ পকেটে পুরে ফেলবে ভারতের তরুণ দল। অন্যদিকে পিছিয়ে থাকলেও ‘ডু অর ডাই’ ম্যাচে বরাবর ভয়ঙ্কর হয়ে ওঠার নজির রয়েছে অজিদের। আজ সিরিজে সমতা ফেরাতে মরিয়া তারাও।
ভারতের হয়ে ওপেনিং-এ যশস্বী জয়সওয়াল ও ঋতুরাজ গায়কোয়াড়কে দেখা যাবে আজ। গত ম্যাচে শতরানের পর আজও ভালো পারফর্ম করতে মুখিয়ে থাকবেন ঋতুরাজ। তিন নম্বরে খেলতে পারেন সূর্যকুমার যাদব। বাদ পড়েছেন ঈশান কিষণ। চার নম্বরে আজ ভারতীয় দলের হয়ে দেখা যাবে শ্রেয়স আইয়ারকে। লম্বা সময় পর টি-২০তে ফিরছেন তিনি। পাঁচ নম্বরে ব্যাট করতে পারেন উইকেটরক্ষক জিতেশ শর্মা। ‘ফিনিশার’ রিঙ্কু সিং থাকবেন তাঁর পছন্দের ছয় নম্বরে। গত ম্যাচে কড়া পরীক্ষার মুখে পড়তে হয়েছিলো ভারতীয় বোলিং-কে। আজ দুই স্পিনার অক্ষর প্যাটেল ও রবি বিষ্ণোই-এর উপর থাকবে রান আটকানোর গুরুদায়িত্ব। পেস বিভাগে ভারত জায়গা দিয়েছে মুকেশ কুমার, আবেশ খান ও দীপক চাহারকে।
ওয়ার্নার ফিরেছিলেন আগেই। স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জাম্পার মত বিশ্বকাপ স্কোয়াডের গুটিকয়েক ক্রিকেটার ছিলেন টি-২০ সিরিজের দলে। তৃতীয় ম্যাচের আগে তাঁদেরও ফিরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে অস্ট্রেলীয় বোর্ড। রয়ে গিয়েছেন শুধু ট্র্যাভিস হেড (Travis Head)। তিনি আজ মাঠে নামবেন। ওপেনিং-এ হেডের সঙ্গী হতে চলেছেন জশ ফিলিপে। তিন ও চারে খেলতে পারেন বেন ম্যাকডারমট ও অ্যারন হার্ডি। পাঁচে খেলছেন অলরাউন্ডার টিম ডেভিড। আজ ওপেনিং থেকে নেমে ছয় নম্বরে ব্যাট করতে পারেন ম্যাট শর্ট। সাতে নিজের পছন্দের জায়গায় থাকছেন ম্যাথু ওয়েড। বোলিং বিভাগে নতুন মুখের ছড়াছড়ি। রয়েছেন বেন ডোয়ারস্যুইস, ক্রিস গ্রিন। এছাড়াও খেলছেন জেসন বেহরেনডফ ও তানবীর সাঙ্ঘা।
Read More: IND vs AUS: চতুর্থ টি-২০’র জন্য নতুন দল ঘোষণা ভারতের, এই দুর্দান্ত ক্রিকেটার পেলেন সুযোগ !!
IND vs AUS সিরিজের সময়সূচি-
চতুর্থ টি-২০ ম্যাচ
তারিখ- ০১/১২/২০২৩
ভেন্যু- শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়াম, রায়পুর
সময়- সন্ধ্যে ৭টা
SVNS International Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

আজ ছত্তিশগড়ের রায়পুরে প্রথমবারের জন্য আন্তর্জাতিক টি-২০’র আসর বসতে চলেছে। বছরের গোড়ায় এখানে ভারত বনাম নিউজিল্যান্ড একদিনের ম্যাচ হলেও আন্তর্জাতিক কুড়ি-বিশের ক্রিকেটে শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামের পথচলা শুরু হচ্ছে আজই। এখানে সাধারণত ব্যাট-বলের মধ্যে তুল্যমূল্য লড়াই দেখা যায়। ব্যাটার হোক বা বোলার, সকলের জন্যই পিচে কিছু না কিছু সাহায্য থাকে। তবে চলতি সিরিজে বেশ কয়েকবার শিশিরকে বোলিং শিবিরের জন্য ‘ভিলেন’ হয়ে উঠতে দেখা গিয়েছে। আজও তা দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এখানে বিভিন্ন স্তরের ক্রিকেটে যে ২৯টি টি-২০ ম্যাচ এখনও অবধি খেলা হয়েছে তার মধ্যে ১৩টিতে প্রথম ব্যাটিং করে জয় এসেছে। রান তাড়া করে জয়ের সংখ্যা ১৬টি। এই মাঠে এক ইনিংসে ২০০ রান মাত্র একবার উঠেছে। সর্বোচ্চ রানের ইনিংস ২০৬। সর্বনিম্ন রান ৯২। আজকের ম্যাচে সূর্যকুমার যাদব বা ম্যাথু ওয়েড, যে অধিনায়কই টস জিতুন না কেন, প্রথমে তিনি বোলিং করে নিতেই পছন্দ করবেন।
Raipur Weather Report (আবহাওয়ার পূর্বাভাস)-

রায়পুরের শহীন বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ চতুর্থ টি-২০ ম্যাচে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। শুক্রবার রায়পুরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩১ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। এছাড়াও দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৯ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৫৯ শতাংশ। খেলা চলাকালীন ৫ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ুপ্রবাহের সম্ভাবনা। ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর শুনিয়েছে হাওয়া অফিস। শুক্রবার রায়পুরে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই।
টসের পর দুই অধিনায়কের মন্তব্য-
সূর্যকুমার যাদব-
আমরাও রান তাড়া করতাম। কিন্তু আমাদের ব্যাটিং ইউনিট বেশ ভালো পারফর্ম করছে। এখানে প্রথম টি-২০ আয়োজিত হচ্ছে। দেখা যাক কেমন যায়। আমরা খুবই উত্তেজিত। আমাদের প্রথম একাদশে চারটি পরিবর্তন থাকছে। মুকেশ ফিরছে। আর্শদীপের জায়গায় খেলছে দীপক চাহার। তিলক বর্মার বদলে খেলছে শ্রেয়স আইয়ার আর একটা পরিবর্তনও থাকছে।
ম্যাথু ওয়েড-
আমরা আবার প্রথমে বোলিং করব। আমাদের পাঁচটা পরিবর্তন রয়েছে। স্টয়নিস, ম্যাক্সওয়েল, ইংলিস, রিচার্ডসন ও এলিস বাইরে গিয়েছে। নির্বাচক আর কোচিং স্টাফদের কৃতিত্ব দিতে হয়। ওরা বিশ্বকাপ দলের সদস্যদের দেশে ফেরানোর কথা ভেবেছে। যারা আজ খেলছে তাদের জন্য খুবই বড় একটা সুযোগ।
দুই দলের প্রথম একাদশ-
ভারত-
যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শ্রেয়স আইয়ার, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, দীপক চাহার,মুকেশ কুমার, আবেশ খান।
অস্ট্রেলিয়া-
ট্র্যাভিস হেড, জশ ফিলিপে, বেন ম্যাকডারমট, অ্যারন হার্ডি, টিম ডেভিড, ম্যাথু শর্ট, ম্যাথু ওয়েড, বেন ডোয়ারস্যুইস, ক্রিস গ্রিন, জেসন বেহরেনডফ, তানবীর সাঙ্ঘা।
চতুর্থ টি-২০ টস রিপোর্ট-
টসে জিতে প্রথমে বোলিং বেছে নিলো অস্ট্রেলিয়া।