possible-kohli-replacements-in-t20-wc
Virat Kohli | Image: Getty Images

নতুন বছরে সকলের চোখ এখন টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) দিকে। আগামী জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাঠে বসতে চলেছে প্রতিযোগিতার আসর। এবার নতুন ফর্ম্যাটে আয়োজিত হতে চলেছে টুর্নামেন্ট। আগ্রহ’ও তাই রয়েছে অনেক বেশী মাত্রায়। প্রথমবার মূল টুর্নামেন্টে ২০টি দেশ মাঠে নামতে চলেছে। প্রতিযোগিতা শুরুর প্রায় ছয় মাস আগেই সূচি ঘোষণা করে দিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি। ২০টি দলকে পাঁচ দলের চার গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপের সেরা দুই দলকে নিয়ে হবে সুপার এইট পর্ব। সেই আট দলকে আবার ভাগ করা হবে চার দলের দুটি গ্রুপে। তারাও পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য নামতে চলেছে সম্মুখসমরে। দুই গ্রুপের দুটি করে সেরা দল জায়গা করে নেবে সেমিফাইনালে। শেষ চারের যুদ্ধে বিজয়ী দুই দেশকে দেখা যাবে খেতাবের দ্বৈরথে।

ভারত রয়েছে গ্রুপ-এ’তে। টিম ইন্ডিয়ার সঙ্গে একই গ্রুপে রয়েছে আয়ারল্যান্ড, আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ৫ জুন আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) যাত্রা শুরু হচ্ছে ভারতের। ৯ তারিখ দ্বিতীয় ম্যাচেই তারা মুখোমুখি পাকিস্তানের। ক্রিকেটদুনিয়ার দুই হেভিওয়েটের সম্মুখসমর আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে আমেরিকা’কে। নিউ ইয়র্কের ম্যানহাটান অঞ্চলের অদূরে নাসাও কাউন্টিতে গড়ে তোলা হচ্ছে  ৩৪০০০ আসন বিশিষ্ট এক নতুন স্টেডিয়াম। এরপর ১২ জুন ও ১৫ জুন ভারত মুখোমুখি হবে যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার। গ্রুপ থেকে সুপার এইটের পথটুকু পেরোতে বিশেষ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ার কথা নয় ভারতের। সমর্থকেরা আশা রাখছেন যে বাকি রাস্তার বাধাবিপত্তি দূর করে খেতাব জিতেই দেশে ফিরবে দল।

Read More: IPL 2024: হার্দিকের অধিনায়কত্বে খেলবেন না রোহিত শর্মা, মুম্বাই সহ আইপিএল থেকে নিচ্ছেন বিদায় !!

টি-২০তে শেভ্রনদের মুখোমুখি ভারত-

IND vs ZIM | T20 World Cup | Image: Getty Images
IND vs ZIM | Image: Getty Images

২০২২ টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পরেই নিউজিল্যান্ড সফরে যেতে হয়েছিলো টিম ইন্ডিয়াকে। টি-২০ ও ওডিআই সিরিজ ছিলো তাদের। এবারও কুড়ি-বিশের বিশ্বকাপের পর লম্বা সময় বিশ্রাম পাচ্ছেন না ক্রিকেটাররা। আইসিসি যে সূচি ঘোষণা করেছে তা অনুযায়ী টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ফাইনাল হওয়ার কথা ২৯ জুন। ভারত যদি সেই ম্যাচে অংশ নেয়, তাহলে তার ঠিক এক সপ্তাহের মধ্যেই জিম্বাবুয়ের বিরুদ্ধে (IND vs ZIM) কুড়ি-বিশের সিরিজ খেলতে নামতে হবে তাদের। আগামী ৬ জুলাই থেকে শেভ্রনদের বিরুদ্ধে মেন ইন ব্লু’র টি-২০ সিরিজ শুরু হতে চলেছে। থাকছে পাঁচটি টি-২০। হারারে’র মাঠে যথাক্রমে ৬,৭,১০, ১৩ ও ১৪ জুলাই ম্যাচগুলি আয়োজিত হওয়ার কথা। খেলা শুরু হবে ভারতীয় সময় সাড়ে চারটে থেকে।

২০২২ সালে শেষবার জিম্বাবুয়ে সফরে গিয়েছিলো ভারত। খেলেছিলো তিনটি একদিনের ম্যাচ। হারারে স্পোর্টস ক্লাবের মাঠে তিন ম্যাচেই সহজ জয় পেয়েছিলো টিম ইন্ডিয়া। ২০১০,২০১৫ ও ২০১৬ সালে জিম্বাবুয়ে সফরে গিয়ে টি-২০ খেলেছে টিম ইন্ডিয়া। ২০১০ সালে তারা জেতে ২-০ ফলে। বাকি দুই সিরিজে অবশ্য হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে। ২০১৫তে দুই ম্যাচের সিরিজ ড্র হয় ১-১। আর ২০১৬তে তিনটি ম্যাচের মধ্যে ২টি জেতে ভারত। একটি ছিনিয়ে নেয় জিম্বাবুয়ে। রোহিত শর্মা, বিরাট কোহলিরা টি-২০ বিশ্বকাপে যে অংশ নিচ্ছেন, তা একপ্রকার নিশ্চিত। কিন্তু কুড়ি-বিশের বিশ্বকাপের ঠিক এক সপ্তাহের মাথায় জিম্বাবুয়ে সফরে তাঁরা খেলবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। যদি সিনিয়ররা না খেলেন, সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়া বা সূর্যকুমার যাদবের কাঁধে দেওয়া হতে পারে নেতৃত্বের ভার।

এক নজরে সম্পূর্ণ সূচি-

ম্যাচ তারিখ সময়
প্রথম টি-২০ ম্যাচ ০৬/০৭/২০২৪ বিকেল ৪:৩০
দ্বিতীয় টি-২০ ম্যাচ ০৭/০৭/২০২৪ বিকেল ৪:৩০
তৃতীয় টি-২০ ম্যাচ ১০/০৭/২০২৪ বিকেল ৪:৩০
চতুর্থ টি-২০ ম্যাচ ১৩/০৭/২০২৪ বিকেল ৪:৩০
পঞ্চম টি-২০ ম্যাচ ১৪/০৭/২০২৪ বিকেল ৪:৩০

Also Read: IPL 2024: “মিথ্যা আশ্বাসে লাভ নেই…” রোহিতের অধিনায়কত্বে ফেরা নিয়ে মুম্বই কোচের মন্তব্যকে শ্লেষের তীরে বিঁধলেন ঋতিকা সাজদেহ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *