IND vs SL: সূর্যকে অধিনায়ক করে দল ঘোষণা ভারতের, গম্ভীরের আমলে হার্দিক থাকছে অন্ধকারে !! 1

IND vs SL: টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় লাভ করার পর জিম্বাবুয়ের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জিতেছে ভারতীয় দল। রোহিত শর্মা (Rohit Sharma) বিরাট কোহলি (Virat Kohli) এবং রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এই ফরম্যাট থেকে অবসর নেওয়ার পর ভারতীয় দলের কাছে নতুন চ্যালেঞ্জ হতে চলেছে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর জন্য নতুন দল গঠন করবার।

ভারতের মাটিতেই অনুষ্ঠিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এই টুর্নামেন্ট। তবে বিশ্বকাপের আগে ভারতীয় দলকে পুরোপুরি প্রস্তুত দেখতে চাইছেন প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ২০২৪ বিশ্বকাপের পর এটা প্রায় স্পষ্ট ছিল যে রোহিত শর্মার পর যোগ্য ব্যক্তি হিসেবে হার্দিক পান্ডিয়ার উপরে এই ভারতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হবে। তবে দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব তুলে দেওয়া হলো সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) হাতে।

শুভমান গিলের হাতে তুলে দেওয়া হলো বড় দায়িত্ব

Shubman gill, ind vs sl
Shubman Gill | Image: Getty Images

বিশ্বকাপ জয়ী প্লেয়ারদের আবার একবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে দেখতে পাওয়া যাবে। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) দলে থাকা সত্ত্বেও সূর্যকুমার যাদবের ডেপুটি হিসাবে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে শুভমান গিলের (Shubman Gill) উপর। পাশাপশি সিনিয়র দলে খেলার সুযোগ পেলেন না ঋতুরাজ গাইকোয়ার্ড (Ruturaj Gaikwad)। বিগত কয়েক মাস ধরে রান বানিয়ে দলে জায়গা পেলেন না ঋতুরাজ। ব্যাটসম্যানদের তালিকায় যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), রিয়ান পরাগ (Riyan Parag) সুযোগ পেয়েছেন।

দলে উইজেট রক্ষক হিসাবে সঞ্জু স্যামসন (Sanju Samson) ও ঋষভ পন্থকে (Rishabh Pant) বাছাই করা হয়েছে। বলে জায়গা পেলেন না কেএল রাহুল (KL Rahul)। পাশাপশি, অলরাউন্ডারের ভূমিকায় হার্দিক পান্ডিয়া, শিবম দুবে (Shivam Dube), অক্ষর প্যাটেল (Axar Patel), ওয়াসিংটন সুন্দর (Washington Sundar) সুযোগ পেয়েছেন।

শ্রীলঙ্কার (IND vs SL) মাটিতে রবি বিষ্ণুকে বেছে নেওয়া হয়েছে। দল থেকে বাদ পড়লেন চাহাল।পেস বোলার’দের তালিকায় আরশদীপ সিং, খলিল আহমেদ ও মোহাম্মদ সিরাজকে বাছাই করা হয়েছে। তাছাড়া, বিশ্রাম দেওয়া হয়েছে কুলদীপ ও বুমরাহকে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় T20 স্কোয়াড:

সূর্যকুমার যাদব (C), শুভমান গিল (VC), যশস্বী জয়সওয়াল, রিংকু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্থ (WK), সঞ্জু স্যামসন (WK), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোনি , আরশদীপ সিং, খলিল আহমেদ, মোহাম্মদ সিরাজ।

Read Also: IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই দল ঘোষণা করলো ভারত, শুভমান গিল পেল দল পরিচালনার সুযোগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *