এই মুহূর্তে আইপিএল ২০২২ এর রোমাঞ্চ চরমে রয়েছে। আইপিএলের ১৫তম মরশুমের অর্ধেকের বেশি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। এই মরশুমে অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন রাজস্থান রয়্যালসের তারকা ব্যাটসম্যান জোস বাটলার। আইপিএল ২০২২ এ এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলে জোস বাটলার ৬১.৮০ গড়ে এবং ১৫২.২২ স্ট্রাইকরেটে ৬১৮ রান করেছেন। এর মধ্যে ৩টি হাফসেঞ্চুরি এবং ৩টি সেঞ্চুরিও রয়েছে। এখনও পর্যন্ত চলতি আইপিএলে বাটলারের ব্যাট থেকে ৫৫টি চার এবং ৩৭টি ছক্কা বেরিয়েছে। সম্প্রতিই রাজস্থান রয়্যালসের এই ব্যাটসম্যান আইপিএলের নিজের অলটাইম সেরা একাদশ বেছে নিয়েছেন।
এই দুই ব্যাটসম্যানকে দিলেন ওপেনিংয়ের দায়িত্ব
জোস বাটলার নিজের অলটাইম সেরা আইপিএল একাদশের ওপেনিংয়ের দায়িত্বে নিজের পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে রেখেছেন। প্রসঙ্গত এই চলতি আইপিএলে একদমই নিজের ফর্মে নেই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। চলতি আইপিএলের ১১টি ম্যাচে রোহিতের ব্যাট থেকে ১৮.১৮ গড়ে এবং ১২৫ স্ট্রাইকরেটে মাত্র ২০০ রানই এসেছে। সর্বোচ্চ ৪৩। যদি চলতি আইপিএলে রোহিতের ফর্মের কথা বাদ দেওয়া হয় তাহলে নিজের দিনে রোহিত শর্মা বিশ্বের যে কোনো বোলিংকে খুন করতে পারেন। নিজের আইপিএল কেরিয়ারে এখনও পর্যন্ত ২২৪টি ম্যাচ খেলে ৩০.৪২ গড়ে রোহিত শর্মা ৫৮১১ রান করেছেন।
মিডল অর্ডারে জায়গা পেয়েছেন বিরাট, ডেভিলিয়র্স
জোস বাটলার নিজের এই সেরা একাদশের মিডল অর্ডারের দায়িত্ব দিয়েছেন ভারতীয় প্রাক্তন অধিনায়ক এবং আরসিবির তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিকে। পাশাপাশি বিরাটের সঙ্গে এবি ডেভিলিয়র্সকেও জায়গা দিয়েছেন বাটলার। রোহিতের মতই চলতি আইপিএলে ফর্মে নেই বিরাট। অন্যদিকে এবি ডেভিলিয়র্স আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএল থেকেও অবসর নিয়ে ফেলেছেন। এবি, বিরাট ছাড়াও বাটলার তার অলটাইম ফেবারিট আইপিএল একাদশে উইকেটকিপারের দায়িত্ব দিয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। এছাড়াও অলরাউন্ডার হিসেবে তিনি দলে রেখেছেন মুম্বই ইন্ডিয়ান্স তথা ওয়েস্টইন্ডিজের অলরাউন্ডার কায়রন পোলার্ড এবং সিএসকে তথা ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে।
ভুবি, বুমরাহ, মালিঙ্গার কাঁধে বোলিং বিভাগ
জোস বাটলার নিজের পছন্দের অলটাইম সেরা আইপিএল একদশের জোরে বোলিংয়ের দায়িত্ব দিয়েছেন ভারতীয় দলের দুই জোরে বোলার ভুবনেশ্বর কুমার এবং জসপ্রীত বুমরাহের কাঁধে। পাশাপাশি শ্রীলঙ্কার জোরে বোলার তথা ইয়র্কার কিং নামে পরিচিত লাসিথ মালিঙ্গাকেও দলে রেখেছেন তিনি। এছাড়াও বাটলারের এই দলে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রয়েছেন প্রাক্তন মুম্বই ইন্ডিয়ান্স তথা ভারতীয় দলের স্পিনার হরভজন সিংকে।
জোস বাটলারের অলটাইম আইপিএল একাদশ: জোস বাটলার, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডেভিলিয়র্স, এমএস ধোনি (উইকেটকিপার), কায়রন পোলার্ড, রবীন্দ্র জাদেজা, হরভজন সিং, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, লাসিথ মালিঙ্গা