WPL'এর উদ্বোধনী অনুষ্ঠানে চমক দিতে চলেছে BCCI, মঞ্চ মাতাবেন একাধিক জনপ্রিয় তারকা !! 1

বিসিসিআই (BCCI) মহিলাদের ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তুলতে একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ২০২৩ সাল থেকে ভারতের মাটিতে শুরু হয় উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL 2026)। এই টুর্নামেন্ট নতুন প্রজন্মের মহিলা ক্রিকেটারদের আত্মপ্রকাশ করার অন্যতম মঞ্চ হয়ে উঠেছে। এর সঙ্গেই গত বছর একদিনের বিশ্বকাপ (Women’s ODI WC 2025) জয়ের পর হরমনপ্রীত কৌরদের (Harmanpreet Kaur) জনপ্রিয়তা নতুন মাত্রা পৌঁছেছে। ফলে আজ থেকে শুরু হতে যাওয়া ডব্লিউপিএলের নতুন মরসুম ঘিরে স্বাভাবিকভাবেই উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানেও এবার থাকতে চলেছে একাধিক চমক।

Read More: নাবালিকার সঙ্গে হোটেলে লজ্জাজনক আচরণ, ভারতীয় কোচের বিরুদ্ধে গুরুতর অভিযোগ !!

শুক্র হচ্ছে WPL-

WPL'এর উদ্বোধনী অনুষ্ঠানে চমক দিতে চলেছে BCCI, মঞ্চ মাতাবেন একাধিক জনপ্রিয় তারকা !! 2
MI | Image: Getty Images

গত বছর উইমেন্স প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) ৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ফাইনালে মুম্বাইয়ের অধিনায়ক হরমনপ্রীত দুরন্ত ইনিংস খেলেছিলেন। আজ অর্থাৎ ৯ জানুয়ারি থেকে ডব্লিউপিএলের নতুন মরসুম শুরু হতে চলেছে। এই টুর্নামেন্টে মোট ৫ টি দল অংশগ্রহণ করবে। মুম্বাই এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। তারা এখনও পর্যন্ত ২ বার ট্রফি জয় করেছে।

গত বছর ভারতের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম তারকা‌ স্মৃতি মান্ধানাকে (Smriti Mandhana) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) দলের নেতৃত্বের দায়িত্ব সামলাতে দেখা যাবে। এই সফল দলের হয়ে মঞ্চ মাতাবেন বাংলার রিচা ঘোষ। বিশ্বকাপে তার বিধ্বংসী ইনিংস এখনও ক্রিকেটপ্রেমীদের মনে দাগ কেটে আছে। এর সঙ্গেই জেমিমা রড্রিগেজ (Jemimah Rodrigues) সামলাবেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের পদ।

উদ্বোধনী ম্যাচে একাধিক চমক-

Wpl 2025, rcb
Royal Challengers Bangalore Women | Image: Getty Images

আজ ডব্লিউপিএলের নতুন মরসুমের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে দুই শক্তিশালী দল। লড়াই নামবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।‌ এই ম্যাচ শুরুর আগেই ডিওয়াই পাটিল স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে মেতে উঠবেন ক্রিকেট ভক্তরা। গানের উন্মাদনায় মঞ্চ মাতাতে উপস্থিত থাকবেন জনপ্রিয় গায়ক হানি সিং (Honey Singh)। নতুন প্রজন্মের কাছে তার বিপুল জনপ্রিয়তা এখনও এক‌ইরকম রয়েছে।

অন্যদিকে শুধু হানি সিং নন উদ্বোধনী মঞ্চে উত্তাপ বৃদ্ধি করবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ (Jacqueline Fernande)। ক্রিকেট মাঠে মহিলাদের আত্মবিশ্বাস এবং সাহসকে সম্মান জানাতে বিসিসিআই (BCCI) এই উদ্যোগ নিয়েছে। আজ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মিস ইউনিভার্স হারনাজ সিন্ধুও (Harnazz Kaur Sandhu) থাকছেন বলে খবর সামনে এসেছে।

Read Also: ধারাবাহিকভাবে শতরানের তান্ডব, তরুণ বিরাট কোহলিকে দেখে বিস্ময় প্রকাশ ক্রিকেট মহলে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *