CT 2025: বরুণ চক্রবর্তী নয়, বরং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ হচ্ছে এই তারকা ক্রিকেটারের !! 1

CT 2025: আগামী ১৯ তারিখ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। ভারত নিজেদের অভিযান শুরু করতে চলেছে ২০ তারিখ বাংলাদেশের বিরুদ্ধে। গত জুনে টি-২০ বিশ্বকাপ জয়ের পর আরও একটি আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন ইতিমধ্যেই দেখতে শুরু করে দিয়েছেন সমর্থকেরা। ইতিমধ্যে স্কোয়াড ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। রোহিত-কোহলি-শুভমানদের মত তারকারা রয়েছেন ১৫ সদস্যের দলে। চিন্তা কেবল জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) নিয়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন পিঠে চোট পেয়েছিলেন ভারতের সেরা পেস অস্ত্র। এখনও সম্পূর্ণ সুস্থ নন তিনি। নিউজিল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আগে আদৌ সুস্থ হয়ে উঠবেন কিনা তা নিয়ে সংশয়ে খোদ বোর্ড কর্তারাই। যদি শেষ মুহূর্তে ছিটকে যান তাহলে বাধ্য হয়েই বিকল্পের খোঁজ করতে হবে অজিত আগরকারদের।

Read More: IND vs ENG 1st ODI: “স্মরণীয় হলো না অভিজ্ঞতা…” ODI অভিষেকে ব্যর্থ যশস্বী, আক্ষেপের সুর সোশ্যাল মিডিয়ায় !!

বুমরাহ’র বদলি হচ্ছেন হর্ষিত রাণা-

Harshit Rana | CT 2025 | Image: Getty Images
Harshit Rana | Image: Getty Images

চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) স্কোয়াডে থাকলেও চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে এমনিতেই খেলতে পারছেন না জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তাঁর বদলি হিসেবে রাখা হয়েছিলো হর্ষিত রাণা’কে (Harshit Rana)। আজ নাগপুরে সিরিজের প্রথম একদিনের ম্যাচে শামির সাথে দিল্লীর তরুণকেই পেস ব্যাটারির ভার সামলানোর দায়িত্ব দিয়েছিলেন কোচ গম্ভীর। শুরুটা ভালো করতে পারেন নি তিনি। ফিল সল্টের আক্রমণে রীতিমত দিশাহারা দেখাচ্ছিলো তাঁকে। এক ওভারে খরচ করে বসেন ২৬ রান। কিন্তু ধাক্কা খেয়েও ভেঙে পড়েন নি তিনি। বরং সহজাত আগ্রাসনকে কাজে লাগিয়েই দারুণ কামব্যাক করেন। ইনিংসের দশম ওভারে তুলে নেন বেন ডাকেট ও হ্যারি ব্রুকের (Harry Brook) উইকেট। বাড়তি বাউন্সকে কাজে লাগিয়ে নাস্তানাবুদ করেন প্রতিপক্ষ ব্যাটারদের। পরে লিয়াম লিভিংস্টোনকেও আউট করেন তিনি।

ওয়ান ডে অভিষেকে ৭ ওভারে ৫৩ রান খরচ করে ৩ উইকেট নিয়েছেন হর্ষিত রাণা (Harshit Rana)। ইকোনমি বেশ বেশী হলেও যেভাবে প্রতিকূল পরিস্থিতি থেকেও ঘুরে দাঁড়িয়েছেন তিনি তা নজর কেড়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের। অনেকেই মনে করছেন যে বুমরাহ যদি একান্তই চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আগে সুস্থ না হন সেক্ষেত্রে দুবাইগামী বিমানের টিকিট হাতে পাবেন হর্ষিতই। শূন্যস্থান পূরণের দৌড়ে অবশ্যই রয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। তবে দিল্লীর তরুণকেই এগিয়ে রাখছে ক্রিকেটমহল। সিরাজের তুলনায় পুরনো বল হাতে বেশী সপ্রতিভ হর্ষিত (Harshit Rana)। একইসাথে লোয়ার অর্ডারে তাঁর ব্যাটিং-ও যথেষ্ট কার্যকরী। যা ‘এক্স-ফ্যাক্টর’ হতে পারে টিম ইন্ডিয়ার জন্য। এছাড়াও কোচ গম্ভীরের (Gautam Gambhir) ‘প্রিয় পাত্র’ হওয়া বছর ২৩-এর তরুণ’কে বাড়তি সুবিধা এনে দিতে পারে বলে মনে করা হচ্ছে।

রিজার্ভ বেঞ্চেই রয়েছেন বরুণ-

Ind vs eng
Varun Chakravarthy | Image: Getty Images

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে (IND vs ENG) চমৎকার পারফর্ম করেছিলেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। ইডেনে প্রথম ম্যাচে তামিলনাড়ুর রহস্য স্পিনার নিয়েছিলেন ৩ উইকেট। এরপর চেপকে তাঁর ঝুলিতে ছিলো আরও দুই সাফল্য। রাজকোটে টিম ইন্ডিয়া হারলেও নজর কেড়েছিলেন বরুণ (Varun Chakravarthy)। তুলে নেন পাঁচ উইকেট। বাকি দুই ম্যাচ মিলিয়ে আরও চারটি উইকেট নিয়েছেন তিনি। সিরিজে ৯.৮৬ গড়ে ১৪ উইকেট নিয়ে পেয়েছেন সেরা ক্রিকেটারের পুরষ্কার। বরুণের পারফর্ম্যান্সে নড়েচড়ে বসেছেন নির্বাচকেরাও। বাটলারদের বিপক্ষে ওডিআই সিরিজের প্রাথমিক স্কোয়াডে ছিলেন না তিনি। পরে জুড়ে দেওয়া হয়েছে তাঁকে। যদিও নাগপুরে আজ ওয়ান ডে অভিষেক হয় নি তাঁর। রয়েছেন রিজার্ভ বেঞ্চেও। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (CT 2025) তাঁকে উড়িয়ে নিয়ে যাওয়া হবে কিনা সে নিয়ে রয়েছে সংশয়।

Also Read: CT 2025: KL রাহুল নাকি ঋষভ পন্থ? টিম ইন্ডিয়াকে উইকেটরক্ষক প্রশ্নের সমাধান খুঁজে দিলেন আকাশ চোপড়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *