harshal-can-get-into-india-t20-wc-team

এবারের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) অন্যতম ‘ফেভারিট’ হিসেবে শুরু করেছে টিম ইন্ডিয়া। গ্রুপ-এ’র প্রথম ম্যাচে তারা হারিয়েছে আয়ারল্যান্ডকে। খাতায়-কলমে অনেক পিছিয়ে থাকা পল স্টার্লিং-এর দলকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। নজর ছিলো গতকালের ভারত বনাম পাকিস্তান লড়াইয়ের দিকে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাক শিবির আচমকা হেরে বসায় বাড়তি উত্তেজনা তৈরি হয়েছিলো এই ম্যাচ ঘিরে। টুর্নামেন্টে অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে জিততেই হত পাক বাহিনীকে। আত্মবিশ্বাসী ভারত নাকি মরিয়া পাকিস্তান? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিলো উপমহাদেশের ক্রিকেটমহলে। জমজমাট এক ম্যাচ উপহার দিলো দুই দল। লো স্কোরিং থ্রিলারে শেষ হাসি অবশ্য ‘মেন ইন ব্লু’র।

টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানান পাক অধিনায়ক বাবর আজম (Babar Azam)। বৃষ্টিভেজা পিচের সাহায্য নিয়ে শুরুতেই কোহলি, রোহিতদের সাজঘরে পাঠিয়ে দারুণ গতিতে এগোচ্ছিলেন নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদিরা। ঋষভ পন্থের ৪২ ও অক্ষর প্যাটেলের ২০ রান ছাড়া উল্লেখযোগ্য সাফল্য পান নি কেউই। ১১৯ রানে থামতে হয় ভারতকে। স্বল্প রানের পুঁজি হাতে থাকলেও স্বপ্ন দেখা ছাড়ে নি টিম ইন্ডিয়া। আরও একবার বল হাতে ঘাতক হয়ে ওঠেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তুলে নেন ৩ উইকেট। দারুণ বোলিং হার্দিক, সিরাজ, আর্শদীপদেরও। ভারতীয় বোলিং-এর সাঁড়াশি আক্রমণের মুখে পড়ে হারিয়ে যায় পাকিস্তান। টুর্নামেন্টে ভারতের বোলারদের দাপট দেখে, আগামীর জন্য বোলিং বিভাগকেই শক্তপোক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন কোচ দ্রাবিড়। ডেকে পাঠাচ্ছেন হর্ষ প্যাটেলকে।

Read More: রাতারাতি রদবদল টিম ইন্ডিয়াতে, শিবম দুবের জায়গায় সুযোগ পাচ্ছেন এই তরুণ তুর্কি !!

IPL-এ ‘পার্পল ক্যাপ’ জিতেছেন হর্ষল-

Harshal Patel and Virat Kohli | T20 World Cup | Image: Getty Images
Harshal Patel and Virat Kohli | Image: Getty Images

৩৩ বর্ষীয় হর্ষল (Harshal Patel) দেশের হয়ে এখনও অবধি ২৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। নিয়েছেন ২৯টি উইকেট। ২০২১ সালে প্রথমবার জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। ভালো পারফর্ম্যান্স করে নজর কেড়েছিলেন। ২০২২-এর টি-২০ বিশ্বকাপ  (T20 World Cup) স্কোয়াডেও সামিল হয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার মাঠে আর্শদীপ (Arshdeep Singh), ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামিদের (Mohammed Shami) ব্যবহার করার কথা ভেবেছিলেন কোচ রাহুল দ্রাবিড়। গোটা টুর্নামেন্ট রিজার্ভ বেঞ্চে বসেই কেটেছিলো হর্ষলের। ২০২৩ সালের জানুয়ারি মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শেষ তিনি খেলেছেন জাতীয় দলের হয়ে। সব ঠিকঠাক থাকলে প্রায় দেড় বছর পর দলে ফিরতে পারেন তিনি।

হর্ষলের (Harshal Patel) ভাগ্যকাশে মেঘ কাটার সম্ভাবনা দেখা গিয়েছিলো সদ্যসমাপ্ত আইপিএলেই (IPL_। তাঁর দল পাঞ্জাব কিংস (PBKS) আরও একবার প্লে-অফের যোগ্যতা অর্জনে ব্যর্থ হলেও ২৫ উইকেট তুলে নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হন হর্ষল প্যাটেলই। ভুবনেশ্বর কুমার ও ডোয়েল ব্র্যাভোর পর তৃতীয় ক্রিকেটার হিসেবে একাধিক মরসুমে সর্বোচ্চ উইকেটশিকারীর ‘পার্পল ক্যাপ’ জিতলেন তিনি। মনে করা হয়েছিলো টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পর জিম্বাবুয়ে সফরে বুমরাহ, সিরাজরা বিশ্রাম নিলে স্কোয়াডে ফিরবেন তিনি। কিন্তু তাঁর আগেই নীল জার্সি সম্ভবত গায়ে চাপাতে চলেছেন হর্ষল।

দলে যোগ দিতে পারেন হর্ষল প্যাটেল-

Harshal Patel | Image: Getty Images
Harshal Patel | Image: Getty Images

নিউ ইয়র্কের নাসাও কাউন্টির নবনির্মিত ক্রিকেট স্টেডিয়ামে টিম ইন্ডিয়া (Team India) ইতিমধ্যে ২টি ম্যাচ খেলেছে। জিতেছে দুটিতেই। আপাতত গ্রুপ এ-র শীর্ষে রয়েছে দল। কিন্তু কপালে চিন্তার ভাঁজ পড়েছে কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid)। তার প্রধান কারণ নিউ ইয়র্কের বাইশ গজ। অ্যাডিলেডে নির্মিত ড্রপ-ইন পিচ ব্যবহার করা হচ্ছে নিউ ইয়র্কে। মাঠের সাথে এখনও তা সঠিক ভাবে মানিয়ে নিতে পারে নি। ফলে অপ্রত্যাশিত আচরণ করতে দেখা যাচ্ছে বাইশ গজকে। স্পঞ্জি বাউন্স থাকায় আচমকা লাফিয়ে উঠছে কোনো কোনো ডেলিভারি। কখনও আবার তা থেকে যাচ্ছে নীচু। এমতাবস্থায় বাড়ছে চোটের সম্ভাবনা।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ভারত অধিনায়ক রোহিত শর্মা’র (Rohit Sharma) হেলমেটে বল আছড়ে পড়েছিলো। বাইসেপের খানিক নীচে বল লাগায় আহত ও অবসৃত হতে হয় তাঁকে। শরীরে বলের আঘাত সহ্য করতে হয়েছিলো ঋষভ পন্থকেও (Rishabh Pant)। ব্যাটারদের পাশাপাশি বোলারদেরও নিয়েও রয়েছে চিন্তা। কেন্টাকি ব্লু গ্রাস দিয়ে তৈরি আউটফিল্ড নরম রয়ে যাচ্ছে বলে উঠছে অভিযোগ। ফলে ফাস্ট বোলারদের রান-আপের সময় পা আটকে গিয়ে চোটের সম্ভাবনা তৈরি হয়েছে। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) মাঝামাঝি পর্যায়ে চোট-আঘাতজনিত সমস্যায় পড়তে চায় না ভারত। তাই পর্যাপ্ত বিকল্প হাতে রাখতে চান দ্রাবিড়। শোনা যাচ্ছে সেই কারণেই অতিরিক্ত ফাস্ট বোলার হিসেবে ডেকে পাঠানো হতে পারে হর্ষল প্যাটেলকে।

Also Read: T20 World Cup: বোলিং মাস্টারক্লাসে ঐতিহাসিক জয় ভারতের, নিউ ইয়র্কে হেরে বিদায়ের মুখে পাকিস্তান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *