“বাকিরাও যদি তোমার মত…” কোহলির ‘বিরাট’ হৃদয়ের কথা তুলে ধরলেন হর্ষ ভোগলে !! 1

বিরাট কোহলি (Virat Kohli), শচীনোত্তর ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের পোস্টার বয়। ২০০৮ সালে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ জয়ের পর থেকেই নিয়ত মিডিয়ার স্পটলাইটে রয়েছেন তিনি। ভারতের জার্সিতে দিনের পর দিন নিজেকে সক্ষমতার চূড়ান্ত সীমায় নিয়ে গিয়েছেন। ব্যাট হাতে গড়েছেন একের পর এক রেকর্ড। দিল্লীর বিরাট থেকে হয়ে উঠেছেন দেশের সবার ‘কিং কোহলি।’ দেড় দশকের কেরিয়ারে পেরিয়েছেন ২৫ হাজার রানের মাইলফলক। ওয়ান ডে’ শতরানের নিরিখে ছাপিয়ে গিয়েছেন কিংবদন্তি শচীন তেন্ডুলকরকে (Sachin Tendulkar)। অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মত কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে জিতিয়েছেন টেস্ট সিরিজ। কিন্তু ক্রিকেটীয় পরিচয়ের বাইরে গিয়ে মানুষ বিরাট (Virat Kohli) কেমন? তার ছোট্ট এক ঝলক তুলে ধরলেন বর্ষীয়ান সাংবাদিক হর্ষ ভোহলে (Harsha Bhogle)।

Read More: ভারত-পাক ম্যাচের আগে হাতাহাতিতে জড়ালেন এই দুই দেশের ক্রিকেটার, হতে পারেন আজকের ম্যাচ দেন ব্যান !!

ক্যান্সারজয়ীর অনুপ্রেরণা কোহলি-

Virat Kohli and Jasprit Bumrah | Image: Getty Images
Virat Kohli and Jasprit Bumrah | Image: Getty Images

নিজের ইউটিউব চ্যানেলে বিরাট কোহলির (Virat Kohli) মহানুভবতা সম্পর্কে মুখ খুলতে শোনা গিয়েছে প্রখ্যাত সাংবাদিক ও ধারাভাষ্যকার হর্ষ ভোগলে’কে (Harsha Bhogle)। কি করে এক শিশুর অসুস্থতার সময় পাশে দাঁড়িয়েছিলেন ভারতীয় মহাতারকা, সামনে এনেছেন সেই গল্প’ই। হর্ষ বলেন, “আমার এক সহকর্মীর মেয়ে খুবই অসুস্থ ছিলো। ক্যান্সার ছিলো তার। বিরাটের ঘনিষ্ট এক সাংবাদিক ওকে অনুরোধ করেছিলো ঐ শিশুটিকে উৎসাহ দেওয়ার জন্য একটা বার্তা রেকর্ড করে দিতে। খুশি মনে তা করে দিয়েছিলো বিরাট। যেহেতু ঐ শিশুটি আমার বন্ধুর মেয়ে, তো আমার সাথে তার নিয়মিত যোগাযোগ থাকে। সে আমায় জানিয়েছিলো যে, ‘আমার জীবনের কঠিনতম সময়ে ঐ বার্তাটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিলো’…”

এর পরেই একটি সুসংবাদ দিয়েছেন হর্ষ। জানান যে মারণরোগ ক্যান্সারকে পিছনে ফেলে সুস্থ হয়েছে ঐ শিশু। বলেন, “সেরে ওঠা উদ্‌যাপন করতে ওরা অস্ট্রেলিয়ায় ছিলো টি-২০ বিশ্বকাপের সময়। আমার মনে হয়েছিলো যে ওরা যদি বিরাটের সাথে দেখা করে ধন্যবাদ জানাতে পারে ঐ বার্তাটির জন্য, তাহলে দারুণ হয়। তাই সংবাদমাধ্যমের এক সহকর্মী যাঁর সাথে বিরাটের স্ত্রী’র যোগাযোগ ছিলো, তাঁর মাধ্যমে খবর পাঠানো হয়। বিরাট জানতে পেরে খবর পাঠায় একটা হোটেলে নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট জায়গায় ওর সাথে দেখা করতে। প্রায় আধ ঘন্টা ওরা সময় কাটিয়েছিলো। বিরাট ওদের উষ্ণ অভ্যর্থনা জানায়, সহমর্মিতা দেখায়। আমি পরে ওকে বলেছিলাম, ‘তোমার হাতে এই দারুণ ক্ষমতাটা রয়েছে বিরাট। বাকি যাঁরা এই ক্ষমতার অধিকারী, তাঁরাও যদি তোমার মত হতেন…’”

দেখে নিন কি জানিয়েছেন হর্ষ-

বিরাটের ব্যাটিং পজিশন নিয়ে রয়েছে ধোঁয়াশা-

Virat Kohli and Rohit Sharma | Image: Getty Images
Virat Kohli and Rohit Sharma | Image: Getty Images

এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন কোহলি (Virat Kohli)। ভারতীয় দলের হয়ে খেলছেন টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। দেরী করে দলের সাথে যোগ দেওয়ার কারণে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে পারেন নি তিনি। সরাসরি নেমেছিলেন গ্রুপ পর্বের খেলায় আয়ারল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু নিউ ইয়র্কের ড্রপ-ইন পিচের সাথে সরগড় হয়ে ওঠার আগেই উইকেট হারাতে হয় তাঁকে। ইনিংসের গোড়াতেই এগিয়ে এসে বড় শট মারতে গিয়ে ধরা পড়েন লং অফে। ১ রান করতে পেরেছেন কেবল। আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে সেই নিউ ইয়র্কের মাঠেই খেলা রয়েছে ভারতীয় দলের। আরও একবার তাঁকে দিয়ে ওপেনিং-এর ঝুঁকি নেবে টিম ইন্ডিয়া, নাকি পছন্দের তিন নম্বর পজিশনেই দেখা যাবে কোহলি’কে (Virat Kohli)? কোচ রাহুল দ্রাবিড় কি সিদ্ধান্ত নেন সেইদিকে তাকিয়ে গোটা দেশ।

Also Read: পাকিস্তানের বিরুদ্ধে বেঞ্চ গরম করবেন এই খেলোয়াড়, রোহিত করলেন কনফার্ম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *