চোটের কারণে IPL থেকে ছিটকে যাওয়ার পথে হার্দিক পান্ডিয়া, দলে ফিরিয়ে নিজের পায়েই কুড়ুল মারলেন আম্বানি !! 1
Hardik Pandya | Image: Twitter

২০১৫ সালে আইপিএল (IPL) থেকে উত্থান হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)। বরোদার তরুণ ক্রিকেটার থেকে আজ দেশের এক নম্বর অলরাউন্ডার হয়ে ওঠার লঞ্চপ্যাড হার্দিককে দিয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স (MI) ফ্র্যাঞ্চাইজিই। ২০১৫ থেকে ২০২১ অবধি মোট সাত মরসুম মুম্বই শিবিরে কাটিয়ে দল ছেড়েছিলেন তিনি। ২০২২-এ যখন নতুন দল হিসেবে আইপিএলে যোগ দেয় গুজরাত টাইটান্স (GT), তখন অধিনায়ক হিসেবে সেখানে যোগ দিয়েছিলেন হার্দিক (Hardik Pandya)। প্রথম মরসুমেই নেতা হিসেবে ট্রফি জেতেন। চোখে পড়ে তাঁর আগ্রাসী অধিনায়কত্ব। ব্যাটিং অর্ডারে নিজেকে উপরের দিকে তুলে এনে দলকে নেতৃত্ব দেন। দ্বিতীয় মরসুমেও গুজরাত অধিনায়ক হিসেবে উজ্জ্বল তিনি। দলকে নিয়ে গিয়েছিলেন ফাইনালে। রবীন্দ্র জাদেজা ফাইনালে শেষ দুই বলে ছক্কা-চার মেরে চেন্নাইকে না জেতালে টানা দ্বিতীয় ট্রফিও ঢুকে পড়তে পারত ঝুলিতে।

সফল অধিনায়ক হওয়া সত্ত্বেও গুজরাত-হার্দিক সম্পর্কে ফাটলে ধরে ২০২৪ মরসুম শুরুর আগেই। তাঁকে দলে ফেরাতে উদ্যত হয় মুম্বই ইন্ডিয়ান্স (MI)। শোনা গিয়েছিলো ট্রেডিং পদ্ধতিতে ‘ঘরে’ ফিরতে চলেছেন হার্দিক। শেষমেশ ২৬ নভেম্বর যখন গুজরাতের রিটেনশন তালিকায় হার্দিকের নাম দেখা যায়, তখন পুরোটাই গুজব মনে করেছিলেন অনেকে। কিন্তু এরপর নাটকীয় পটপরিবর্তন দেখা যায় ঘন্টাখানেকের মধ্যে। ক্রিকবাজ সূত্রে জানা যায় বিপুল অর্থের বিনিময়ে হার্দিককে (Hardik Pandya) গুজরাত থেকে দলে ফেরাতে সক্ষম হয়েছে মুম্বই। ২৭ নভেম্বর মুম্বই (MI) ও গুজরাত-উ্ভয় পক্ষের থেকেই মেলে দলবদলের নিশ্চয়তা। ২০১৫তে যে হার্দিককে ১০ লাখে দলে নিয়েছিলো মুম্বই, তাঁকেই মুকেশ আম্বানির দল ফেরায় ১৫ কোটিতে। তবে আগামী মরসুমে হার্দিকের ‘হোমকামিং’ কতদূর সফল হবে তা নিয়ে এখনও রয়েছে সন্দেহ। তাঁর গোড়ালির চোট বাড়িয়েছে জটিলতা।

Read More: IPL 2024: ভারতীয় সমর্থকদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য হ্যারি ব্রুকের, পরে চাইতে হল ক্ষমাও !!

গুরুতর চোট পেয়ে মাঠের বাইরে হার্দিক-

Hardik Pandya | Image: Getty Images
Hardik Pandya | Image: Getty Images

গত ১৭ নভেম্বর পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো ভারত ও বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন বাংলাদেশের কার্যনির্বাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। দুই ওপেনার লিটন দাস (Litton Das) ও তানজিদ হাসান তামিম (Tanzid Hasan) শুরুটা বেশ ভালো করেছিলেন। নতুন বলে উইকেট তুলতে সমস্যায় পড়েন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। দশম ওভারে তাই অধিনায়ক রোহিত শর্মা বল তুলে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) হাতে। ভারতীয় সহ-অধিনায়কের ওভার অবশ্য তিন বলের বেশী এগোয় নি। আহত হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।

হার্দিকের ওভারের তৃতীয় বলটিতে স্ট্রেট ড্রাইভ মেরেছিলেন লিটন দাস (Litton Das)। নিজের বোলিং-এর ফলো থ্রু’তে পা বাড়িয়ে তা আটকাতে যান হার্দিক (Hardik Pandya)। কিন্তু ব্যর্থ হন। বল পৌঁছায় বাউন্ডারিতে। গোড়ালি মচকে যাওয়ায় চোট পান টিম ইন্ডিয়া তারকা। মাঠেই শুয়ে পড়েন তিনি। ছুটে আসেন ফিজিও। বেশ খানিকক্ষণ মাঠেই চলে শুশ্রূষা। এরপর হার্দিক উঠে দাঁড়াতে পারলেও বোলিং রান আপে ফেরা আর হয় নি তাঁর। ফিজিও’র কাঁধে ভর দিয়ে ফিরে যান সাজঘরে। সেখান থেকে সরাসরি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্ক্যানের জন্য। প্রথমে চোট গুরুতর না মনে করা হয়েছিলো। কিন্তু পরে ধারণা বদলায় চিকিৎসকদের। গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে হয় হার্দিক’কে (Hardik Pandya)। তাঁর বদলি হিসেবে জায়গা পান প্রসিদ্ধ কৃষ্ণা।

অনিশ্চিত হার্দিকের প্রত্যাবর্তন-

Hardik Pandya | Image: Twitter
Hardik Pandya | Image: Twitter

বিশ্বকাপের শেষ অবধি খেলতে পারেন নি হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। খেলা হয় নি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ’ও। কুড়ি-বিশের ফর্ম্যাটে হার্দিকের অনুপস্থিতিতে নেতৃত্বে অভিষেক হয়েছে সূর্যকুমার যাদবের। গোড়ালির চোট না সারায় দক্ষিণ আফ্রিকাগামী দলেও তাঁর জায়গা হয় নি। ওডিআই অধিনায়কত্ব পেয়েছেন কে এল রাহুল (KL Rahul)। টি-২০তে তরুণ তুর্কিদের নেতৃত্বে দেখা যাবে সূর্যকুমার যাদব’কে (Suryakumar Yadav)। এরপর নতুন বছরের জানুয়ারী মাসের ১১ তারিখ থেকে তিন ম্যাচের টি-২০ সিরিজ রয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে। ফিট হয়ে উঠতে পারলে সেই সিরিজে খেলতে পারেন হার্দিক (Hardik Pandya)। যদিও সেই সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করা হচ্ছে।

আফগানিস্তান সিরিজের পর লম্বা সময় সাদা বলের ফর্ম্যাটে ভারতের কোনো ম্যাচ নেই। পাঁচ টেস্টের সিরিজ রয়েছে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে। লাল বলের খেলায় মাঠে নামেন না হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ফলে বাইশ গজে ফেরার অপেক্ষা আরও দীর্ঘায়ত হবে তাঁর। সবকিছু ঠিকঠাক থাকলে হয়ত আইপিএল (IPL) দিয়েই প্রত্যাবর্তন হবে তাঁর। যদিও হার্দিক অথবা ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে তারকা অলরাউন্ডারের প্রত্যাবর্তনের কোনো রকম সময়সীমা বেঁধে দেওয়া হয় নি। পুরোটাই নির্ভর করছে তাঁর সেরে ওঠার উপর। গতকাল অনুরাগীদের উদ্দেশ্যে ছোট্ট একখানি বার্তা অবশ্য দিয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলেন রিহ্যাবের একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, “ওয়ার্ক ইন প্রগ্রেস।”

দেখে নিন হার্দিকের ইনস্টাগ্রাম পোস্ট-

Also Read: IPL 2024: হার্দিকের পর শামিও ছাড়ছে GT-সাথ, নিলামের আগেই ছাড়বে দল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *