harbhajan-on-india-overusing-bumrah

নামে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) দ্বৈরথ হলেও আদতে মাঝেমধ্যেই মাঠের মধ্যে লড়াইটা যে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) বনাম অজি একাদশ হয়ে দাঁড়াচ্ছিলো, তা বর্ডার-গাওস্কর ট্রফি চলাকালীন প্রায়শই বলতে শোনা গিয়েছে বিশেষজ্ঞদের। রোহিত-কোহলিদের বেনজির ব্যর্থতা সত্ত্বেও সদ্যসমাপ্ত সিরিজ যে একপেশে হয় নি তার কৃতিত্বের পুরোটাই দাবী করতে পারেন তারকা পেসার। ৫ টেস্টে ১৩.০৬ গড়ে তিনি তুলে নিয়েছেন ৩২টি উইকেট। নেহাত সিডনিতে অন্তিম টেস্টের দ্বিতীয় ইনিংসে পিঠের চোটের কারণে হাত ঘোরাতে পারেন নি। না হলে কার্টলি অ্যামব্রোজ’কে টপকে অস্ট্রেলিয়ার মাটিতে কোনো একটি সিরিজে সর্বোচ্চ উইকেট নেওয়া বিদেশী বোলার হওয়ার নজিরও নিঃসন্দেহে গড়ে ফেলতেন বুমরাহ (Jasprit Bumrah। সিরিজ হারের পাশাপাশি রেকর্ড খোয়ানোর আক্ষেপও থেকেই যাবে তাঁর।

Read More: “শামি’কে নিয়ে ছেলেখেলা চলছে…” রবি শাস্ত্রীর নিশানায় BCCI, তুললেন দলে ফেরানোর দাবী !!

অতিরিক্ত বুমরাহ নির্ভরতা নিয়ে সরব ভাজ্জি-

Jasprit Bumrah | Image: Getty Images
Jasprit Bumrah | Image: Getty Images

ভারত ১-৩ ফলে হারলেও জসপ্রীত বুমরাহ’ই (Jasprit Bumrah) পেয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়ের সম্মান। অজি প্রাক্তনী ড্যামিয়েন ফ্লেমিং একটি ভিডিওতে তাঁকে অস্ট্রেলিয়ার মাঠে তাঁর দেখা সেরা বিদেশী বোলার বলে সম্বোধন করেছেন। সাইমন ক্যাটিচ বুমরাহ’কে (Jasprit Bumrah) অভিহিত করেছেন ‘কিং’ বলে। প্রতিপক্ষ দলের ট্র্যাভিস হেড (Travis Head), উসমান খোয়াজারাও কুর্নিশ জানিয়েছেন ভারতীয় নক্ষত্রকে। হাজার ওয়াটের আলো, অজস্র করতালির মাঝে মুদ্রার উলটো পিঠটাও এবার তুলে ধরলেন হরভজন সিং (Harbhajan Singh)। বুমরাহ’র শ্রেষ্ঠত্ব মেনে নিতে বিন্দুমাত্র দ্বিধা নেই তাঁরও। কিন্তু দলের সেরা অস্ত্রকে যেভাবে ব্যবহার করেছে টিম ইন্ডিয়া তাতে রুষ্ট তিনি। শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে চোটের জন্য যে বোলিং’ই করতে পারলেন না বুমরাহ, প্রকারান্তরে তাঁর জন্য টিম ম্যানেজমেন্টকেই দুষলেন তিনি।

বাকিদের অক্ষমতা ঢাকতে প্রয়োজনের থেকে অনেক বেশী ব্যবহার করা হয়েছে বুমরাহ’কে (Jasprit Bumrah), নিজের ইউটিউব চ্যানেলে বিস্ফোরক অভিযোগ করেন হরভজন সিং (Harbhajan Singh)। তাঁর সাফ মন্তব্য, “আখের থেকে রস নিঙড়ে নেওয়ার মত ওকে ব্যবহার করা হয়েছে। যেন ট্র্যাভিস হেড এসেছে, বুমরাহকে বল দাও। মার্নাস (লাবুশেন) মাঠে নেমেছে, বুমরাহকে বল দাও, স্টিভ স্মিথ মাঠে নেমেছে, বল তুলে দাও বুমরাহ’র হাতে।” “আর কত ওভার বুমরাহ বোলং করবে? ওর এমন দশা করা হয়েছে যে শেষে আর খেলতেই পারলো না ও। ও থাকলে অস্ট্রেলিয়া হয়ত পঞ্চম টেস্টটা জিতে ঠিকই যেত, কিন্ত আট উইকেট হারাত। কঠিন হত ওদের জন্য জয়। কিন্তু আপনারা ওর পিঠই ভেঙে দিলেন। ম্যানেজমেন্টের উচিৎ ছিলো বুমরাহ কত ওভার বল করবে তা স্থির করে দেওয়া,” সংযোজন ক্ষুব্ধ ভাজ্জির।

দল নির্বাচন নিয়ে তোপ হরভজনের-

Jasprit Bumrah | Image: Getty Images
Jasprit Bumrah | Image: Getty Images

এবারের বর্ডার-গাওস্কর ট্রফিতে (BGT) ১৫১.২ ওভার বোলিং করতে হয়েছে জসপ্রীত বুমরাহ’কে (Jasprit Bumrah)। বিধ্বস্ত তারকা পেসার মেলবোর্ন টেস্টে শেষমেশ অধিনায়ক রোহিতকে বলেই বসেন, “আর জোর লাগাতে পারছি না।” ভুল দল নির্বাচনই দেশের সেরা পেস তারকাকে নিরন্তর চাপে রেখেছিলো, মত হরভজনের (Harbhajan Singh)। ইউটিউবে তিনি জানান, “দল বাছাই একদমই ঠিক হয় নি। সিডনির প্রাণবন্ত পিচে দুই স্পিনার খেলানো হয়েছিলো। আপনারা তো সবুজ পিচ দেখেছেন। এত ক্রিকেট খেলার পর, দেখার পর, এই জাতীয় পিচে ঠিক কি করা উচিৎ সেটুকু আপনারা কি করে যে বোঝেন না সেটাই আমার বোধগম্য হয় না।” বুমরাহ’র (Jasprit Bumrah) শারীরিক অবস্থা নিয়ে এখনও কোনো তথ্য দেয় নি বিসিসিআই। তবে শোনা গিয়েছে যে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবেন না তিনি। ফিরবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

Also Read: ‘হারানো প্রাপ্তি’ নাইট রাইডার্সের, ফের একবার ফিল সল্ট খেলবেন বেগুনি-সোনালী জার্সিতে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *