IPL 2024: হার্দিকের সাথে বদলা পূরণ করছেন রোহিত, গুজরাট দলে নিচ্ছেন এন্ট্রি !! 1

IPL 2024: আইপিএল ইতিহাসের অন্যতম জনপ্রিয় দল হলো মুম্বাই ইন্ডিয়ান্স (MI) আর এই দলটিকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার জন্য অন্যতম ভূমিকা গ্রহণ করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma), রোহিতের নেতৃত্বে পাঁচবার আইপিএলের খেতাব জয়লাভ করেছে মুম্বাই। তবে শুক্রবার মুম্বাই ইন্ডিয়ান্সের নেওয়া একটি সিদ্ধান্ত যা সমাজ মাধ্যম কে একেবারে নিস্তব্ধ করে দিয়েছে। দলের হয়ে রোহিত শর্মার অবদান প্রচুর, যদিও গত তিন সিজিনে মুম্বই মাত্র ১ বার প্লে অফে পৌঁছাতে সক্ষম হয়েছে, অন্যদিকে ২০২২ মেগা নিলামের আগে মুক্তি দেওয়া হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) দলে সামিল করা দলের মধ্যে শুধু একটা অন্তদ্বন্দই তৈরি করেনি, তৈরি হয়েছে বড় মাথা ব্যাথা।

গুজরাট থেকে হার্দিককে ১৫ কোটি অল ক্যাশ ডিলে দলে সামিল করার পরে তাকেই মুম্বই ম্যানেজমেন্ট ক্যাপ্টেনের ভূমিকা দিয়েছে যা সমাজ মাধ্যমকে তোলপাড় করে রেখে দিয়েছে। ক্যাপ্টেন হিসাবে ২০২২ মরশুমে গুজরাট দলকে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন হার্দিক এবং ২০২৩ মরশুমে তার নেতৃত্বে দ্বিতীয় স্থানে শেষ করে গুজরাট দল। তবে এবার পুরানো ফ্রাঞ্চাইজি’তে যোগ দিলেন হার্দিক। রোহিতের থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়ায় বাঁকি ফ্রাঞ্চাইজি গুলির নজরে থাকবেন রোহিত। এমনকি বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী মুম্বই ছাড়তে চলেছেন রোহিত এবং যোগ দিতে চলেছেন নতুন ফ্রাঞ্চাইজিতে।

আরও পড়ুন- IPL 2024: “সম্মান দিতে পারে না…” রোহিতকে ক্যাপ্টেন্সি থেকে সরাতেই মেজাম হারিয়েছে MI’সমর্থকরা, ক্ষোভ উগরে দিলো সমাজ মাধ্যমে !!

নতুন দলে খেলতে চলেছেন রোহিত

Rohit Sharma, ipl 2024
Rohit Sharma | Image: Getty Images

মুম্বই দলকে ৫ বারের চ্যাম্পিয়ন বানিয়েও দলে ক্যাপ্টেনের ঠাঁই হলো না রোহিতের। তবে অন্যদিকে রোহিতকে কিনতে মোরিয়া হয়ে উঠেছে বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি। সূত্রের খবর অনুযায়ী রোহিতকে পাওয়ার জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যোগাযোগ করেছে গুজরাট টাইটান্স। গুজরাট থেকেই যেহুতু ক্যাপ্টেন হার্দিককে তুলে নেওয়া হয়েছে সেই কারণেই রোহিতকে নিশানা বানায় গুজরাট। হার্দিককে ছাড়ার পর নতুন ক্যাপ্টেনের সন্ধানে ছিল গুজরাট, যদিও তারা শুভমান গিলকে (Shubman Gill) দলের দায়িত্ব দিয়ে ফেলেছেন। তবুও রোহিতের মতন একজন অভিজ্ঞ ব্যাটসম্যান ও ক্যাপ্টেনকে দলে সামিল করতে পারলেই লাভ হতো গুজরাটের। তারা হিটম্যানকে অধিনায়ক করতে এই কাজটা করে।

হার্দিক ক্যাপ্টেন হতেই তৈরি হলো জটলা

Hardik pandya, ipl 2024
Hardik Pandya | Image: Getty Images

আসলে হার্দিক পান্ডিয়াকে মুম্বই ম্যানেজমেন্ট নতুন মরশুমের জন্য দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার রোহিতের উপর আস্থা হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। সেটাকে মাথায় রেখেই বড় চাল চেলেছিলো গুজরাট, তবে তাদের এই আবেদনে নাকচ করে দিয়েছে মুম্বাই ম্যানেজমেন্ট। তারা জানিয়ে দিয়েছে যে, রোহিত শর্মাকে তারা কিছুতেই ছাড়বে না। মুম্বই থেকে রোহিতের দায়িত্ব কেড়ে নেওয়ার পরেই ১০ লক্ষের বেশি ভক্ত দলকে অসমর্থন করেছে। আসন্ন আইপিএলে (IPL 2024) নিলাম ১৯ ডিসেম্বর, তবে ২০ ডিসেম্বর থেকে আবার ট্রেড উইন্ডো খুলতে চলেছে। রোহিতকে কিনতে এই ট্রেড উইন্ডো ব্যাবহার করতে পারে গুজরাট। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একজন সফল অধিনায়ক হলেন হিটম্যান, ২০১৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত রোহিত শুধু ৫ আইপিএল জেতেন নি, জিতেছেন ২০১৩ চ্যাম্পিয়ন্স লিগ T20 ট্রফিও। ভারতীয় দলকে ২০২৩ এশিয়া কাপ ও বিশ্বকাপে যেভাবে নেতৃত্ব দিয়েছেন তা প্রশংসনীয় এবং তাকে দলে সুযোগ দিতে চাইবে ফ্রাঞ্চাইজি গুলো।

আরও পড়ুন- IPL 2024: নিলামের আগে অধিনায়ক বদল কেকেআরের, এই খেলোয়াড়কে দেওয়া হল দায়িত্ব!!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *