সমাপ্ত হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ৫৯তম ম্যাচ (IPL 2024)। গুজরাট ও চেন্নাই সুপার কিংসের (GT vs CSK) মধ্যে আজকের ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ঋতুরাজ গাইকোয়ার্ড। প্রথমে ব্যাটিং করতে এসে আক্রমণাত্মক ব্যাটিং চালু করে দেন গুজরাট দলের দুই ওপেনার ব্যাটসম্যান। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ইতিহাস গড়লেন দুই ওপেনার, ব্যাট হাতে সাই সুদর্শন (Sai Sudarshan) ৫১ বলে ৫টি চার ও ৭টি ছক্কার বিনিময়ে ১০৩ রান বানান এবং ক্যাপ্টেন গিল (Shubman Gill) ৫৫ বলে ৯টি চার ও ৬টি ছক্কার বিনিমিয়ে ১০৪ রান বানান। দুই ওপেনারের প্রয়াসে ও ডেভিড মিলারের বানানো ১৬ রানের দৌলতে গুজরাট দল প্রথমে ব্যাটিং করে ২৩১ রান বানাতে সক্ষম হয়।
৩৫’ রানে ম্যাচ জিতলো গুজরাট টাইটান্স
জবাবে ব্যাটিং করতে এসে চেন্নাই দলের টপ অর্ডার ব্যাটসম্যান জলদি প্যাভেলিয়ানে ফিরে যান। অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) কেবলমাত্র ৫ বলে ১ রান বানাতে সক্ষম হয়েছিলেন। এমনকি দলে ফিরে আসা রোচিন রবীন্দ্র (Rachin Ravindra) ব্যাট থেকে কেবলমাত্র এসেছিল ১ রান। ক্যাপ্টেন ঋতুরাজ আজকে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। ৩ বল খেলে কোনো রান বানাতে পারেননি তিনি।
Read More: বিশ্বকাপের আগে বড় খোলাসা BCCI’এর, প্রধান কোচের পদ থেকে ছাঁটাই হচ্ছেন রাহুল দ্রাবিড় !!
সর্বাধিক ৩৪ বলে ৭টি চার এবং তিনটি ছক্কার বিনিময়ে ৬৩ রানের ইনিংস খেলেন ডারেল মিচেল (Daryl Mitchell)। পাশাপাশি ৩৬ বলে চারটি চার ও চারটি ছক্কার বিনিময়ে ৫৬ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলতে দেখা যায় মঈন আলীকে (Moeen Ali)। শেষ কিছু ম্যাচে ফর্মের অভাবে ভুগতে থাকা শিবম দুবের (Shivam Dube) ব্যাট থেকে এসেছে ১৩ বলে মাত্র ২১ টি রান।
এরপর ব্যাটিং করতে আসেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), ১০ বলে ১৮ রান বানিয়ে আউট হন তিনি। শেষমেষ ভক্তদের উৎসাহিত করতে ব্যাটিং করতে আসেন থালা ধোনি (MS Dhoni)। ১১ বলে একটি চার এবং তিনটি ছক্কার বিনিময় ২৬ রান বানান তিনি। নির্ধারিত ২০ ওভারে ১৯৬ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে চেন্নাই সুপার কিংস। ৩৫ রানে জয় লাভ করে গুজরাট টাইটান্স টেবিলে অষ্টম স্থানে উঠে এসেছে। গুজরাট দলের হয়ে তিনটি উইকেট নিয়েছেন মোহিত শর্মা (Mohit Sharma) দুটি উইকেট নিয়েছেন রশিদ খান (Rashid Khan) এবং একটি করে উইকেট নিয়েছেন সন্দীপ ওয়ারিওর ও উমেশ যাদব (Umesh Yadav)।