চলতি আইপিএলে (IPL) সমস্যার পাহাড় যেন ভেঙে পড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরের উপর। তাদের নারী দল উইমেন্স প্রিমিয়ার লীগ জেতার পর পুরুষদের নিয়েও আইপিএল শুরুর আগে স্বপ্ন দেখছিলেন সমর্থকেরা। সেই স্বপ্ন আপাতত চুরমার হওয়ার পথে। এখনও অবধি লীগ পর্বে সাতটি ম্যাচ খেলে ফেলেছেন বিরাট কোহলিরা। অর্ধেক পথ পেরিয়ে এলেও জয়ের সংখ্যা মাত্র ১। ছয়টি ম্যাচে হারতে হয়েছে তাদের। এর মধ্যে টানা পাঁচটি হারের লজ্জাও জুটেছে কপালে। প্লে-অফে যেতে হলে লীগ পর্বে বাকি থাকা সাত ম্যাচের মধ্যে অন্তত ছয়টি জিততেই হবে তাদের। যা এক কথায় অসম্ভব বলেই মনে করছেন সমর্থকরা। হতাশা ছাড়া চলতি মরসুমেও প্রাপ্তি কিছুই নেই তাঁদের।
গতকাল আইপিএলের ইতিহাসএক ইনিংসে সর্বোচ্চ রান হজম করার লজ্জার রেকর্ড গড়ে ফেলেছেন বেঙ্গালুরু বোলাররা। নিজেদের ঘরের মাঠে চিন্নস্বামী স্টেডিয়ামে সানরাইজার্সের বিরুদ্ধে মাঠে নেমেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স। প্রথমে ব্যাটিং করে ২৮৭ রান স্কোরবোর্ডে তুলে দেয় অরেঞ্জ আর্মি। অসাধারণ খেলেন ট্র্যাভিস হেড, হেনরিখ ক্লাসেন, আব্দুল সামাদ’রা। জবাবে দু প্লেসি, কোহলি, দীনেশ কার্তিকদের লড়াই সত্ত্বেও ২৫ রানে হার বেঙ্গালুরু’র। লাগাতার হারের যন্ত্রণার মাঝে রয়্যাল চ্যালেঞ্জার্স শিবিরের জন্য অপেক্ষা করেছিলো আরও একটি দুঃসংবাদ। গতকালের ম্যাচের পর জানা গিয়েছে যে টুর্নামেন্টে থেকে সরে দাঁড়ানোর পথে অস্ট্রেলীয় অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।
Read More: হার্দিককে বাদ দিয়েই টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়া, কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন রোহিত-আগরকার !!
আইপিএল অভিযান শেষ ম্যাক্সওয়েলের-
গত বছর বেঙ্গালুরুর হয়ে চমৎকার পারফর্ম্যান্স করেছিলেন অস্ট্রেলীয় তারকা গ্লেন ম্যাক্সওয়েল। এবারও তাঁর থেকে ভালো পারফর্ম্যান্সের আশা ছিলো সমর্থকদের। কিন্তু সেই মানদণ্ডে উত্তীর্ণ হতে পারেন নি তিনি। ২০২৪ মরসুমে ছয়টি ম্যাচ খেলেছেন তিনি। ব্যাট হাতে করেছেন কেবল ৩২ রান। গড় ৫.৩৩। অধিকাংশ ম্যাচেই ১০ রানের গণ্ডী পেরোনোর আগেই ফিরতে হয়েছে সাজঘরে। বল হাতেও সাফল্য পান নি তিনি। নিয়েছেন ৪টি উইকেট। অফ ফর্মের কারণে বাধ্য হয়েই তাঁকে ছেঁটে ফেলে উইল জ্যাকসকে সুযোগ দিতে হয়েছে বেঙ্গালুরুকে। ছন্দ হারিয়ে চাপে থাকা ম্যাক্সওয়েল সম্ভবত সরে যাচ্ছেন আইপিএল থেকে। সূত্রের খবর মানসিক স্বাস্থ্যের অবনতির জন্য বিরতি চেয়ে নিয়েছেন তিনি।
বিরতি নিলেও এক্ষুণি টুর্নামেন্ট ছেড়ে যাচ্ছেন না তিনি। টুর্নামেন্টের শেষ দিকে দলের প্রয়োজনে মাঠে নামতে পারেন তিনি। তবে আপাতত কয়েকটি ম্যাচে যে ম্যাক্সওয়েলকে পাওয়া যাচ্ছে না তা নিশ্চিত করে বলাই যায়। এই প্রথম নয়, এর আগেও মানসিক স্বাস্থ্যের অবনতির কারণে ২০২০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজের মাঝপথে বিরতি নিয়েছিলেন তিনি। মাসখানেক আগে মানসিক স্বাস্থ্যের অবনতির জন্য দক্ষিণ আফ্রিকা সফর ছেড়ে দেশে ফিরেছিলেন ভারতের ঈশান কিষণ’ও। বিষয়টির গুরুত্ব বুঝে ঈশানের আবেদনে ইতিবাচক সাড়াই দিয়েছিলো ভারতীয় বোর্ড। যদিও তার পর ঝাড়খণ্ডের ক্রিকেটারের বিভিন্ন কর্মকাণ্ড বিতর্কের জন্ম দিয়েছে।