ঘরে-বাইরে বড়সড় বিপর্যয়ের সম্মুখীন টিম ইন্ডিয়া (Team India)। হোমগ্রাউন্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে (IND vs NZ) হোয়াইটওয়াশ হয়ে অস্ট্রেলিয়া উড়ে গিয়েছিলো দল। ঘুরে দাঁড়াতে পারলো না ব্যাগি গ্রিন বাহিনীর বিরুদ্ধেও। পার্থে বর্ডার-গাওস্কর ট্রফির (BGT) শুরুটা জয় দিয়ে হলেও সিরিজ যত এগোলো ততই অসহায় দেখালো ‘মেন ইন ব্লু’কে। একমাত্র জসপ্রীত বুমরাহ ছাড়া সেরা ছন্দে পাওয়া যায় নি কাউকেই। রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিদের (Virat Kohli) মত মহাতারকারা মাঠে নেমেছেন ঠিকই। কিন্তু দলকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে পারেন নি। তাঁদের ব্যর্থতার প্রতিফলন দেখা গেলো ফলাফলেও। এক দশক পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) টেস্ট সিরিজে জুটলো পরাজয়। ১-৩ হেরে টানা তৃতীয় বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনাল খেলার সুযোগও হাতছাড়া হলো টিম ইন্ডিয়ার।
Read More: IND vs AUS: বিরাট-রোহিতদের জন্য অর্জিত সম্মান হারালেন সুনীল গাওস্কর, অস্ট্রেলিয়ার মাটিতে হলেন ‘অপমানিত’ !!
রঞ্জি খেলুন তারকারা, পরামর্শ গাওস্করের-
শেষ আটটি টেস্ট ম্যাচের মধ্যে ছয়টিতে হেরেছে ভারতীয় দল (Team India)। ড্র হয়েছে একটি। আর জয়ের সংখ্যা মাত্র এক। মাসখানেক আগেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) পয়েন্ট তালিকায় শীর্ষে ছিলো টিম ইন্ডিয়া (Team India)। সেখান থেকে নেমে যেতে হয়েছে তৃতীয় স্থানে। লাল বলের ফর্ম্যাটে দেশের এই বেহাল অবস্থা দেখে যথাযথ প্রস্তুতির অভাবকেই দায়ী করছেন কিংবদন্তি সুনীল গাওস্কর। তাঁর সাফ বক্তব্য, “কৌশলগত বেশ কিছু ভুলভ্রান্তি হয়েছে। শুধু এই সিরিজে নয়, আমি আগের সিরিজটিও নিয়েও কথা বলছি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তোমরা কি করছিলে? আমরা এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারি নি। আমাদের পরবর্তী চক্রের জন্য প্রস্তুত হতে হবে। যদি কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হয় তাহলে দলের স্বার্থে নাও। কোনো ব্যক্তির স্বার্থে নয়।”
ঘরোয়া ক্রিকেটের উপর জোর দিন তারকারা, চান কিংবদন্তি তারকা। স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “২৩ জানুয়ারি থেকে রঞ্জি ট্রফির পরের পর্ব শুরু হচ্ছে। দেখা যাক কতজন সেখানে খেলার আগ্রহ দেখান। সেখান থেকেই বোঝা যাবে। কোনো রকম বাহানা চলবে না।” কোচ গম্ভীরকে (Gautam Gambhir) কড়া হওয়ার পরামর্শ দিয়েছেন গাওস্কর। তাঁর মন্তব্য, “যদি কেউ খেলতে রাজী না হয় তাহলে গৌতম গম্ভীরের সেই ক্রিকেটারদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলা উচিৎ। আমাদের দায়বদ্ধতা দরকার। আপনি যদি খেলতে না চান, তাহলে খেলবেন না। কিন্তু ভারতীয় টেস্ট দলে আপনার প্রত্যাবর্তনও যেন সম্ভব না হয়।” বিরাট কোহলি (Virat Kohli) শেষ রঞ্জি খেলেছেন ২০১২ সালে। রোহিত (Rohit Sharma) খেলেছেন ২০১৫ সালে। গতকাল তাঁদের দিকেই যেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন গাওস্কর।
শুনে নিন গাওস্করের মন্তব্য-
#SunilGavaskar emphasizes this strict criteria for selecting players to the National Test team after #TeamIndia’s loss in the series for the first time in a decade. 🏏#AUSvINDOnStar #ToughestRivalry #INDvAUS #BorderGavaskarTrophy pic.twitter.com/wiK0Eennk9
— Star Sports (@StarSportsIndia) January 5, 2025
ঘরোয়া ক্রিকেট নিয়ে মুখ খুলেছেন গম্ভীরও-
গতকাল সিরিজ (IND vs AUS) হারের পর সাংবাদিক সম্মেলনে এসেছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ঘরোয়া ক্রিকেট নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকেও। সাক্ষাৎকারে গাওস্কর যা বলেছিলেন, প্রায় একই সুরে কথা বলতে শোনা গেলো টিম ইন্ডিয়ার (Team India) হেড কোচকেও। তিনি জানান, “আমি তো চাই সবাই যাতে ঘরোয়া ক্রিকেট খেলে। ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দেওয়া জরুরী। একটা ম্যাচ নয়। যদি ওঁরা উপলব্ধ হয় আর লাল বলের ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা থাকে তাহলে সকলেরই ঘরোয়া টুর্নামেন্টগুলি খেলা উচিৎ। এটা খুবই সহজ বিষয়। যদি ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দেওয়া না হয়, তাহলে চাহিদামত ক্রিকেটারদের কখনই পাওয়া যাবে না।” গত বছর রঞ্জি না খেলায় শাস্তি পেয়েছিলেন শ্রেয়স আইয়ার, ঈশান কিষণ’রা। এবার রোহিত-কোহলিদের উপরেও একই নিয়ম লাগু হয় কিনা সেদিকে তাকিয়ে সকলে।