gavaskar-urges-india-to-practice-more

বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) শুরুটা বেশ ভালো করেছিলো টিম ইন্ডিয়া। পার্‌থ-এর অপটাস স্টেডিয়ামে জসপ্রীত বুমরাহ’র নেতৃত্বাধীন দল ২৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছিলো অস্ট্রেলিয়াকে (IND vs AUS)। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের আগে দলের সাথে যোগ দিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma), শুভমান গিল। শক্তিবৃদ্ধি হওয়ায় পিঙ্ক বল টেস্টেও সাফল্যের আশা করেছিলেন সমর্থকেরা। কিন্তু দেখা গিয়েছে উলটো ছবি। আগাগোড়া এগিয়ে থেকে বাজিমাত অস্ট্রেলিয়া্রই। ব্যাটিং ব্যর্থতার কারণে ১০ উইকেটের ব্যবধানে হারতে হয়েছে ভারতকে। অ্যাডিলেডের এই পরাজয় জোড়া ধাক্কা দিয়েছে রোহিত-কোহলিদের। চলতি সিরিজে সমতা ফিরেছে। একইসাথে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) শীর্ষস্থান হারিয়ে তিনে নেমে গিয়েছে ‘মেন ইন ব্লু।’ যেভাবে খেলেছে দল, তাতে খুশি নন কিংবদন্তি সুনীল গাওস্কর (Sunil Gavaskar)।

Read More: TOP 3: তিন’টি ভুল চালেই হাতছাড়া ম্যাচ, প্রকাশ্যে অ্যাডিলেড বিপর্যয়ের আসল কারণ !!

অনুশীলন বাড়াও, পরামর্শ গাওস্করের-

Rohit Sharma With Morne Morkel | IND vs AUS | Image: Getty Images
Rohit Sharma With Morne Morkel | IND vs AUS | Image: Getty Images

গোলাপি বলের বিপক্ষে ভারতীয় দলের ব্যর্থতার পিছনে পর্যাপ্ত অনুশীলনের অভাবকেই অন্যতম কারণ বলে মনে করছে বিশেষজ্ঞদের একটা বড় অংশ। সহমত গাওস্কর’ও (Sunil Gavaskar)। সিরিজের (IND vs AUS) বাকি ম্যাচগুলির আগে রোহিত-কোহলিদের উচিৎ অনুশীলনের মাত্রা অনেকখানি বাড়ানো, জানিয়েছেন তিনি। সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসকে দেওয়া একটি সাক্ষাৎকারে ‘লিটল মাস্টার’ জানান, “এই সিরিজের বাকি অংশটাকে একটা আলাদা তিন ম্যাচের সিরিজ হিসেবে দেখুক (টিম ইন্ডিয়া)। ভুলে যাক যে এটা একটা পাঁচ ম্যাচের সিরিজ ছিলো। আমি চাই ভারতীয় দল আগামী দিনগুলোকে অনুশীলনের জন্য ব্যবহার করুক। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কেবল হোটেলের ঘরে বসে বা অন্য কিছু করে সময় কাটাতে পারেন না। কারণ আপনি এখানে আদতে ক্রিকেট খেলতেই এসেছেন।”

তৃতীয় দিনের প্রথম সেশনেই শেষ হয়ে গিয়েছে টেস্ট। পরবর্তী ম্যাচ ব্রিসবেনের গাব্বায়। শুরু হওয়ার কথা সেই ১৪ তারিখ। মাঝে লম্বা বিরতি পাচ্ছে ‘মেন ইন ব্লু।’ সেই সময়টাকে প্রস্তুতির জন্য কাজে লাগান ক্রিকেটাররা, চান সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। কোহলি, রোহিত, শুভমানদের পরামর্শ দিয়েছেন সানি। বলেন, “সারা দিন অনুশীলন করতে হবে না। সকালে বা বিকেলে যখন আপনারা চান অনুশীলন করুন। কিন্তু দিনগুলোকে নষ্ট করবেন না। যদি টেস্ট ম্যাচটা পাঁচ দিন চলত তাহলে তো এখানে (অ্যাডিলেডে) সেটা খেলতেই হত।” “ছন্দে ফিরতে নিজেদের আরও বেশী সময় দিতে হবে আপনাদের কারণ আপনারা রান পান নি। বোলারদেরও ফিকে লেগেছে। আরও বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন যাঁদের ক্রিজে গিয়ে খেলা উচিৎ,” সংযোজন গাওস্করের।

ঐচ্ছিক অনুশীলন পছন্দ নয় সানি’র-

Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

আগামী কয়েকদিন দলের সদস্যদের নিয়মিত অনুশীলনে ডুবে থাকা উচিৎ, মনে করেন কিংবদন্তি তারকা। ঐচ্ছিক অনুশীলনের যে ‘ট্রেন্ড’ বর্তমানে চোখে পড়ে তার সাথে সহমত নন তিনি। স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সরাসরি জানিয়েছেন, “এই ঐচ্ছিক অনুশীলনে আমার কোনো আস্থা নেই। এই সিদ্ধান্তটা কোচ বা ক্যাপ্টেন নিক। যে ‘তুমি ১৫০ রান করেছো, তুমি আজ অনুশীলন থেকে ছুটি নাও, তুমি ম্যাচে ৪০ ওভার বোলিং করেছো, তুমি আজ বিশ্রাম নাও,’ কিন্তু ওদের (ক্রিকেটারদের) হাতে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা উচিৎ নয়। কারণ যদি তা হয়, তাহলে অনেকেই বলবে, “না, আমি নিজের ঘরেই থাকবো।’ ভারতীয় ক্রিকেটে সেটা মোটেই কাম্য নয়। ভারতীয় ক্রিকেটে এমন মানুষজন প্রয়োজন যাঁরা দেশের জন্য নিজেদের উৎসর্গ করবে। কারণ ভারতের জার্সি গায়ে চাপানো একটা সম্মানের বিষয়।”

দীর্ঘ অস্ট্রেলিয়া সফর নিয়ে মুখ খুলেছেন গাওস্কর। বলেন, “৫৭ দিন ওরা কতদিন অস্ট্রেলিয়াতে থাকতে চলেছে। যদি পাঁচটা ম্যাচের দিন গুলো বাদ’ও দিই, তাহলেও ৩২ দিন হাতে থাকছে। প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে দু’দিনের ম্যাচ রয়েছে। তার পর ৩০টা দিন ফাঁকা রয়েছে ওদের। তার উপর পার্‌থ-এ একদিন অতিরিক্ত ছুটি পেয়েছে। অ্যাডিলেডে দুই দিন অতিরিক্ত ফাঁকা পেয়েছে।” রোজ গা ঘামানো অত্যন্ত দরকার, মনে করছেন গাওস্কর (Sunil Gavaskar)। সাক্ষাৎকারের শেষ পর্বে তিনি জানান, “আমি ওদের (ক্রিকেটারদের) অনুরোধ করছি যে দয়া করে এসে অনুশীলন করো। (জসপ্রীত) বুমরাহ’র অনুশীলন করার দরকার নেই। যদি রোহিত (শর্মা), বিরাট (কোহলি) অনুশীলন নাও করে তাহলে ঠিক আছে কারণ ওদের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। কিন্তু বাকিদের নিবিড় প্রস্তুতি চালিয়ে যেতেই হবে।”

Also Read: IND vs AUS 2nd Test: গোলাপি বলে দাপট অস্ট্রেলিয়ার, অ্যাডিলেডের দ্বৈরথে তৈরি হলো ১১ টি নয়া রেকর্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *