এই মুহূর্তে ক্রিকেটমহলের চর্চার কেন্দ্রে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। গত বছরের অক্টোবর থেকে অন্ধকার নেমে এসেছিলো তাঁর ক্রিকেট কেরিয়ারে। বিশ্বকাপের (ICC World Cup) ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলার সময় গুরুতর চোট পেয়েছিলেন গোড়ালিতে। তারপর লম্বা সময় কাটাতে হয়েছিলো মাঠের বাইরে। রিহ্যাব সেরে আইপিএলে (IPL) মাঠে ফিরলেও সময়টা ভালো কাটে নি। গুজরাত টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) নেতৃত্ব হাতে তুলে নিয়েছিলেন তিনি। বিষয়টি ভালো চোখে নেন নি মুম্বই সমর্থকদেরই একাংশ। গোটা আইপিএল মরসুম জুড়ে দেশের যে প্রান্তেই খেলতে গিয়েছেন তিনি, গ্যালারি থেকে উড়ে এসেছে কটাক্ষ আর কটূক্তি। মাঠের সমস্যায় জর্জরিত হার্দিককে আরও সমস্যায় ফেলেছিলো স্ত্রী নাতাশা’র (Natasa Stankovic) সাথে সম্পর্ক ভাঙার গুঞ্জন। পাহাড়প্রমাণ চাপ মাথায় নিয়ে টি-২০ বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন তিনি।
দেশের জার্সি গায়ে চাপিয়েই যেন সমস্যা থেকে মুক্তির পথ খুঁজে নিলেন ভারতের তারকা অলরাউন্ডার। অফ ফর্মের গুটিয়ে থাকা হার্দিক নয়, সিংহহৃদয় ক্রিকেট নক্ষত্রকে যে দেখা যাবে মার্কিন মুলুক ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, তার প্রমাণ মিলেছিলো প্রস্তুতি ম্যাচেই। এরপর টি-২০ বিশ্বকাপের মূলপর্বের খেলাতেও ঝড় তোলেন তিনি। ব্যাটে-বলে হয়ে ওঠেন অনন্য। ফাইনালেও টিম ইন্ডিয়ার জয় ও পরাজয়ের মাঝে অন্যতম ব্যবধান হয়ে দাঁড়ান হার্দিকই (Hardik Pandya)। ভয়ঙ্কর হয়ে ওঠা হেনরিখ ক্লাসেনকে (Heinrich Klaasen) আউট করেন, শেষ ওভারে ফেরান ডেভিড মিলারকেও। দেশের যে ক্রিকেটজনতা মাসখানেক আগেও তাঁকে ভরিয়েছিলো কটাক্ষে, আজ তাঁরাই হার্দিক বন্ধনায় সরব। টি-২০ বিশ্বকাপে তাঁর নায়কোচিত পারফর্ম্যান্সের পর অন্যান্য ফর্ম্যাটেও তাঁর জ্বলে ওঠার অপেক্ষায় সকলে।
Read More: জল্পনার ঘটলো অবসান, টিম ইন্ডিয়ার নয়া কোচ হলেন গৌতম গম্ভীর !!
হার্দিক’কে টেস্ট ক্রিকেটে চাইছেন গাওস্কর-
সাদা বলের ক্রিকেট নিয়মিত খেলেন হার্দিক (Hardik Pandya)। টি-২০ ক্রিকেটে রোহিত শর্মা (Rohit Sharma) সরে দাঁড়ানোয় সম্ভবত স্থায়ী অধিনায়কও হতে চলেছেন তিনি। কিন্তু টেস্টে তাঁকে দেখা যায় না বহু দিন হলো। সাদা বলের মত লাল বলের খেলাতেও শুরুটা সাড়া জাগিয়ে করেছিলেন তিনি। শ্রীলঙ্কায় কঠিন উইকেটে করেন শতরান, নটিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে ইনিংসে ৫ উইকেটও নিয়েছেন। কিন্তু মাত্র ১১টি টেস্টের বেশী এগোয় নি তাঁর কেরিয়ার। শেষ সাদা পোশাক পরে মাঠে নেমেছেন ২০১৮তে। হার্দিকের (Hardik Pandya) মত প্রথম সারির পেস বোলিং অলরাউন্ডার যে টেস্টে দলের সম্পদ হয়ে উঠতে পারেন সে কথা আগেই বলেছিলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তিনি অনুরোধ করেছিলেন হার্দিককে টেস্টে প্রত্যাবর্তন ঘটাতে। কিন্তু সাড়া দেন নি হার্দিক।
টেস্ট খেলা সম্পর্কে বরোদার অলরাউন্ডার বরাবরই জানিয়ে এসেছেন যে যখন তিনি নিজে মনে করবেন টেস্টের টানা ৫ দিনের ধকল নেওয়ার জন্য তৈরি, তখনই কেবল ফিরবেন লাল বলের ক্রিকেটে। কিংবদন্তি সুনীল গাওস্করের (Sunil Gavaskar) মতে সেই সময় এসে গিয়েছে হার্দিকের। সম্প্রতি রেভস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে হার্দিকের (Hardik Pandya) টেস্ট খেলা নিয়ে জোর সওয়াল করেছেন ‘লিটন মাস্টার।’ তিনি বলেন, “হার্দিক যদি অস্ট্রেলিয়াতে টিম ইন্ডিয়ার সাথে যোগ দেন তাহলে এই দলটা অপরাজেয় হয়ে উঠতে পারে। ওকে খেলতে রাজী করানো উচিৎ।” বছরের শেষের দিকে রয়েছে বর্ডার-গাওস্কর ট্রফি। টানা তিন বার সিরিজ জয়ের বিরল চ্যালেঞ্জ ভারতের সামনে। নতুন কোচ গৌতম গম্ভীর অস্ত্র হিসেবে পাবেন হার্দিককে? উত্তর দেবে কেবল সময়।