পরিবর্তন হয়েছে ভারতীয় দলের প্রধান কোচের। রাহুল দ্রাবিড় এর পরিবর্তে ভারতীয় দলের প্রধান পৌঁছে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) হাতে। ভারতীয় দলের প্রধান কোচ হয়ে গৌতম গম্ভীর তার নতুন সঙ্গীকে বাছাই করে নিলেন ব্যাটিং কোচ হিসেবে। প্রসঙ্গত ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান কোচ রাহুল দ্রাবিড় সহ বোলিং কোচ পরশ মামব্রে, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ও ফিল্ডিং কোচ টি দিলীপকে শুভেচ্ছার সাথে বিদায় জানিয়েছেন। এবার কোচ গম্ভীরের নেতৃত্বে তার সহকারী কোচিং স্টাফদের নিয়োগ হবে।
দল গুছাতে ব্যাস্ত গৌতম গম্ভীর
বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী জানা যাবে ভারতীয় দলের নতুন ব্যাটিং কোচ হতে চলেছেন অভিষেক নায়ার (Abhishek Nayar)। বেশ কয়েক বছর ধরেই আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে রয়েছেন অভিষেক এবং গম্ভীর ও নায়ারের মধ্যে ঘনিষ্ঠ কাজের সম্পর্কও রয়েছে। ২০২৪ সালে গম্ভীর ও নায়ার জুটি একসাথে কলকাতা নাইট রাইডার্সকে ট্রফি জিতিয়েছেন। এই পরিস্থিতিতে দলের নতুন ব্যাটিং কোচ হতে পারেন অভিষেক নায়ার।
Read More: RCB নয় এই দলের মেন্টর হচ্ছেন রাহুল দ্রাবিড়, ২৫ কোটি স্যালারি দিতেও রাজি ফ্র্যাঞ্চাইজি !!
কোচ গৌতম গম্ভীরের শুধু নয়, অধিনায়ক রোহিত শর্মার একজন কাছের বন্ধু হলেন অভিষেক নায়ার। রোহিতের খারাপ সময়ে অভিষেক তাকে কোচিং করেছিলেন বলে জানা যায়। শুভমান গিল (Shubman Gill), রিংকু সিংহ (Rinku Singh) দের মতন প্লেয়ারদের সঙ্গে বছরের পর বছর কাজ করেছেন অভিষেক। কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে সহকারী কোচে দায়িত্ব পালন করছেন তিনি এমন কি ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগে ট্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে প্রধান কোচের দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে অভিষেককে।
অভিষেক নায়ার হচ্ছেন দলের নতুন ব্যাটিং কোচ
ভারতীয় ক্রিকেট বোর্ড, কোচ দ্রাবিড় ও তার সহকারীদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে সমাজ মাধ্যমে লিখেছে, “বোর্ড অত্যন্ত সফল মেয়াদের জন্য বিক্রম রাঠোর, পরস মামব্রে এবং টি দিলীপকে অভিনন্দন জানাচ্ছে। বিসিসিআই তাদের অবদানের জন্য কৃতজ্ঞ এবং তাদের আগামী দিনের জন্য শুভকামনা জানায়।” প্রাক্তন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে প্রায় তিন বছর ভারতীয় দলের সঙ্গে কাটিয়েছেন এই তিন মহারথী। তবে এবার গৌতম গম্ভীর তার নিজের স্টাফ বাছাই করে রাখতে চাইবেন। জানা গিয়েছে শুধুমাত্র ব্যাটিং কোচ হিসাবে অভিষেক নায়ার নন বরং বোলিং কোচ হিসেবে বিনয় কুমারকে (Vinay Kumar) শামিল করবেন গৌতম।