“সব বদলে দেব…” টিম ইন্ডিয়ার দায়িত্ব নেওয়ার আগেই BCCI কে বড় হুঁশিয়ারি দিলেন গৌতম গম্ভীর !! 1

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, এর পরেই ঘোষণা হতে চলেছে ভারতীয় দলের প্রধান কোচের নাম। এই তালিকায় সবথেকে এগিয়ে রয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী গৌতম গম্ভীরকে ভারতীয় দলের প্রধান কোচ বানানো হবে, শুধু তাই নয় নিজেও ভারতীয় দলের প্রধান কোচ হওয়া নিয়ে একটি তীব্র আকাঙ্খা প্রকাশ করলেন।

সর্বদায় মুখের উপরেই কথা বলতে পছন্দ করেন গম্ভীর। কখনোই পিঠ পিছে কথা বলতে তিনি পছন্দ বোধ করেন না, কখনও কখনও মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) বিরাট কোহলিদের (Virat Kohli) মতন কিংবদন্তিদের সঙ্গে গম্ভীরের চর্চা সমাজ মাধ্যমে হয়েই থাকে। তবে এই চর্চার বিষয়বস্তু তাদের প্রদর্শন নয় বরং যেভাবে খবরের চ্যানেল এবং খেলার চ্যানেলগুলি ধোনি-কোহলিদের মতন বড় বড় নামগুলিকে অ্যাডভার্টাইজ করে তা একেবারেই পছন্দ নয় গভীরের।

ভারতীয় দলের কোচ হলে একাধিক বদল আনবেন গম্ভীর

Gautam Gambhir, team india
Gautam Gambhir | Image: Getty Images

বেশ কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে গম্ভীর কে উপস্থিত সঞ্চালক প্রশ্ন করেন, ‘‘আমি কি ভারতীয় দলের পরবর্তী কোচের সামনে বসে আছি?’’ প্রশ্নটি শুনে আঁতকে ওঠেন গৌতি। তিনি বলেন, ‘‘আগে থেকে কিছু ভাবতে চাই না। এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়। সবে মাত্র KKR’এর হয়ে আইপিএল যাত্রা শেষ করলাম। এই মুহূর্তে মানসিকভাবে খুব ভালো জায়গায় রয়েছি। আপাতত এটাই উপভোগ করা যাক।’’ তবে ভারতীয় দলের কোচ হলে বড় পরিবর্তন আনতে চান গম্ভীর (Gautam Gambhir)।

তিনি বলেন, ‘‘কোনও ব্যক্তিকে বেশি গুরুত্ব  দেওয়া আমার পছন্দ হয়না। ঐক্যবদ্ধ দল গড়ে তোলাতেই আমি বিশ্বাস করি। আমার কাছে ব্যাক্তিগত সাফল্যের আগে দলের সাফল্য সবার আগে। আমার মতে জিততে গেলে ব্যাক্তিগত সাফল্য খুবই জরুরি তবে দলের ঊর্ধ্বে ব্যাক্তিগত সাফল্য কিছুই নয়।’ ’তিনি আবার বলেন যে, ‘‘কোনও দলের দু’তিনজনকে যদি বেশি গুরুত্ব দিই, তাহলে বাঁকিদের উপর অনেকটা প্রভাব পড়ে। আমি একদম এটি পছন্দ করিনা।” এরপর ভারতীয় দলের কোচ হওয়ার একটি ইঙ্গিত দিয়ে গৌতম বলেন, “ভারতীয় দলের কোচ হলেও ঐক্যবদ্ধ দল গড়তে চাইবো। দলের অধিনায়কের যেমন গুরুত্ব আছে ঠিক তেমনই একজন ম্যাসিওরও সমান গুরুত্ব আছে।’’

শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে যোগ দেবেন গম্ভীর

Gautam Gambhir, kkr
Gautam Gambhir | Image: Getty Images

সূত্রের খবর অনুযায়ী চলতি মাসের শেষে ভারতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হবে গৌতম গম্ভীরের হাতে। বর্তমানে ভারতীয় দলকে পথ দেখাচ্ছেন রাহুল দ্রাবিড়, তবে বিশ্বকাপ শেষ হলেই তিনি প্রধান কোচের পদ থেকে ইস্তফা দেবেন। বিশ্বকাপ সমাপ্ত হওয়ার পরে ভারতীয় দল জিম্বাবুয়ের সফরে যাবে তবে এই সফরে ভারতীয় দলের সঙ্গে দেখা যাবে না গৌতম গম্ভীর কে। জানা গিয়েছে, শ্রীলঙ্কা সফর থেকে ভারতীয় দলে যোগ দেবেন গৌতম গম্ভীর।

Read Also: Gautam Gambhir নন, ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে VVS লক্ষ্মণ নিলেন ওয়াইল্ড কার্ড এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *