IPL 2024: KKR নয়, বিরাট কোহলির RCB'তে যোগ দিচ্ছেন গৌতম গম্ভীর, শেষ হবে পুরনো শত্রুতা !! 1

দিন দিন বেড়েই চলেছে আইপিএলের ক্রেজ। ১৭ তম সিজিনে (IPL 2024) পা দিতে চলেছে আইপিএল। আগামী ডিসেম্বর মাসের দিকে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএলের মিনি অকশন। তার আগে থেকেই দলের প্রধান কোচকে মুক্তি দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স দল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিরাট কোহলিদের কোচ সঞ্জয় বাঙরকে (Sanjay Bangar) ছেঁটে ফেলল। সেই সাথে ডিরেক্টর অফ ক্রিকেট মাইক হেসনকেও রাখলো না ব্যাঙ্গালুরু। দলের হয়ে হেড কোচের দায়িত্ব নেবেন RCB’র প্রতিদ্বন্দ্বী লখনৌ সুপার জায়ান্টস দলের কোচ অন্য অ্যান্ডি ফ্লাওয়ারকে (Andy Flower)। আর ফ্লাওয়ারের আগমনের সাথে সাথে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) আগমন ঘটতে পারে কোহলিদের শিবিরে।

Read More: IPL 2024: লখনউ দল থেকে ছুটি নিলেন গৌতম গম্ভীর, এই টিমের সামলাবেন হেড কোচের দ্বায়িত্ব !!

LSG ত্যাগ করলেন গম্ভীর

IPL 2024, gautam gambhir
Andy Flower and Gautam Gambhir | Image: Getty Images

অ্যান্ডি ফ্লাওয়ার LSG ত্যাগ করার পর গম্ভীরের সুপারিশেই, দলের প্রধান কোচ হিসাবে জাস্টিন ল্যাঙ্গারকে (Justin Langer) দায়িত্ব দেওয়া হয়েছে। আর তখনই তাদের শত্রুদল অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB) দলের কোচ হিসেবে নিযুক্ত হলেন জিম্বাবুয়ের প্রাক্তন ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার। পাশাপাশি, এলএসজি সম্প্রতি ভারতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক ও বিসিসিআই-এর প্রাক্তন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদকে (MSK Prasad) কৌশলগত উপদেষ্টা হিসেবেও নিয়োগ করেছে। তবে, সূত্রের খবর অনুযায়ী এবার দল ছাড়তে নাকি প্রস্তুত গৌতম গম্ভীর। সূত্রটি জানিয়েছে, “অ্যান্ডি ফ্লাওয়ারের পরে, গৌতম গম্ভীরও এলএসজি ছাড়তে প্রস্তুত…” তবে এই কারণ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি।

RCB’তে যোগ দেবেন গম্ভীর

Gautam Gambhir and Virat Kohli, ipl 2024
Gautam Gambhir and Virat Kohli | Image: Getty Images

আইপিএলে আরসিবি বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে খেলার মধ্যেই বিরাটের সাথে আফগানিস্তানের ক্রিকেটার নবীনের বিবাদ হয়। ২০২৩ সালে প্রথম দুই দল মুখোমুখি হলে একেবারে শেষ বলে ম্যাচ জেতে লখনৌ দল আর ব্যাঙ্গালুরুর জনতাদের চুপ করিয়া দেন গৌতম গম্ভীর। তবে দুই দল যখন দ্বিতীয়বার মুখোমুখি হয় তখন বাজি মারে রয়্যাল চ্যালেঞ্জার্স দল এবং বিরাট কোহলিও তার বদলা তোলেন। ওদিন, ক্রিজে নবীন ব্যাটিং করছিলেন এবং কোহলির সঙ্গে নবীনের বিবাদ হয়। আর সেই বিবাদ খেলার শেষ অব্দি চলতে থাকে। শেষমেশ গম্ভীর ও কোহলি এই বচসায় জড়িয়ে পড়েন। সে জন্যই, বিরাট ও গম্ভীরের কাছ থেকে ম্যাচ ফির ১০০% জরিমানা করা হয়। যে কারণে RCB ম্যানেজমেন্ট অনেকটা ক্ষুব্ধ হয়েছিল LSG দল ও গৌতম গম্ভীরের উপর। তবে, সবকিছু ভুলিয়ে ব্যাঙ্গালুরু দলে গম্ভীর ফিরে আসেন কি অন্য দলে যোগ দেন দেখার বিষয়।

Read More: IPL 2024: আবারও RCB’তে এন্ট্রি নিচ্ছেন এবি ডি ভিলিয়ার্স, কিংবদন্তী নিজেই করলেন কনফর্ম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *