টি-২০ বিশ্বকাপ জিতিয়ে টিম ইন্ডিয়ার (Team India) কোচের কুরসী ছেড়ে দিয়েছেন রাহুল দ্রাবিড়। উত্তরসূরির সন্ধানে বোর্ড। মাসখানেক ধরে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নাম ভাসলেও এখনও সরকারী ভাবে কোনো তথ্য মেলে নি বিসিসিআই-এর পক্ষ থেকে। দ্রাবিড় যে সরে যাচ্ছেন, মে মাসেই সেই ঘোষণা করে দিয়েছিলেন জয় শাহ (Jay Shah)। নতুন কোচ চেয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয় দেশের ক্রিকেট নিয়ামক সংস্থার পক্ষ থেকে। প্রাথমিক ভাবে রিকি পন্টিং, অ্যান্ডি ফ্লাওয়ার, জাস্টিন ল্যাঙ্গারদের মত বিদেশীদের নাম শোনা গেলেও পরে দৌড়ে পিছিয়ে পড়েন তাঁরা। পন্টিং, ল্যাঙ্গারের মত কেউ কেউ জানিয়েই দেন যে টিম ইন্ডিয়ার দায়িত্ব নিতে ইচ্ছুক নন তাঁরা। সূত্রের খবর যে বিদেশী নয়, বরং আরও একবার কোহলি, রোহিতদের হেডস্যর হিসেবে কোনো ভারতীয়কেই বেছে নিতে চলেছেন জয় শাহ, রজার বিনি’রা।
শেষ পাওয়া খবর অনু্যায়ী ঝাড়াই-বাছাইয়ের পর চূড়ান্ত দৌড়ে রয়েছেন দু’জন-গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও ডব্লু ভি রামন (WV Raman)। অশোক মালহোত্র, যতীন পরাঞ্জাপে ও সুলক্ষণা নায়েকের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি ইন্টারভিউ নিয়েছে দুজনেরই। তাঁদের কাছে টিম ইন্ডিয়ার জন্য আগামীর রোডম্যাপ চাওয়া হয়েছিলো। যে প্রেজেন্টেশন তাঁরা দিয়েছেন, তা মনে ধরেছে CAC-র। শেষমেশ কে দায়িত্ব পান তা জানতেই মুখিয়ে রয়েছেন সকলে। আশা ছিলো যে জুলাইয়ের গোড়াতেই পরিষ্কার হয়ে যাবে সবটা। জিম্বাবুয়ে সফরে হটসিটে বসবেন নতুন কোচ। কিন্তু তেমনটা হয় নি। সময় নিচ্ছে বিসিসিআই। রামনের পক্ষে যেতে পারে তাঁর অভিজ্ঞতা, গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গী তাঁর আগ্রাসন।
Read More: জন্মদিনে MS ধোনির পাশে সলমন খান, মধ্যরাতের সেলিব্রেশনে হাজির বলিউডের ‘ভাইজান’ !!
KKR-কে বিদায় জানাচ্ছেন গম্ভীর-
দুই মরসুম লক্ষ্ণৌ সুপারজায়ান্টসে (LSG) কাটিয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। নতুন ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে গিয়েছিলেন আইপিএলের প্লে-অফেও। খেতাব না জিতলেও গম্ভীরের মগজাস্ত্রের ঝলক বারবার দেখা গিয়েছিলো তখন। তাঁকে ‘ঘরে’ ফেরাতে তখন থেকেই উদ্যোগ নিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) মালিক শাহরুখ খান (Shah Rukh Khan)। বলিউড বাদশাহ’র প্রস্তাব ফেলতে পারেন নি তারকা ক্রিকেটার। ২০২৪ মরসুমের আগেই লক্ষ্ণৌ ছাড়েন তিনি। যে ফ্র্যাঞ্চাইজির হয়ে ক্রিকেটার জীবনে খেলেছেন সাতটি মরসুম, সেখানেই ফেরেন মেন্টর হিসেবে। অধিনায়ক হিসেবে দলকে প্রথম ট্রফি জেতাতে দুই মরসুম লেগেছিলো তাঁর। কিন্তু মেন্টর হিসেবে সেই সাফল্য এনে দেন প্রথম মরসুমেই। দুরন্ত পারফর্ম্যান্স করে তৃতীয়বার আইপিএল (IPL) জেতে কেকেআর। ক্রিকেটারদের পাশাপাশি প্রশংসিত হন গম্ভীরও।
‘লাকি চার্ম’ গম্ভীরকে (Gautam Gambhir) দীর্ঘমেয়াদি চুক্তিতে নাইট রাইডার্স শিবিরে বেঁধে রাখতে চেয়েছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে দিয়েছিলেন ব্ল্যাঙ্ক চেক’ও। অনুরোধ করেন পছন্দমত অর্থ বসিয়ে নিতে। কিন্তু জাতীয় দলের ডাকের কাছে কোনো অর্থই যে যথেষ্ট নয় তা স্পষ্ট করে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার। নাইট রাইডার্সে তাঁর দ্বিতীয় ইনিংস স্থায়ী হচ্ছে না এক মরসুমের বেশী। গত মাসে বিসিসিআই-এর ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির সামনে ইন্টারভিউ দিয়েছেন গম্ভীর (Gautam Gambhir)। শোনা যাচ্ছে দিনকয়েকের মধ্যেই নতুন কোচ হিসেবে ঘোষণা করা হবে তাঁর নাম। ‘জিজি’কে আর যে ধরে রাখা যাবে না তা বুঝেছে কেকেআর’ও (KKR)। সম্প্রতি কলকাতা এসেছিলেন তিনি। তখনই ইডেন গার্ডেন্সে সমর্থকদের জন্য এক বিশেষ বিদায়বার্তাও তিনি শ্যুট করেছেন বলে খবর।