ভারতীয় দলের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে এখন সবার আগে রয়েছেন গৌতম গম্ভীর। বিসিসিআই সচিব জয় শাহ যখন জানিয়েছিলেন যে টি-২০ বিশ্বকাপের পরেই সরে দাঁড়াতে চলেছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid), তখন থেকেই তাঁর উত্তরসূরি কে হবেন তা নিয়ে শুরু হয়েছিলো জল্পনা। প্রাথমিক পর্যায়ে জাস্টিন ল্যাঙ্গার, রিকি পন্টিং, অ্যান্ডি ফ্লাওয়ার, স্টিফেন ফ্লেমিং-এর মত বিদেশী কোচদের নাম ভাসছিলো হাওয়ায়। তাঁদের কয়েকজনের সাথে যোগাযোগ করাও নাকি হয়েছিলো, কিন্তু ইতিবাচক সাড়া নাকি মেলে নি, সামনে এসেছিলো এমন তথ্য’ও। যদিও বোর্ডের তরফে এই খবরের সত্যতা স্বীকার করা হয় নি। তবে আইপিএলের (IPL) শেষ সপ্তাহে বিদেশী কোচদের সরিয়ে উল্কার মত ক্রিকেটমহলের আলোচনায় উঠে আসে গম্ভীরের (Gautam Gambhir) নাম।
মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে (KKR) দুর্দান্ত ভাবে সামলেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এনে দিয়েছেন তৃতীয় ট্রফি। চেন্নাইয়ের মাঠে ফাইনালের দিন জয় শাহ ও গম্ভীরকে আলাদাভাবে কথা বলতে দেখে তাঁর কোচ হওয়ার জল্পনা তীব্র হয়। বোর্ড ঘনিষ্ঠ এক আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজি মালিকও সংবাদসংস্থা ক্রিকবাজকে জানিয়ে দেন যে চুক্তি সই না হলেও চূড়ান্ত হয়ে গিয়েছে কোচ হিসেবে গম্ভীরের (Gautam Gambhir) নাম। আইপিএলের আসরে মেন্টর হিসেবে প্রাক্তন বাম হাতির পারফর্ম্যান্সে মুগ্ধ ক্রিকেটজনতাও পরবর্তী কোচ হিসেবে তাঁকে মেনে নেন খুশি মনেই। কিন্তু এই আবহে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) একটি ট্যুইট বিতর্ক বাড়িয়েছিলো। গম্ভীরের নিয়োগের বিরোধিতা করছেন সৌরভ, মনে হয়েছিলো এমনটাই। কিন্তু রেভ স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে আজ অবস্থান পরিষ্কার করলেন তিনি।
Read More: “এইবার পথে এসো…” টি-২০ বিশ্বকাপের আগে কোহলির প্রশংসা করে নেটদুনিয়ার রোষের মুখে অম্বাতি রায়ুডু !!
গম্ভীর যোগ্য, জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়-
সৌরভের (Sourav Ganguly) ট্যুইট নিয়ে জল্পনার ঝড় উঠেছিলো সোশ্যাল মিডিয়ায়। বোর্ডকে ‘ভেবেচিন্তে’ কোচ বাছার পরামর্শ দিচ্ছেন তিনি, ভেবেছিলেন অনেকে। কিন্তু শেষমেশ জানা যায় সেই ট্যুইট আদতে বিজ্ঞাপনী প্রচার কৌশল ছাড়া কিছুই নয়। প্রশমিত হয় বিতর্ক। অবশেষে আজ রেভ স্পোর্টসকে দেওয়া একটি একান্ত সাক্ষাৎকারে প্রথমবার কোচ বাছাই নিয়ে প্রথমবার মুখ খুলতে দেখা গেলো তাঁকে। দৌড়ে গম্ভীর (Gautam Gambhir) এগিয়ে রয়েছেন, তা সম্পর্কে তিনি যে ওয়াকিবহাল তা স্বীকার করে নেন সৌরভ। জানান, “ও কি আদৌ আবেদন করেছে? আমি জানি না। তবে যদি করে থাকে তাহলে বলবো যে ও একজন যোগ্য প্রার্থী। প্যাশনেট, ও সৎ… ও খেলাটা ভালো বোঝে। আইপিএলে নাইট রাইডার্সের সাথে সাফল্য পেয়েছে। ভারতীয় কোচের যা যা গুণ থাকা প্রয়োজন, সবই গৌতমের মধ্যে রয়েছে।”
বদমেজাজি হিসেবে কুখ্যাতি রয়েছে গম্ভীরের । ভারতীয় সাজঘরে তা কি সমস্যা সৃষ্টি করতে পারে? প্রাক্তন সতীর্থের পাশেই দাঁড়াচ্ছেন সৌরভ। বলেন, “একটা ফ্র্যাঞ্চাইজিকে কোচিং বা মেন্টরিং করা আর ভারতের মত একটা হাই-প্রোফাইল জাতীয় দলের প্রশিক্ষক হওয়ার মধ্যে পার্থক্য তো রয়েছেই। কিন্তু আমি নিশ্চিত যে গৌতম (গম্ভীর) সেটা জানে। ও জানবে বিরাট (কোহলি), রোহিত (শর্মা)দের মত তারকাদের সাথে কেমন ব্যবহার করা উচিৎ। নিজেও সাজঘরের সংস্কৃতির সাথে দিব্যি মানিয়ে নিতে পারবে। কেবলমাত্র নিজের ভাবনাচিন্তা গুলোকে চাপিয়ে দিলে হবে না। আমি জানি ও সবাইকে সাথে নিয়েই এগোবে।” আরও একবার গম্ভীরের উপর আস্থা রেখে সৌরভ বলেছেন, “গৌতম (গম্ভীর) একজন দারুণ কোচ হতে পারেন। ওর চারিত্রিক দৃঢ়তা রয়েছে, ক্রিকেটমস্তিষ্কও তুখোড়।”
দেখে নিন সাক্ষাৎকারের কিয়দংশ-
🚨EXCLUSIVE
“He is passionate, he is honest…he is a very good candidate.” Sourav Ganguly on Gautam Gambhir as a potential candidate for India’s head coach position after Rahul Dravid.
Watch the full interview at 12 noon.@AgeasFederal @Wowmomo4u @SGanguly99 @BoriaMajumdar… pic.twitter.com/VnpodVRMg8
— RevSportz (@RevSportz) June 1, 2024