কোচ হিসেবে ভারতীয় দলের হটসিটে বসতে চলেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ক্রিকেটমহলের অলিগলিতে কান পাতলে শোনা যাচ্ছে এমনই গুঞ্জন। মাসখানেক আগে যখন জানা যায় যে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পরেই সরে দাঁড়াবেন রাহুল দ্রাবিড়, তখন থেকেই পরবর্তী কোচ কে হবেন তা নিয়ে আলোচনায় ব্যস্ত হয়ে পড়েছিলেন ক্রিকেটবোদ্ধারা। প্রথমে রিকি পন্টিং, জাস্টিন ল্যাঙ্গার, অ্যান্ডি ফ্লাওয়ারদের মত বিদেশী তারকাদের নাম ভাসছিলো, পরে সবাইকে পিছনে ফেলে ‘ফেভারিট’ হয়ে ওঠেন গম্ভীর (Gautam Gambhir)। মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল জেতানোই পক্ষে গিয়েছে তাঁর। সংবাদমাধ্যম সূত্রে খবর গত মঙ্গলবার বোর্ডের CAC-এর সামনে ইন্টারভিউ দিয়েছেন তিনি। আগামীর যে পথনির্দেশিকা দিয়েছেন তিনি, তাতে খুশি কর্মকর্তারা।
২০২৪-এর জুলাই থেকে ২০২৭-এর ডিসেম্বর অবধি এক দীর্ঘমেয়াদী চুক্তিতে নতুন কোচ নিয়োগ করতে চলেছে বিসিসিআই। এই সময়কালের মধ্যে রয়েছে ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৫-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ২০২৬-এর টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। তবে সবচেয়ে বেশী গুরুত্ব পাচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার মাটিয়ে আয়োজিত হতে চলা ২০২৭-এর ওডিআই বিশ্বকাপ। ২০১১-এর পর আর বিশ্বসেরা হওয়ার স্বাদ পায় নি ‘মেন ইন ব্লু।’ গম্ভীরের (Gautam Gambhir) হাত ধরেই সেই অধরা মাধুরীর কাছে পৌঁছতে বদ্ধপরিকত ভারতীয় দল। সূত্রের খবর যে পাঁচটি শর্ত বোর্ডের কাছে রেখেছেন গম্ভীর (Gautam Gambhir), তার মধ্যেও রয়েছে ওডিআই বিশ্বকাপকে অগ্রাধিকার দেওয়ার ব্যপারটি। টুর্নামেন্ট শুরু হতে এখন প্রায় তিন বছর দেরী থাকলেও এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে চাইছেন তিনি।
Read More: T20 World Cup, IND vs AFG: বদলে যাচ্ছে বোলিং লাইন-আপ, আফগানিস্তানের বিপক্ষে ভারতের ‘এক্স-ফ্যাক্টর’ এই ক্রিকেটার !!
‘রোটেশন পলিসি’ না-পসন্দ গম্ভীরের-
গত কয়েক বছরে বারবার বিতর্কের জন্ম দিয়েছে টিম ইন্ডিয়ার (Team India) রোটেশন পলিসি। বিভিন্ন সময় ক্রিকেটের বিভিন্ন ফর্ম্যাট থেকে বিরতি নিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলির (Virat Kohli) মত তারকা’রা। বিসিসিআই-এর তরফে জানানো হয়েছে যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্যই নেওয়া হয়েছে এহেন সিদ্ধান্ত। এই নীতির ব্যপারে দ্বিধাবিভক্ত ক্রিকেট বিশেষজ্ঞরা। অনেকে এর প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন ঠিকই, কিন্তু অনেকেই আবার করছেন বিরোধীতা। ২০২২-এর টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারত সেমিফাইনালে হতশ্রী পারফর্ম্যান্স করে ছিটকে যাওয়ার পর এই রোটেশন পলিসি’র কারণে অধিনায়ক রোহিত ও কোচ রাহুল দ্রাবিড়কে দুষেছিলেন অজয় জাদেজা। প্রাক্তন অধিনায়কের মতে বারবার টিম কম্বিনেশন বদলানোয় ‘বন্ডিং-ই’ তৈরি হয় নি ক্রিকেটারদের মধ্যে।
গম্ভীর (Gautam Gambhir) নিজেও বিশেষ পছন্দ করেন না এই রোটেশন পলিসি। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সম্প্রতি যে হইচই শুরু হয়েছে তা নিয়েও একাধিকবার সাক্ষাৎকারে নেতিবাচক মন্তব্য করতে শোনা গিয়েছে তাঁকে। ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব বুঝে নেওয়ার পরেই তিনি এই নীতিকে বিশেষ আমল দেবেন না বলেই মনে করা হচ্ছে। জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজে নিশ্চিতভাবেই বিশ্রাম পাবেন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) অংশ নেওয়া ক্রিকেটারদের অধিকাংশ। কিন্তু তার পরে আর তুলনামূলক কম গুরুত্বপূর্ণ সিরিজগুলিতে কাউকে বিশ্রাম দেওয়া হবে না বলেই জানা গিয়েছে। জুলাই মাসের শেষের দিক থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ওয়ান ডে সিরিজ। রোহিত-কোহলি সহ সকল তারকাই খেলতে বাধ্য হবেন সেখানে। কড়া হাতেই কোচিং কেরিয়ারের শুরুটা করতে চান গম্ভীর।
গম্ভীর ফেরাতে চলেছেন শ্রেয়স আইয়ারকে-
মাসখানেক আগে আচমকাই বিতর্কে জড়িয়ে পড়েছিলেন মুম্বইয়ের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ইংল্যান্ড সিরিজের মাঝপথে অফ ফর্মের জেরে তাঁকে বাদ দেওয়া হয়েছিলো টিম ইন্ডিয়া থেকে। বিসিসিআই-এর তরফে নির্দেশ দেওয়া হয় ছন্দ ফিরে পেতে রঞ্জি ট্রফি খেলার জন্য। কিন্তু রাজী হন নি তিনি। চোটের কথা বলে বিশ্রাম চেয়েছিলেন। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকেরা পরীক্ষা করে তেমন কিছু পান নি। এরপরেও রঞ্জির কোয়ার্টার ফাইনালে অংশ না নিয়ে জয় শাহদের রোষানলে পড়েন শ্রেয়স (Shreyas Iyer)। তাঁকে বাদ দেওয়া হয় কেন্দ্রীয় চুক্তি থেকে। এরপর অধিনায়ক হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করলেও তিনি সুযোগ পান নি টি-২০ বিশ্বকাপের দলে।
কোচ গম্ভীরের (Gautam Gambhir) হাত ধরে ভারতীয় ওয়ান ডে দলে ফিরতে চলেছেন শ্রেয়স আইয়ার। নাইট রাইডার্স শিবিরে মেন্টর হিসেবে খুব কাছ থেকে গম্ভীর দেখতে পেয়েছেন তাঁকে। মাঠের বাইরে যে পরিকল্পনা তিনি সাজিয়ে দিয়েছেন, মাঠের মধ্যে তা অক্ষরে অক্ষরে পালন করেছেন শ্রেয়স (Shreyas Iyer)। নজর কেড়েছেন নিজের নেতৃত্বগুণে। এছাড়াও প্লে-অফের মত গুরুত্বপূর্ণ ম্যাচে ঝোড়ো ইনিংস খেলে দলকে জয়ও এনে দিয়েছেন তিনি। ফর্ম নিয়ে যে সমস্যা ভারত বনাম ইংল্যান্ড সিরিজে দেখা গিয়েছিলো, তা কেটে গেছে বলেই মনে করা হচ্ছে। জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজে না হলেও শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের সিরিজে যে শ্রেয়সের গায়ে আবার ভারতের নীল জার্সি দেখা যাবে তা এক প্রকার নিশ্চিতই।