রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) উত্তরসূরি হিসেবে শেষমেশ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নিয়োগের সিদ্ধান্তেই পড়তে চলেছে সিলমোহর। নয়া কোচ বাছাই নিয়ে প্রায় দুই মাস ধরে চলছে নিরন্তর নাটক। মে মাসেই শুরুতেই বোর্ড সচিব জয় শাহ (Jay Shah) জানিয়ে দিয়েছিলেন যে দ্রাবিড় পরবর্তী অধ্যায়ের সূচনা হতে চলেছে শীঘ্রই। ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’ নিজেও জানিয়ে দেন যে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পর আর কোহলি, রোহিতদের প্রশিক্ষক থাকতে চান না তিনি। চান পরিবারের সাথে সময় কাটাতে। মে মাসের মাঝামাঝি সময় কোচের পদে আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছিলো বিসিসিআই। সময়সীমা ছিলো ২৭ মে ভারতীয় সময় সন্ধ্যা ৬টা অবধি। শুরুতে বেশ কিছু বিদেশী নাম হাওয়ায় ভাসলেও পরে দৌড়ে সবাইকে পিছনে ফেলেন গম্ভীরই (Gautam Gambhir)।
আইপিএলে এই মরসুমে গম্ভীর ছিলেন কলকাতা নাইট রাইডার্স (KKR) দলে। মেন্টর হিসেবে তাঁর কাজ নজর কেড়েছে ক্রিকেটদুনিয়ার। যেভাবে আগ্রাসনের সাথে মগজাস্ত্রের যুগলবন্দীতে তিনি ট্রফি দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিকে, তাই ভারতীয় দলের পরবর্তী কোচ হিসেবে ‘ফেভারিট’ করে তুলেছিলো তাঁকে। মনে করা হয়েছিলো জুনের গোড়াতেই ঘোষণা করে দেওয়া হবে গম্ভীরের (Gautam Gambhir)। কিন্তু এরপরেই এই নাটকে আসে নয়া ট্যুইস্ট। বিনা প্রতিদ্বন্দ্বীতায় কোচ হওয়া আর হয় নি প্রাক্তন ওপেনারের। আসরে নামেন ডব্লু ভি রামন’ও। বোর্ডের CAC সাক্ষাৎকার নেয় দুজনের। সূত্র মারফৎ জানা গিয়েছিলো যে তাঁদের দু’জনেরই প্রেজেন্টেশন পছন্দ হয়েছে CAC সদস্যদের। রামন নাকি গম্ভীর, সরকারী ভাবে এখনও সিদ্ধান্ত জানায় নি বিসিসিআই। তবে কানাঘূষো শোনা যাচ্ছে যে ‘অভিজ্ঞ’ রামনকে পিছনে ফেলে দায়িত্ব পাচ্ছেন ‘আগ্রাসী’ গম্ভীরই।
Read More: কনফার্ম হার্দিক পান্ডিয়ার ডিভোর্স, এই বলিউড অভিনেত্রীকে দ্বিতীয়বারের জন্য করবেন বিয়ে !!
গম্ভীরকে অবাধ স্বাধীনতা দিচ্ছে বোর্ড-
মনে করা হয়েছিলো যে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পর যে জিম্বাবুয়ে সিরিজ রয়েছে সেখানেই হটসিটে দেখা যাবে নতুন কোচ’কে। কিন্তু নিয়োগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিসিসিআই নিয়ে উঠতে না পারায় শেষমেশ তা আর হয় নি। কার্যনির্বাহী প্রশিক্ষক হিসেবে দলের সাথে জিম্বাবুয়ে গিয়েছেন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (NCA) প্রধান ভিভিএস লক্ষ্মণ। মনে করা হচ্ছে যে চলতি মাসের শেষের দিকে যে শ্রীলঙ্কা (IND vs SL) সিরিজ শুরু হতে চলেছে, সেখানে দেখা যাবে নতুন কোচ’কে। সংবাদমাধ্যম জানাচ্ছে যে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সাথে চুক্তি যে হচ্ছে তা এক প্রকার চূড়ান্ত। কেবল বেতন ও আরও কিছু বিষয় নিয়ে শেষ পর্যায়ের কথাবার্তা চলছে দুই পক্ষের। গত মাসে যখন CAC-এর সামনে ইন্টারভিউ দিয়েছিলেন গম্ভীর, তখন বেশ কিছু শর্ত বিসিসিআই-এর সামনে রেখেছিলেন গম্ভীর, সেগুলি নিয়েও নাকি চলছে আলোচনা।
অশোক মালহোত্র, যতীন পরাঞ্জাপে, সুলক্ষণা নায়েকদের গম্ভীর (Gautam Gambhir) জানিয়েছিলেন ভারতীয় দলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ চাই তাঁর। একইসাথে নিজের সহকারীদের নিজেই বেছে নেওয়ার অনুমতি চেয়েছিলেন তিনি। সূত্রের খবর যে সেই স্বাধীনতা তাঁকে দিতে চলেছেন রজার বিনি, জয় শাহ’রা। দ্রাবিড় জমানায় ভারতের ব্যাটিং কোচ হিসেবে ছিলেন বিক্রম রাঠৌর (Vikram Rathore), বোলিং কোচ ছিলেন পরশ মামব্রে (Paras Mhambrey) ও ও ফিল্ডিং পরামর্শদাতা হিসেবে ছিলেন টি.দিলীপ (T.DIlip)। সরছেন তাঁরাও। নতুন কারা দায়িত্ব নেবেন তা সম্পূর্ণ নির্ভর করছে গম্ভীরের উপর। শোনা গিয়েছে যে আপাতত আলাদা করে ব্যাটিং কোচ রাখা হবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। যেহেতু গম্ভীর (Gautam Gambhir) নিজেই একজন প্রতিথযশা ওপেনার ছিলেন, সেহেতু ব্যাটিং পরামর্শদাতার দায়িত্ব তিনি সামলাতে পারেন নিজেই।
KKR-এর ঘর ভাঙার কথা ভাবছেন গম্ভীর-
কথা ছিলো দীর্ঘমেয়াদী চুক্তিতে কলকাতা নাইট রাইডার্সেই থাকবেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তাঁকে ধরে রাখতে চেষ্টায় কোনো ফাঁক রাখে নি আইপিএল জয়ী ফ্র্যাঞ্চাইজি। দলমালিক শাহরুখ খান তাঁকে ব্ল্যাঙ্ক চেক অবধি নাকি দিতে চেয়েছিলেন। কিন্তু ভেজে নি চিঁড়ে। দেশের কোচ হয়ে কিছু করে দেখানোর তাগিদে হেলায় প্রত্যাখ্যান করেছেন বিশাল অর্থের হাতছানি। গম্ভীরের অবর্তমানে কাকে নতুন মেন্টর করা যায় সেই চিন্তাভাবনা শুরু হয়েছে কেকেআরের অন্দরমহলে। শোনা যাচ্ছে সদ্যই ভারতীয় ড্রেসিংরুম ছেড়ে আসা রাহুল দ্রাবিড়কে নাকি দেওয়া হয়েছে প্রস্তাব। ‘সিটি অফ জয়’ ডাগ আউটে দ্রাবিড় বসবেন কিনা এই জল্পনা যখন সবে শুরু হয়েছে ক্রিকেটমহলে, তখনই জোর গুঞ্জন যে গম্ভীরের বিদায়েই নাকি থামছে না নাইট রাইডার্স শিবিরের ভাঙন। দল ছাড়তে চলেছেন অভিষেক নায়ার’ও (Abhishek Nayar)।
বেশ কয়েক বছর ধরে কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচের ভূমিকায় রয়েছেন অভিষেক নায়ার (Abhishek Nayar)। রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তীর মত তরুণকে নিয়ে দারুণ কাজ করেছেন তিনি। বিভিন্ন সাক্ষাৎকারে তাঁরা সাফল্যের পিছনে মুম্বই প্রাক্তনীর কথা উল্লেখ করেছেন। ট্রফি জয়ের পরে মাঠে দাঁড়িয়েই অভিষেক নায়ারের কৃতিত্ব স্বীকার করতে শোনা গিয়েছে একাধিক তরুণ তুর্কি’কে। পূর্বে রোহিত শর্মা ও দীনেশ কার্তিককেও কঠিন সময় থেকে বের হয়ে আসতে সাহায্য করেছেন অভিষেক। সূত্রের খবর তাঁকে নাকি সহকারী কোচ হিসেবে চাইছেন গম্ভীর। দিনকয়েকের মধ্যেই নাকি বিসিসিআই থেকে আসতে চলেছে প্রস্তাব। ২০২৪-এর আইপিএলে গম্ভীর-অভিষেক রসায়ন নজর কেড়েছিলো, এবার কি দেশের জার্সিতে একসাথে ফুল ফোটাবেন তাঁরা? থাকছে সম্ভাবনা।