টিম ইন্ডিয়ার (Team India) কোচ পদে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দায়িত্ব বুঝে নেওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। দ্রাবিড় সরে যাচ্ছেন, খবর সামনে আসার পর থেকেই একঝাঁক নাম ভাসছিলো ক্রিকেটমহলের বাতাসে। সময়ের সাথে সাথে রিকি পন্টিং, জাস্টিন ল্যাঙ্গার, অ্যান্ডি ফ্লাওয়ারদের নাম মুছে গেলেও দৌড়ে রয়ে গিয়েছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার গম্ভীর (Gautam Gambhir) । সংবাদমাধ্যম সূত্রে খবর যে কোচ হতে চেয়ে গতকাল বিসিসিআই-এর ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির (CAC) মুখোমুখিও হয়েছেন তিনি। অশোল মালহোত্রা, যতীন পরাঞ্জাপে ও সুলক্ষণা নায়েক-সমৃদ্ধ এই কমিটিও সন্তুষ্ট গম্ভীরের ‘প্রেজেন্টেশনে।’ আপাতত পাঁচটি শর্ত বোর্ডের সামনে রেখেছেন তিনি। জয় শাহ’রা তা মেনে নিলেই ‘গুরু’ গম্ভীর জমানা শুরু হবে ভারতীয় ক্রিকেটে। দায়িত্ব পেয়েই তিনি ফেরাতে পারেন শ্রেয়স আইয়ারকে।
Read More: BCCI-র সামনে পাঁচটি শর্ত রাখলেন গৌতম গম্ভীর, কোচ নিয়োগ নিয়ে নাটক চরমে !!
শাস্তির মুখে পড়েছিলেন শ্রেয়স-
নতুন বছরের গোড়াতেই বড়সড় বিতর্কে জড়িয়েছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের মাঝপথে অফ ফর্মের কারণে বাদ পড়েন তিনি। ছন্দে ফিরতে শ্রেয়সকে ঘরোয়া ক্রিকেট খেলতে নির্দেশ দিয়েছিলো বিসিসিআই। কিন্তু রাজী হন নি তিনি। পুরনো চোটের কথা বলে এড়িয়ে যেতে চেয়েছিলেন। তাঁকে সেই সময় পরীক্ষা করেন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকেরা। তাঁরা সতর্ক হওয়ার মত কিছু খুঁজে পান নি। এরপরেও শ্রেয়স (Shreyas Iyer) রঞ্জির কোয়ার্টার ফাইনালে মাঠে না নামায় ক্ষুব্ধ হয় বোর্ড। ড্যামেজ কন্ট্রোল হিসেবে এরপর তিনি সেমিফাইনাল ও ফাইনাল খেলেন মুম্বই জার্সিতে। কিন্তু তাতেও শেষরক্ষা হয় নি।
ঘরোয়া ক্রিকেটকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে চাইছে বিসিসিআই। শ্রেয়সের (Shreyas Iyer) আচরণে তাই ক্ষুব্ধ হয়েছিলেন জয় শাহ, রজার বিনি’রা। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় তাঁকে। কেন্দ্রীয় চুক্তির বি-গ্রেডে ছিলেন তিনি। পেতেন বার্ষিক ৩ কোটি টাকা। সেখানে থেকে ছেঁটে ফেলা হয় তাঁকে। জাতীয় দলেও অনিশ্চিত হয়ে পড়েছিলো শ্রেয়সের (Shreyas Iyer) ভবিষ্যৎ। আইপিএল জেতার পরেও টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে ঠাঁই হয় নি তাঁর। অনিশ্চয়তায় ভরা কয়েকটা মাস কাটানোর পর অবশেষে ভাগ্য সুপ্রসন্ন হতে চলেছে তাঁর। রাহুল দ্রাবিড় সরে যাওয়ার পর কোচ হিসেবে দায়িত্ব নিয়েই শ্রেয়সকে দলে ফেরাতে উদ্যোগী হচ্ছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
ফিরতে চলেছেন তারকা ক্রিকেটার-
কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পর প্রশ্নের মুখে পড়ে গিয়েছিলো শ্রেয়স আইয়ারের ক্রিকেট কেরিয়ার। জাতীয় দলের নীল জার্সিতে মুম্বইয়ের তারকাকে আর কখনও দেখা যাবে কিনা সে বিষয়ে নিশ্চিত ছিলেন না বিশেষজ্ঞরা। হতাশ ছিলেন শ্রেয়স (Shreyas Iyer) নিজেও। এক ভিডিওতে তিনি জানান, “আমি বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিলাম। তারপর খানিক বিশ্রাম নিয়ে নিজের শরীরের উপর কাজ করতে চেয়েছিলাম। কিছু জায়গায় শক্তি বাড়াতে চেয়েছিলাম। কিছু যোগাযোগের ভুলে কিছু সিদ্ধান্ত নেওয়া হয় যা আমার পক্ষে যায় নি। কিন্তু দিনের শেষে আমার হাতে ব্যাট সবসময়ই থাকবে। আমি কেমন পারফর্ম করবো, কি ট্রফি জিতবো, সেটাও আমারই হাতে রয়েছে।” আইপিএল-কে তিনি বেছে নিয়েছিলেন নিজেকে প্রমাণ করার মঞ্চ হিসেবে।
২৭ জুলাই থেকে শুরু হচ্ছে ভারতের শ্রীলঙ্কা সফর। পড়শি দেশের মাটিতে টি-২০’র পাশাপাশি ওডিআই সিরিজও খেলবে টিম ইন্ডিয়া (Team India)। সেখানেই প্রত্যাবর্তন ঘটতে চলেছে শ্রেয়সের। কলকাতা নাইট রাইডার্স শিবিরের মেন্টর হিসেবে শ্রেয়সের সাথে দুই মাস কাটিয়েছেন গম্ভীর। কাঁধে কাঁধ মিলিয়ে দু’জনে মিলে ‘সিটি অফ জয়’কে এনে দিয়েছেন তৃতীয় ট্রফি। মেন্টর গম্ভীরের (Gautam Gambhir) ‘মাস্টারপ্ল্যান’ মাঠে কাজে পরিণত করে দেখিয়েছেন ‘ক্যাপ্টেন’ আইয়ার’ই। কোচের পদে নিযুক্ত হয়ে বিশ্বস্ত সেনাপতিকে তাই কাছছাড়া করতে চাইবেন না তিনি। এখন থেকেই আগামী ওডিআই বিশ্বকাপের রোডম্যাপ তৈরি করতে চান গম্ভীর (Gautam Gambhir)। তাঁর দাবার ছকের অন্যতম গুরুত্বপূর্ণ ঘুঁটি হতে পারেন শ্রেয়স আইয়ার।