শত্রুতা ভুললেন গৌতম গম্ভীর, বাংলাদেশ সিরিজের আগে MS ধোনিকে দিলেন এই গুরু দায়িত্ব !! 1

শ্রীলংকার বিরুদ্ধে ওডিআই সিরিজ হারার পর মস্ত বড় সিদ্ধান্ত নিলেন ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। চলতি মাসেই ভারতে আসছে বাংলাদেশ, দুই দলের মধ্যে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচে দেখা যাবে। আর এই সিরিজের আগেই ভারতীয় দলের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাতে গুরু দায়িত্ব তুলে দিলেন গৌতম গম্ভীর। ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর সর্বকালের ভারত একাদশ নির্বাচন করেছেন। যেখানে এমএস ধোনিকে দিলেন গুরু দায়িত্ব।

ওপেনার হিসাবে রোহিতের হলো না জায়গা

Rohit Sharma, sourav ganguly,gambhir
Rohit Sharma | Image: Getty Images

এই ১১ জন খেলোয়াড়ের মধ্যে গম্ভীর নিজেকেই ওপেনার হিসাবে বাছাই করে নিয়েছেন। গম্ভীর এই একাদশে সেই সকল খেলোয়াড়কে নির্বাচন করেছেন যারা তার সময়ে ও তার সঙ্গে খেলেছেন। তিন ফরম্যাটেই গম্ভীরের ওপেনিং পার্টনার ছিলেন বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag) তাই তাকেই উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে বেছে নিয়েছেন। যদিও, সেরা একাদশের বাছাই করতে টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক এবং বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ওপেনার রোহিত শর্মাকে (Rohit Sharma) তিনি উপেক্ষা করেছেন।

মিডল অর্ডারের দায়িত্বে দুই কিংবদন্তি ব্যাটসম্যানরা

Rahul Dravid and Sachin Tendulkar, gambhir
Rahul Dravid and Sachin Tendulkar | Image: Getty Images

গম্ভীর তিন নম্বরে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) বেছে নিয়েছেন। তিনি টেস্ট ক্রিকেটে লম্বা সময় ধরেই এই স্থানে ব্যাটিং করে এসেছেন। তাছাড়া সবচেয়ে বেশি আন্তর্জাতিক রান ও সেঞ্চুরি করা শচীন টেন্ডুলকারকে চার নম্বরে দেখতে চান। ভারতের সেরা একাদশেই নয় বিশ্বের সেরা একাদশে তিনি সর্বদাই বিরাজমান থাকবেন। একই সাথে, বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি গম্ভীরের সর্বকালের সেরা একাদশে পঞ্চম স্থানে ব্যাটিং করবেন এবং ষষ্ঠ স্থানে জায়গা বানিয়ে নিয়েছেন কিংবদন্তি অলরাউন্ডার যুবরাজ সিং।

ফিনিশার হিসাবে ধোনিকে বাছাই করলেন গম্ভীর

শত্রুতা ভুললেন গৌতম গম্ভীর, বাংলাদেশ সিরিজের আগে MS ধোনিকে দিলেন এই গুরু দায়িত্ব !! 2

শত্রুতা ভুললেন গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) বাছাই করে নিলেন দলের ফিনিশার হিসাবে। এরপর স্পিন বিভাগে গ্রেট অনিল কুম্বলে (Anil Kumble) ও রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin) বাছাই করলেন গম্ভীর। তাছাড়া গম্ভীর ইরফান পাঠান এবং জহির খানকে দলের পেস আক্রমণে ঠাঁই দিয়েছেন। যদিও বর্তমান ভয়ঙ্কর পেসার জসপ্রিত বুমরাহকে তিনি সুযোগ দেননি কারণ বুমরাহের সঙ্গে গম্ভীর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি।

গৌতম গম্ভীরের সর্বকালের ভারত-একাদশ

গৌতম গম্ভীর, বীরেন্দ্র শেবাগ, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, অনিল কুম্বলে, রবিচন্দ্রন অশ্বিন, ইরফান পাঠান, জহির খান।

Read Also: Gautam Gambhir: বাংলাদেশ সিরিজের আগেই রোহিত শর্মার সাথে শত্রুতা করলেন গৌতম গম্ভীর, একাদশ থেকে দিলেন বাদ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *