gambhir-on-goals-as-team-india-coach

টি-২০ বিশ্বকাপের পরেই সরে দাঁড়িয়েছেন রাহুল দ্রাবিড়। গত ৯ জুলাই তাঁর উত্তরসূরি হিসেবে টিম ইন্ডিয়ার কোচের কুরসীতে বসেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এর আগে আইপিএলের (IPL) আঙিনায় লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) ও কলকাতা নাইট রাইডার্সের (KKR) মেন্টর হিসেবে কাজ করলেও আন্তর্জাতিক ক্রিকেটে প্রশিক্ষক হিসেবে এটাই প্রথম অ্যাসাইনমেন্ট গম্ভীরের। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যেভাবে মগজাস্ত্রের ধার দেখিয়েছেন তিনি, তাতে ‘মেন ইন ব্লু’কে সাফল্যের শিখরে নিয়ে যেতে তাঁর বিশেষ অসুবিধা হবে না বলেই মত ক্রিকেটজনতার। দ্রাবিড়ের (Rahul Dravid) উত্তরসূরি হিসেবে তাই গম্ভীরের নিয়োগকে স্বাগতই জানাচ্ছেন ভারতীয় সমর্থকেরা। ইতিমধ্যেই তিনি পেয়েছেন পাশে থাকার বার্তা।

আসন্ন শ্রীলঙ্কা সফরে টিম ইন্ডিয়ার (Team India) কোচ হিসেবে প্রথমবার হটসিটে বসতে চলেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ২৭ তারিখ রয়েছে প্রথম ম্যাচ। তার আগে আজ মুম্বইতে বিসিসিআই-এর সদর দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সঙ্গী ছিলেন নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকারও। দুই প্রাক্তনীর কথায় ভারতীয় দল সম্পর্কীত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলো। আগামীর পরিকল্পনা, অধিনায়কত্ব, দলগঠন, ঘরোয়া ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে তাল মিলিয়ে চলার মত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মুখ খুলতে দেখা গেলো দু’জনকে। কৌতূহল স্বাভাবিক ভাবেই বেশী ছিলো গম্ভীরকে (Gautam Gambhir) নিয়ে। টিম ইন্ডিয়ার (Team India) কোচ হিসেবে প্রথম সাংবাদিক সম্মেলনে অঙ্ক কষেই পা ফেলতে দেখা গেলো তাঁকে।  প্রশ্নের জবাবে বোর্ড ও ক্রিকেটারদের সাথে নিজের সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খোলেন তিনি।

Read More: ‘দল চেয়েছে তাই…’ হার্দিকের বদলে কেন অধিনায়ক সূর্য? স্পষ্ট করে দিলেন অজিত আগরকার !!

লক্ষ্য নিয়ে অকপট গম্ভীর, ধন্যবাদ জানালেন বোর্ড’কে-

Jay shah and Gautam Gambhir | Image: Getty Images
Jay Shah and Gautam Gambhir | Image: Getty Images

সদ্যই টি-২০ বিশ্বকাপ জিতেছে দল। রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) মত এক কিংবদন্তির ছেড়ে যাওয়া আসনে বসতে চলেছেন গম্ভীর। প্রত্যাশার পারদ যে ইতিমধ্যেই আকাশ ছুঁয়েছে সে সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল টিম ইন্ডিয়ার নতুন কোচ। আজ সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তাঁর আগামীর লক্ষ্য। গম্ভীর (Gautam Gambhir) বলেন, “কেবল হেড কোচ ও খেলোয়াড়দের পেশাদারী সম্পর্কে নিজেকে আটকে রাখতে চাই না। আমি সবসময় ক্রিকেটারদের সমর্থন যুগিয়ে যাবো। আমি একটা নিরাপদ আর খুশি সাজঘর তৈরি করতে চাই। আমি একটা সফল দল হাতে পাচ্ছি যারা টি-২০ বিশ্বকাপ জিতেছে, বিশ্বকাপে ফাইনালিস্টা। জানি কাজটা কঠিন। তবে মুখিয়ে রয়েছি করার জন্য।”

বিরাট কোহলির (Virat Kohli) সাথে গম্ভীরের সম্পর্ক নিয়ে জল্পনা ছিলো। তবে সেসব নিয়ে তিনি যে ভাবছেন না তা স্পষ্ট করেছেন নয়া কোচ। জানান, “ক্রিকেটারদের সাথে আমার দারুণ সম্পর্ক।” সচিব জয় শাহের (Jay Shah) সাথে কাজ করার অভিজ্ঞতাও যে দারুণ, তাও জানিয়েছেন তিনি। সাংবাদিক সম্মেলনের একদম শেষভাগে ‘গুরু’ গম্ভীর (Gautam Gambhir) বলেন, “আমি কেবল জিততে চাই। একটা ড্রেসিংরুম তখনই খুশি থাকে যখন তারা জিততে থাকে। সাপোর্ট স্টাফদের কাজ কেবল পরিবেশটা হাল্কা রাখা। তফাৎটা গড়ে দেন ক্রিকেটাররাই।” তাঁর জমানায় কোচ বা সাপোর্ট স্টাফরা নন, বরং খেলোয়াড়রাই যে সর্বোচ্চ গুরুত্ব পাবেন তা দায়িত্ব নেওয়ার পরেই বুঝিয়ে দিলেন গম্ভীর।

Also Read: ঘর ভাঙছে মুম্বাই ইন্ডিয়ান্সের, মরসুম শুরুর আগেই সরছেন এই তারকারা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *