“ধোনির উচ্চতায় কেউ পৌঁছতে পারবে না…” কিংবদন্তির জন্মদিনে দূরত্ব ভুললেন গৌতম গম্ভীর, প্রাক্তন সতীর্থকে ভরালেন প্রশংসায় !! 1

ধোনি (MS Dhoni) বনাম গম্ভীর (Gautam Gambhir), একটা সময় দুই তারকার মধ্যেকার ঠাণ্ডা যুদ্ধ নিয়ে শোরগোল পড়ত ক্রিকেটমহলে। যেভাবে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) বা একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপ জেতার পর গোটা দেশের মানুষের চোখে নায়কের মর্যাদা অর্জন করে নিয়েছিলেন ধোনি তাতে সম্ভবত খানিক ক্ষুণ্ণই হয়েছিলেন গম্ভীর (Gautam Gambhir)। দলের বাকিরা যথেষ্ট সম্মান পাচ্ছেন না বলে একাধিকবার সরব হয়েছেন তিনি। যুবরাজ সিং, জাহির খান, এমনকি শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) অবদানও ভুলে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। একজনের কৃতিত্ব’কে তুলে ধরতে গিয়েছে দলের বাকি দশ জনকে ঠেলে দেওয়া হচ্ছে বিস্মৃতির অন্ধকারে, স্পষ্ট বলেছেন জোর গলায়। অনেকের ধারণা যে ক্রিকেট থেকে অবসরের পরেও সেই বৈরিতা পুষেই রেখেছেন প্রাক্তন ওপেনার।

আজ ধোনির ৪৩তম জন্মদিনে অবশ্য সেই বৈরিতা খানিক দূরে সরিয়েই রাখলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। স্টার স্পোর্টসের তরফ থেকে একটি বিশেষ ভিডিও প্রকাশ করা হয়েছে কিংবদন্তিকে শুভেচ্ছা জানিয়ে। সেখানে ইরফান পাঠান (Irfan Pathan), ডোয়েন ব্র্যাভো, নাসের হুসেনদের সাথে অংশ নিয়েছেন গম্ভীরও (Gautam Gambhir)। তিনি বলেন, “অনেক অধিনায়ক এসেছেন, অনেকে আসবেন আগামীতে। কিন্তু এম এস ধোনির পরিসংখ্যান স্পর্শ করা আমার মনে হয় না কারও পক্ষে সম্ভব হবে। তিনটে আইসিসি ট্রফি জেতা, তার মধ্যে দুটো আবার বিশ্বকাপ, একটা চ্যাম্পিয়ন্স ট্রফি, এর থেকে বড় অর্জন আর কি হতে পারে? আমরা সম্ভবত জীবনের সেরা মুহূর্তগুলো একসাথে কাটিয়েছি। ভাগ করে নিয়েছি ব্যর্থতা’ও।”

Read More: KKR ছেড়ে টিম ইন্ডিয়ার পথে গৌতম গম্ভীর, স্পষ্ট করলো খোদ ফ্র্যাঞ্চাইজিই !!

ধোনিকে সর্বকালের সেরা বলছেন গম্ভীর-

MS Dhoni | Image: Twitter
MS Dhoni | Image: Twitter

একসাথে লম্বা সময় ক্রিকেট খেলেছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ও গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সেই সোনালী সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে নিজেদের কেরিয়ারের সাফল্য-ব্যর্থতার খতিয়ান তুলে ধরে ধরেছেন তিনি। তাঁকে জিজ্ঞেস করা হয়েছিলো নেতা ধোনির শ্রেষ্ঠ কৃতিত্ব বেছে নিতে। উত্তরে গম্ভীর বলেন , “অধিনায়ক হিসেবে এম এস-এর অর্জনের তালিকায় ২০১১ সালের বিশ্বকাপ আসবে, টেস্টে শীর্ষ র‍্যাঙ্কিং হাসিল করা আসতে পারে, থাকতে পারে অস্ট্রেলিয়া সিবি সিরিজ জয়। আমরাই প্রথম ভারতীয় দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে ত্রিদেশীয় সিরিজ জিতেছিলাম। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জয়, নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ জয়, এশিয়া কাপ জেতার মত অনেক কিছুই থাকতে পারে, এর মধ্যে যে কোনো একটা বেছে নেওয়া কঠিন।”

সাফল্যের পাশাপাশি অন্ধকার মুহূর্তগুলোর কথাও জানিয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারেই বলেন, “আমরা একই সাথে ব্যর্থতাও ভাগ করে নিয়েছি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-০ হার, ইংল্যান্ডে হার, দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে হার, আমরা অনেক চড়াই-উতরাই একসাথে পার করে এসেছি। কিন্তু তবুও সম্ভবত ও’ই ভারতের সর্বকালের সেরা অধিনায়ক।” ঐ ভিডিওতেই দেখা গিয়েছে আরেক ভারতীয় প্রাক্তনী ইরফান পাঠানকে (Irfan Pathan)। এক অনুশীলন ম্যাচে তরুণ মাহিকে বোলিং করার স্মৃতি ভাগ করে নিয়েছেন তিনি। জানান, “২০০৪-এ তখন বেঙ্গালুরুতে টেস্ট ম্যাচের অনুশীলন চলছে। আমরা ভারত-এ’র বিরুদ্ধে একটা ম্যাচ খেলেছিলাম। ধোনিকে বাউন্সার করতে চেয়েছিলাম। যেভাবে পুল মেরেছিলো, তখনই বুঝেছিলাম দক্ষতা।”

দেখে নিন গম্ভীরের সম্পূর্ণ বক্তব্য-

Also Read: জন্মদিনে MS ধোনির পাশে সলমন খান, মধ্যরাতের সেলিব্রেশনে হাজির বলিউডের ‘ভাইজান’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *