শেষমেশ টিম ইন্ডিয়ার পরবর্তী কোচের দৌড়ে জিতলেন গৌতম গম্ভীরই (Gautam Gambhir)। দিনকয়েক আগেই বিসিসি আই সচিব জয় শাহ জানিয়েছিলেন টি-২০ বিশ্বকাপের পর নতুন কোচের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে। সরছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। এরপর আবেদনের বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয় বোর্ডের তরফ থেকে। জানানো হয়েছিলো যে ২৭ মে, ভারতীয় সময় সন্ধ্যা ৭টা অবধি আবেদন করা যাবে। গতকাল পেরিয়েছে আবেদনের সময়সীমা। সংবাদসংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে আসল-নকল মিলিয়ে আবেদনের সংখ্যা অরায় ৩০০০। প্রাথমিক ভাবে জাস্টিন ল্যাঙ্গার, স্টিফেন ফ্লেমিং, রিকি পন্টিং, অ্যান্ডি ফ্লাওয়ারদের মত বিদেশী কোচদের নাম ঘোরাফেরা করলেও পরে দেশীয় কোচেই আস্থা রাখার কথা ভাবে বোর্ড। বাজিমাত করেন গম্ভীর (Gautam Gambhir)।
দেশের ক্রিকেটজনতার পছন্দের তালিকায় এক নম্বরে ছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। যেভাবে তিনি মেন্টর হিসেবে এই মরসুমে সামলেছেন কলকাতা নাইট রাইডার্সকে, এক সূত্রে গেঁথেছেন তারকা ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টকে, যেভাবে এনে দিয়েছেন তৃতীয় ট্রফি তা মুগ্ধ করেছিলো সকলকে। বড় আসরে জিততে ভুলে যাওয়া টিম ইন্ডিয়াকে (Team India) ফের একবার বিশ্বমঞ্চে সেরার শিরোপা জেতানোর আদর্শ কারিগর হতে পারেন তিনিই, মনে করছিলেন বিশেষজ্ঞরা। গত রবিবার আইপিএল (IPL) ফাইনালের দিন বোর্ড সচিব জয় শাহের সাথে দীর্ঘক্ষণ একান্তে আলোচনা করতে দেখা গিয়েছিলো গম্ভীরকে (Gautam Gambhir)। নতুন কিছু যে আসতে চলেছে ইঙ্গিত মিলেছিলো তখনই। অবশেষে মিললো নিশ্চয়তা। সংবাদমাধ্যম সূত্রে খবর যে কোচের পদে চূড়ান্ত হয়ে গিয়েছেন গম্ভীরই।
Read More: গৌতম গম্ভীর নয় বরং তাঁর সহকর্মীকে দেখা যাবে টিম ইন্ডিয়ার প্রধান শিক্ষকের দায়িত্বে !!
পরবর্তী কোচ হচ্ছেন গৌতম গম্ভীর-
ভারতীয় কোচ হিসেবে নিযুক্ত হলে বছর প্রায় ১০ মাস বাড়ির বাইরে থাকতে হতে পারে। এই ভেবেই পিছিয়ে গিয়েছিলেন রিকি পন্টিং (Ricky Ponting), জাস্টিন ল্যাঙ্গাররা। গম্ভীরকেও (Gautam Gambhhir) নাকি ভাবিয়ে তুলেছিলো পরিবারের থেকে দূরে থাকার বিষয়টি। কিন্তু ‘দেশের প্রতি দায়িত্ব’ থেকেই চিন্তা তুড়ি মেরে উড়িয়ে বিসিসিআই-এর প্রস্তাবে রাজী হয়েছেন তিনি। শোনা গিয়েছিলো কলকাতা নাইট রাইডার্স মালিক শাহরুখ খান (Shah Rukh Khan) তাঁকে ব্ল্যাঙ্ক চেক দিতে চেয়েছিলেন দীর্ঘমেয়াদী চুক্তির জন্য। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেশের কোচিং করানোই নাকি মনস্থির করেছেন তিনি। তবে আপাতত নাইট রাইডার্স (KKR) ছেড়ে গেলেও প্রত্যাবর্তনের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না গম্ভীর (Gautam Gambhir)। ২০২৭ সালে জাতীয় দলের সাথে চুক্তির মেয়াদ ফুরোবে তাঁর। তারপর ফের তিনি ফিরতে পারেন বেগুনি-সোনালী জার্সিতে।
রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সাথে বিসিসিআই-এর বার্ষিক ১২ কোটি টাকার চুক্তি ছিলো। গম্ভীরের সাথে চুক্তির অঙ্কটা কি তা জানা যায় নি এখনও। তবে বোর্ডের ঘনিষ্ট এক আইপিএল (IPL) দল মালিক সংবাদসংস্থা ক্রিকবাজকে জানিয়েছে যে গম্ভীরের (Gautam Gambhir) নাম চূড়ান্ত করে ফেলেছেন জয় শাহ, রজার বিনি’রা। বাকি কেবল আনুষ্ঠানিক ঘোষণা। ক্রিকেট ধারাভাষ্যের সাথে যুক্ত এক হাইপ্রোফাইল নাম ফাঁস করেছেন বিসিসিআই-এর অন্দরের খবর। তিনি জানিয়েছেন যে গম্ভীরের (Gautam Gambhir) নিয়োগ চূড়ান্ত হয়ে গেলেও চুক্তির শর্ত সব এখনও চূড়ান্ত হয় নি। দুই পক্ষের মধ্যে এখনও আলোচনা চলছে। দিনকয়েকের মধ্যেই তা মিটে যাওয়ার সম্ভাবনা। টি-২০ বিশ্বকাপের পর কোহলি-রোহিতদের হটসিটে ‘গুরু’ গম্ভীরকেই যে দেখা যাবে তা নিশ্চিত করেছেন তিনিও।