সঞ্জু সামসনকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলে সুযোগ না দেওয়ায় প্রাক্তন এই ভারতীয় প্লেয়ারের নিশানায় হার্দিক পান্ডিয়া !! 1

ভারতীয় দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয়লাভ করলো নিউজিল্যান্ডের বিরুদ্ধে, এই সিরিজে জয়লাভ করলেও ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া অনেকটাই চর্চিত হয়েছেন সোশ্যাল মিডিয়াতে, কারণ ভারতীয় টিম ম্যানেজমেন্ট সঞ্জু স্যামসন (Sanju Samson) কে একটি ও সুযোগ দেয়নি, সে জায়গায় বারবার সুযোগ দেওয়া হয়েছে ঋষভ পন্থকে (Rishabh Pant) এবং তিনি (ঋষভ পন্থ) আবার ব্যর্থ হয়েছেন, এই পরিস্থিতি তে সঞ্জু স্যামসন কে বাইরে বসিয়ে রাখা একেবারেই পছন্দ করেনি ভারতীয় সমর্থকেরা, তারা ভারতীয় টিম ম্যানেজমেন্ট এর উপর তাদের সমস্ত রাগ উড়ে দিয়েছে।

ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক একই ভুল করছে

সঞ্জু সামসনকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলে সুযোগ না দেওয়ায় প্রাক্তন এই ভারতীয় প্লেয়ারের নিশানায় হার্দিক পান্ডিয়া !! 2

প্রাক্তন ভারতীয় প্লেয়ার ডোডা গণেশ (Dodda Ganesh) সঞ্জু স্যামসন এর না সিলেকশনের উপরে প্রশ্ন তুলেছেন, সঞ্জু স্যামসন ভারতীয় দলের হয়ে বেশ কিছু ভালো ইনিংস খেলেছেন কিছুদিন আগেই। প্রতিবারের মতো তাকে স্কোয়াডে সুযোগ দেওয়া হলেও দলে নেওয়া হয় না, ঠিক সেটাই ঘটলো আবার,  ডোডা গণেশের মতে সঞ্জু স্যামসন- এর খেলা উচিত ছিল শ্রেয়াস আইয়ার এর জায়গায়, তিনি মনে করেন ভারতীয় দল ভারতের ম্যানেজমেন্ট আবার ভুল করছে , টুইটারের মাধ্যমে তিনি স্পষ্ট জানিয়ে দেন সঞ্জু স্যামসন এর আগে শ্রেয়াস আয়ারের এর সিলেকশন ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ককে আবার সমস্যায় ফেলবে, তারা ভুল থেকে কিছুই শিখছে না এটাই তার প্রমান।

সঞ্জুকে না খেলানোর পিছনে হার্দিক পান্ডিয়ার বয়ান

সঞ্জু সামসনকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলে সুযোগ না দেওয়ায় প্রাক্তন এই ভারতীয় প্লেয়ারের নিশানায় হার্দিক পান্ডিয়া !! 3

যদিও হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) সঞ্জু স্যামসনকে না খেলানোর পিছনে যুক্তি খাড়া করেছেন , তিনি সিরিজে যারা খেলেনি তাদের জন্য দুঃখ প্রকাশ করে বলেছেন, “বাইরে থেকে কে কি বলছে তাতে  কিছুই যায় আসে না , এটা আমার টিম আমি এবং আমার কোচ দলের ভালো ভেবে যা সিদ্ধান্ত নেব সেটাই আশা করি ভালো, এখনো অনেক সময় আছে প্রত্যেকের জন্য। তারা সবাই সুযোগ পাবে এবং তারা লম্বা সুযোগই পাবে, যদিও এটা ( ভারত বনাম নিউজিলান্ড ) কোন বড় সিরিজ নয়, তবে আগামী দিনে আরো ম্যাচ খেলবো আমরা, যেখানে অবশ্যই তারা সুযোগ পাবেন , যেহেতু এটা একটা ছোট সিরিজ ছিল তাই আমি এরকম পরিস্থিতিতে খুব বেশি পরিবর্তনে পছন্দ করি না।”

আন্তর্জাতিক ক্রিকেটে সঞ্জু স্যামসন

সঞ্জু সামসনকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলে সুযোগ না দেওয়ায় প্রাক্তন এই ভারতীয় প্লেয়ারের নিশানায় হার্দিক পান্ডিয়া !! 4

ভারতীয় দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন (Sanju Samson) ভারতীয় দলের অন্যতম প্রতিভাবান প্লেয়ার হলেন সঞ্জু স্যামসন, সঞ্জু স্যামসন ভারতীয় দলে প্রবেশ করেন ২০১৫ সালের। ২০২২ এ আইপিএলের পারফরমেন্সের ভিত্তিতে দলে আবার সুযোগ পান সঞ্জু, আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ৯ ইনিংসে ৭৩ গড়ে করেছেন ২৯৪ রান, এবং টি টোয়েন্টি ক্রিকেটে ১৫ ইনিংসে ২১ গড়ে করেছেন ২৯৬ রান। যদিও তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুধুমাত্র বেঞ্চ গরম করেছেন, আগামী একদিনের সিরিজে সঞ্জুকে ভারতীয় জার্সিতে দেখা যায় কিনা সেটা সময়ই বলবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *