IND vs AUS: অস্ট্রেলিয়াকে নাগপুরের জামথা স্টেডিয়ামে পর্যুদস্ত করে বর্ডার-গাওস্কর ট্রফির অভিযান শুরু করেছে ভারতীয় দল। গত দুইবার অস্ট্রেলিয়ার মাঠে অজিদের হারিয়েছিলো ‘মেন ইন ব্লু।’ ভারতের মাঠেও সাফল্যের ধারা অব্যাহত রইলো। খেলা শুরুর আগেই ঘূর্ণি পিচ নিয়ে ভাবনায় ছিলো অস্ট্রেলিয়া। ম্যাচে বল লাট্টুর মত না ঘুরলেও স্পিন আতঙ্কে ভুগেই তিন দিনের মধ্যে অসহায় আত্মসমর্পণ করতে […]