নতুন কোচের সন্ধানে টিম ইন্ডিয়া (Team India)। ২০২১ সালে রবি শাস্ত্রী দায়িত্ব ছাড়ার পর কোচের হটসিটে বসেছিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তাঁকে কোহলি, রোহিতদের হেডস্যরের ভূমিকায় নিয়োগ করতে রীতিমত কাঠখড় পোড়াতে হয়েছিলো বিসিসিআই-কে। সেই সময় এনসিএ-র দায়িত্বে থাকা দ্রাবিড় রাজী ছিলেন না সিনিয়র ক্রিকেটে কোচিং করতে। কিন্তু তৎকালীন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুরোধে শেষমেশ রাজী হন তিনি। এরপর থেকে কোচ হিসেবে রয়েছেন তিনিই। জিতিয়েছেন এশিয়া কাপ। তাঁর প্রশিক্ষণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপের ফাইনালও খেলেছে দল। দ্রাবিড়ের সাথে প্রাথমিক চুক্তি ছিলো গত বছরের নভেম্বর অবধি। কিন্তু আসন্ন টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) কথা মাথায় রেখে চুক্তি নবীকরণ করে বিসিসিআই।
কুড়ি-বিশের বিশ্বকাপের পরেই দ্রাবিড় জমানার অবসান যে ঘটছে তা জানিয়ে দিয়েছিলেন সচিব জয় শাহ। টিম ইন্ডিয়ার কোচ পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তি’ও প্রকাশ করা হয় সোশ্যাল মিডিয়ায়। ২০২৪-এর জুন থেকে ২০২৭-এর ডিসেম্বর-আগামী সাড়ে তিন বছরের জন্য কোচের সন্ধান করা হচ্ছে। আবেদনকারীর জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতামান’ও বেঁধে দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থার তরফ থেকে। আবেদনের শেষ দিন ২৭ মে। ডানকান ফ্লেচার ২০১৫ সালে দায়িত্ব থেকে সরে যাওয়ার পর প্রায় এক দশক ভারতীয় কোচেরাই সামলেছেন দায়িত্ব। কিন্তু এবার শোনা যাচ্ছিলো এই ট্র্যাডিশনে বদল চাইছে বিসিসিআই। টিম ইন্ডিয়ার (Team India) জন্য বিদেশী কোচ খুঁজছে তারা। বেশ কিছু কিংবদন্তি প্রাক্তনীকে প্রস্তাব দিয়েও নাকি দেখেছে তারা। কিন্তু এখনও অবধি আশার আলো দেখা যায় নি বলে খবর।
Read More: IPL 2024, SRH vs RR, 2nd Qualifier: সানরাইজার্সকে হারিয়ে ফাইনালে যাওয়াই লক্ষ্য রাজস্থানের, সঞ্জুদের ‘ব্রহ্মাস্ত্র’ হবেন এই ক্রিকেটার !!
ভারতের কোচ হতে রাজী নন একঝাঁক তারকা-
খবর মিলেছিলো যে এইবার ভারতীয় কোনো প্রাক্তনীর হাতে দায়িত্ব তুলে দেওয়ার ব্যপারে দ্বিধার মধ্যে রয়েছে বিসিসিআই। বদলে তাদের লক্ষ্য বিদেশী কোচ। অতীতে নিউজিল্যান্ডের জন রাইটের (John Wright) হাত ধরে টিম ইন্ডিয়া (Team India) বিশ্বকাপ ফাইনাল খেলছে, জিতেছে ন্যাটওয়েস্ট ট্রফি, চ্যাম্পিয়ন্স ট্রফি। দক্ষিণ আফ্রিকার গ্যারি কার্স্টেন (Gary Kirsten) ভারতকে জিতিয়েছিলেন ওডিআই বিশ্বকাপ। জিম্বাবুয়ের ডানকান ফ্লেচার কোচ থাকাকালীন ভারত জিতেছিলো চ্যাম্পিয়ন্স ট্রফি। পরবর্তী সময় রবি শাস্ত্রী, অনিল কুম্বলে বা রাহুল দ্রাবিড় (Rahul Dravid) জমানায় সেই সাফল্যের শৃঙ্গ ছুঁতে পারে নি দল। তাই আরও একবার বিদেশী কোচদেরই নিশানা করেছিলেন জয় শাহ, রজার বিনি’রা। সেই মত প্রস্তাব’ও দেওয়া হয়েছিলো। কিন্তু সংবাদমাধ্যম সূত্রে খবর যে নেতিবাচক সাড়াই মিলেছে এখনও অবধি।
বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিং (Ricky Ponting)। কোচ হিসেবে তাঁর নাম যে ভাসছে তা স্বীকার করে নেন পন্টিং। সাথে স্পষ্ট করে দেন যে এখনই ভারতের কোচিং করতে রাজী নন তিনি। সাক্ষাৎকারে পন্টিং জানান, “ভারতের কোচ হতে গেলে আইপিএলে কাজ করা যাবে না। একইসাথে ১০-১১ মাস কাজ করতে হবে প্রতি বছরে। সেই কারণেই জাতীয় দলকে প্রশিক্ষণ দেওয়ার ইচ্ছা থাকলেও আপাতত আমার জীবনযাত্রার সাথে খাপ খাচ্ছে না এই দায়িত্ব।” রাজী হচ্ছেন না প্রাক্তন অস্ট্রেলিয়া কোচ জাস্টিন ল্যাঙ্গারও। বর্তমানে তিনি লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের দায়িত্বে আছেন। বলেন, “ভারতীয় দলের দায়িত্ব নিলে জেতার পাহাড়প্রমাণ চাপ থাকবে, কাজও প্রচুর।” শোনা গিয়েছে বিসিসিআই-এর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন অ্যান্ডি ফ্লাওয়ার’ও।