fans-want-hardik-as-indian-t20-captain

টি-২০ বিশ্বকাপের পর ক্ষুদ্রতম ফর্ম্যাট থেকে সরে দাঁড়িয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) । কুড়ি-বিশের বিশ্বকাপে রোহিতের ডেপুটি ছিলেন হার্দিক। ২০২২ সালে গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে আইপিএল জেতার পর থেকে তাঁকে সাদা বলের দুই ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার পরবর্তী নেতা মনে করছিলেন অনেকেই। সেইমতই এগোচ্ছিলো বিসিসিআই-ও। আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মত প্রতিপক্ষের বিরুদ্ধে রোহিত না খেলায় হার্দিকের হাতেই তুলে দেওয়া হয়েছিলো নেতৃত্বের দায়ভার। রোহিতের অবসরের পরেও স্থায়ী দায়িত্ব পাওয়ার ব্যপারে বোর্ডের পয়লা নম্বর পছন্দ ছিলেন তিনিই। কিন্তু পরিস্থিতিতে বদল আসে গৌতম গম্ভীর কোচ হওয়ার পর।

Read More:বদলা নিলেন রোহিত শর্মা, ক্যাপ্টেনসি থেকে হার্দিক পান্ডিয়াকে করলেন আউট !!

গত ৯ জুলাই ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এর মধ্যেই তিনি বেশ কিছু বিতর্কে জড়িয়েছেন। সাপোর্ট স্টাফ নির্বাচন নিয়ে তাঁর সাথে বোর্ডের একপ্রস্থ সংঘাতের খবর ইতিমধ্যেই সামনে এসেছে। দ্বিতীয় দ্বৈরথ শুরু হতে পারে টি-২০ নেতৃত্ব বাছাই নিয়ে। বিসিসিআই-এর ভোট হার্দিকের পক্ষে হলেও গম্ভীর নাকি চাইছেন সূর্যকুমার যাদবকে। রোহিত ও হার্দিক না খেলায় এর আগে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মত দলের বিরুদ্ধে অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন সূর্যকুমার (Suryakumar Yadav)। কিন্তু স্থায়ী নেতা হিসেবে তাঁর নাম মাসখানেক আগেও জয় শাহ, রজার বিনিদের ভাবনায় ছিলো না। কলকাতা নাইট রাইডার্সে একসাথে খেলেছেন গম্ভীর ও সূর্য। সেই ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকেই তিনি সূর্যকুমারকে চাইছেন বলে খবর।

হার্দিক না সূর্য? শেষমেশ শিকে ছিঁড়বে কার ভাগ্যে? এই প্রশ্নের জবাব এখনও জানা যায় নি। সম্ভবত আসন্ন শ্রীলঙ্কা সিরিজের জন্য দল ঘোষণা হলেই অবসান হবে যাবতীয় জল্পনার। তবে ইতিমধ্যেই নিজেদের পছন্দ সোশ্যাল মিডিয়ায় ব্যক্ত করতে শুরু করেছেন নেটিজেনরা। এখনও পর্যন্ত যা ‘ট্রেন্ড’ তাতে এগিয়ে রয়েছেন হার্দিকই। মাসখানেক আগেও নেটদুনিয়ায় ব্যাপক ট্রলের মুখে পড়তে হয়েছিলো হার্দিককে। কিন্তু টি-২০ বিশ্বকাপের অসামান্য পারফর্ম্যান্স দিয়ে ক্রিকেটজনতার মন আরও একবার জয় করতে সক্ষম হয়েছেন তিনি। ‘অভিজ্ঞতার দাম দিন, হার্দিকই অধিকতর যোগ্য’ লিখেছেন একজন। ‘হার্দিকের হাতেই দায়িত্ব তুলে দেওয়া হোক। ওর আগ্রাসন কাজে আসবে’ লিখেছেন আরও এক ভক্ত। ‘গম্ভীরের একাধিপত্য চলবে না’ ক্যাপ্টেন চাই হার্দিককে’ উঠেছে স্লোগান।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: দিল্লী ক্যাপিটালসের অধিনায়ক হচ্ছেন রোহিত শর্মা, পন্থ অধ্যায়ের সমাপ্তি এখন সময়ের অপেক্ষা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *