fans-slam-razzaqs-comment-on-bumrah

স্বপ্নের ছন্দে রয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ২০২২-এ পাওয়া পিঠের চোট একটা সময় তাঁর কেরিয়ারকেই এনে দিয়েছিলো প্রশ্নচিহ্নের মুখে। দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন তিনি। অস্ত্রোপচারের জন্য নিউজিল্যান্ডে অবধি যেতে হয়েছিলো তাঁকে। শেষমেশ ২০২৩-এর অগস্ট মাসে মাঠে ফেরেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেন টি-২০ সিরিজ। প্রত্যাবর্তনেই সিরিজ সেরা হয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে বুমরাহ’র (Jasprit Bumrah)  এই ২.০ সংস্করণ গোটা ক্রিকেটদুনিয়ার ব্যাটারদের জন্য কতটা ভয়ঙ্কর হতে চলেছে। এরপর এশিয়া কাপ, বিশ্বকাপ হোক বা দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বলের রং সাদা হোক বা লাল, ক্রিকেট মাঠে জাদু দেখিয়ে চলেছেন তিনি।

আইপিএলের (IPL) আসরে ঝড় তোলার পর টি-২০ বিশ্বকাপে নেমেছিলেন বুমরাহ (Jasprit Bumrah)। চার-ছক্কার ক্রিকেট হিসেবে পরিচিত টি-২০তেও যে বোলিং মুন্সীয়ানায় হয়ে ওঠা যায় দলের এক নম্বর ম্যাচ উইনার তা প্রমাণ করে দেন তিনি। নিউ ইয়র্কের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে প্রায় হেরে বসেছিলো ভারত। এক নিখুঁত ইন ডিপারে মহম্মদ রিজওয়ানের (Muhammad Rizwan) স্টাম্প উপড়ে দিয়ে টিম ইন্ডিয়াকে ম্যাচে ফেরান বুমরাহ’ই (Jasprit Bumrah)। ক্রিকেটের এল-ক্লাসিকোতে হন ম্যাচের সেরা। ফাইনালেও কঠিন পরিস্থিতিতে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার উপর চাপ সৃষ্টি করে ভারতের জয়ের নায়ক হয়ে ওঠেন তিনি। টুর্নামেন্টে তাঁর পরিসংখ্যান অবিশ্বাস্য। মাত্র ৪.১৭ ইকোনমি রেট ও ৮,২৬ গড়ে তিনি তুলে নিয়েছেন ১৫ উইকেট। কেনসিংটন ওভালে টিম ইন্ডিয়ার (Team India) দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পর বুমরাহ’ই পান সেরা তারকার পুরষ্কার।

Read More: গম্ভীরেই আস্থা বোর্ডের, দায়িত্ব নেওয়ার আগে দল গোছানোর স্বাধীনতা পাচ্ছেন নয়া কোচ !!

গোটা দুনিয়া যখন জসপ্রীত বুমরাহকেই (Jasprit Bumrah) এই প্রজন্মের সেরা ফাস্ট বোলার বলে মেনে নিচ্ছে, তখন ব্যতিক্রম কেবল পাকিস্তান। ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিসদের মত বহু বিশ্ববরেণ্য ফাস্ট বোলার জন্ম নিয়েছেন পাক ভূমিতে। কিন্তু বর্তমানের পাকিস্তানী ফাস্ট বোলিং আক্রমণ যে পূর্বের বোলিং লাইন-আপের ছায়ামাত্র, তা মানতে রাজী নন অনেকেই। তাঁদের মধ্যে অন্যতম আব্দুল রাজ্জাক (Abdul Razzaq)। প্রাক্তন অলরাউন্ডার এর আগেও জসপ্রীত বুমরাহকে আক্রমণ করেছিলেন ‘বেবি বোলার’ বলে। নিজেকে স্থান দিয়েছিলেন তাঁর উপরে। সেই নিয়ে বিতর্ক ছিলোই। এরপর সেই বিতর্কে আবার নতুন করে ঘি ঢেলেছে তাঁর আরও একটি মন্তব্য। এক ভক্তের প্রশ্নের জবাবে তিনি বলেন, “শাহীন দুর্দান্ত বোলার। বুমরাহ তো ওর আশেপাশেও আসবে না।”

ক্রিকেটের আঙিনায় বুমরাহ’র (Jasprit Bumrah) দাদাগিরির পর ভাইরাল হয়েছে রাজ্জাকের এই মন্তব্য। সোশ্যাল মিডিয়ায় রীতিমত হাসিঠাট্টা চলছে তা নিয়ে। ‘এরা কি খেয়ে এসব কথাবার্তা বলে?’ প্রশ্ন করেছেন একজন। ‘শাহীন নিজে বিশ্বাস করবে না যে ও বুমরাহ’র চেয়ে ভালো’ কটাক্ষের তীব্রতা বাড়িয়ে লিখেছেন আরও একজন। ‘এরা নিজেরা নিজেদের আলাদাই জগতে বসবাস করেন’ মন্তব্য আরও একজনের। ‘টি-২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটারের ট্রফিটা রয়েছে বুমরাহ’র ক্যাবিনেটে। শাহীনের নয়’ রাজ্জাককে খোঁচা দিতে ভোলেন নি আরও একজন। ‘পাকিস্তান এখনও অবধি মানতে পারলো না যে ওদের সোনালী দিন শেষ’ আক্রমণ শানিয়েছেন এক নেটিজেন। এই মুহূর্তে ইংল্যান্ডে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস টুর্নামেন্ট খেলছেন রাজ্জাক (Abdul Razzaq)। সোশ্যাল মিডিয়ায় তাঁর মন্তব্য নিয়ে যে ট্রলিং চলছে তা নিয়ে মুখ খোলেন নি তিনি।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IND vs ZIM, 3rd T20i: প্রত্যাবর্তন বিশ্বজয়ীর, রিয়ান’কে বাদ দিয়েই তৃতীয় টি-২০’র একাদশ সাজাচ্ছে টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *