fans-slam-mba-chaiwala-as-surya-fails

মার্কিন যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের বিরুদ্ধে পরপর দুই ম্যাচে দুটি অর্ধশতরান করেছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। দুই ম্যাচেই দলের জয়ে বড় অবদান রেখেছিলেন তিনি। আইসিসি টি-২০ র‍্যাঙ্কিং-এ থাকা ব্যাটারের থেকে আজ সুপার এইট পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধেও চমকপ্রদ ইনিংসের অপেক্ষায় ছিলেন সকলে। বিরাট কোহলি (Virat Kohli) আউট হওয়ার পর আরও একবার ইনিংসের হাল ধরবেন সূর্য, চেয়েছিলেন সমর্থকেরা। শুরুটা আশা জাগিয়েই করেছিলেন তিনি। তানজিম হাসান সাকিবের শর্ট বল’কে সটান পুল করে পাঠিয়ে দেন গ্যালারিতে। কিন্তু এরপরেই দেখা যায় ছন্দপতন। দ্বিতীয় বলটিই তাঁর ব্যাট স্পর্শ করে জমা পড়ে উইকেটরক্ষক লিটন দাসের (Litton Das) দস্তানায়। উইকেট হারিয়ে সাজঘরে ফিরতে হয় তাঁকে।

Read More: ভিডিও: “Bho**ke…” বাংলাদেশ উইকেট হারাতেই উত্তেজিত রোহিত শর্মা, লিটন’কে গালিগালাজ ভারত অধিনায়কের !!

সূর্য (Suryakumar Yadav) ফিরতেই নেটমাধ্যমে শুরু হয় হইচই। ‘গুরুত্বপূর্ণ ম্যাচে আবার রান নেই সূর্যকুমার যাদবের ব্যাটে’ আক্রমণ শানিয়েছিলেন একজন। ‘ধারাবাহিকতার আশা করা ভুল’ লিখেছিলেন অন্য আরেক নেটিজেন। ‘দুর্বল দলের বিরুদ্ধেই কেবল রান করতে পারে ও’ কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন আরও একজন। তবে এর মধ্যেই ফোকাসে জায়গা করে নেয় উদ্যোগপতি প্রফুল বিল্লোরে ওরফে এমবিএ চায়ওয়ালার (MBA Chaiwala) একটি পোস্ট। নেটদুনিয়ায় তাঁকে নিয়ে ঠাট্টা চলে যে যাঁর সাথে ছবি শেয়ার করেন তিনি, তাঁরই খারাপ সময় শুরু হয়ে যায়। গতকালই সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) সাথে বিমানে তোলা একটি সেলফি পোস্ট করেছিলেন প্রফুল, আজই ভারতীয় ক্রিকেট তারকা রান না পাওয়ায় সেই ব্যর্থতার দায়ও অনেকেই মজার ছলে চাপিয়ে দিয়েছেন এমবিএ চায়ওয়ালার উপরেই।

‘প্রফুল ভাই, আপনি এই বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে সাপোর্ট করুন বরং’ টিপ্পনি এক ভারতীয় ক্রিকেটভক্তের। ‘এরম অপয়া দুটো দেখি নি কখনও, একবার ভুলচুল হয় না’ মন্তব্য আরও একজনের। ‘দৈব ক্ষমতা মনে হয়’ মজা করে লিখেছেন নেটদুনিয়ার আরও একজন নাগরিক। ‘১০০ শতাংশ স্ট্রাইক রেট। যাঁকেই ধরে, ডুবিয়ে ছাড়ে’ লিখেছেন আরও একজন। এর আগে গত নভেম্বরের ওডিআই বিশ্বকাপ ফাইনালের আগে ভারতের সাফল্য চেয়ে ট্যুইট করেছিলেন প্রফুল, ফলাফল হয়েছিলো উলটো। আহমেদাবাদে ৯২০০০ জনতার সামনে অস্ট্রেলিয়া গুঁড়িয়ে দিয়েছিলো ‘ফেভারিট’ টিম ইন্ডিয়াকে। সূর্যের (Suryakumar Yadav) ব্যর্থতার পর অনেকের মনে ফিরেছে সেই স্মৃতিও। এবার যাতে সেই ফলাফলের পুনরাবৃত্তি না ঘটে তাই এমবিএ চায়ওয়ালাকে ভারতীয় দলের থেকে দূরে থাকতে অনুরোধ নেটিজেনদের।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: “শুরু হওয়ার আগেই খতম…” বাংলাদেশের বিরুদ্ধে গ্রহণ লাগলো সূর্যের ব্যাটে, আক্ষেপের সুর নেটদুনিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *