“এর থেকে ধানক্ষেত ভালো…” ভারত-পাকিস্তান ম্যাচের আগেই নিউ ইয়র্কের পিচ নিয়ে শুরু হলো চর্চা !! 1

আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের (T20 World Cup 2024) প্রথম ম্যাচ খেলার পর টিম ইন্ডিয়া খেলতে চলেছে পাকিস্তানের বিরুদ্ধে তাদের দ্বিতীয় ম্যাচ। আর এই মেগা ম্যাচে টিম ইন্ডিয়ার বড় চ্যালেঞ্জ হতে চলেছে পাকিস্তানি পেস আক্রমন। ২০২১ ও ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের থেকেও এবারের বিশ্বকাপে ভয়ঙ্কর পেস আক্রমন নিয়ে নামতে চলেছে পাকিস্তান। মোহাম্মদ আমিরের (Mohammad Amir) অন্তর্ভুক্তিতে পাকিস্তান দলের বোলিং আক্রমন আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে।

নতুন বলে মোহাম্মদ আমির ও শাহীন আফ্রিদির (Shaheen Afridi) সামনে বড় চ্যালেঞ্জ হতে চলেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ২০২১ সালের বিশ্বকাপের পর থেকে রোহিতের পিছনে পরে রয়েছেন শাহীন, ২০২৩ বিশ্বকাপেও রোহিতকে আউট করেছিলেন তিনি। পাশাপশি হ্যারিস রউফ (Harris Rauf) ও নাসিম শাহ (Naseem Shah) এই পিচে অন্যতম কঠিন প্রতিদ্বন্দ্বী হতে চলেছে টিম ইন্ডিয়ার।

পাকিস্তানি পেসাররা ভয়ংকর হয়ে উঠবেন নিউ ইয়র্কের পিচে

Harris Rauf, Shaheen Afridi and Naseem Shah, t20 world cup 2024
Harris Rauf, Shaheen Afridi and Naseem Shah | Image: Twitter

প্রসঙ্গত, এই মাঠের পিচটি অস্ট্রেলিয়া থেকে তুলে আনা হয়েছে। তবে পিচের ঠিক মতন দেখভাল না হওয়াতেই পিচে কখনও অতিরিক্ত গতি, কখনও কম গতি আবার স্পিনারদের জন্য ঘূর্ণি লক্ষ করা যাচ্ছে। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ম্যাচটি এই মাঠেই খেলেছিল যে ম্যাচে বেশ সফল হয়েছিলেন প্রোটিয়া বোলাররা। আসন্ন ম্যাচেও টিম ইন্ডিয়ার থ্রেট হয়ে উঠবেন চার পাকিস্তানি পেসার।

চলতি বিশ্বকাপে ভারত এখনও পর্যন্ত একটি ম্যাচ খেলে ফেললেও, পাকিস্তান তাদের আগামী ম্যাচটি খেলতে চলেছে আগামীকাল। একাধিক প্রাক্তন ক্রিকেটাররা আমেরিকার এই মাঠের পিচের উপর তুলেছেন প্রশ্ন। ক্রিকেট ধারাভাষ্যকার হর্ষ ভোগলে বলেছেন, “এই পিচ নিয়ে কিছু করতে হবে, এখানে কিভাবে ভারত-পাকিস্তান ম্যাচ খেলে হবে?” যদিও এরই মধ্যে বেশ কিছু ভক্ত সমাজ মাধ্যমে পাকিস্তানি এই চার প্লেয়ারের ভয়ে শিহরিত। এক ভক্ত লিখেছেন, “পাকিস্তানের পক্ষে অনেক সুবিধা হলো, ওদের ব্যাটসম্যানরা স্লো ব্যাটিং করলেও ওদের পেসাররা সেরা।” অন্য এক ভক্ত লিখেছেন, “দয়া করে পাকিস্তানের বিরুদ্ধে হারাবেন না, চাইলে বিশ্বকাপ হারতে পারেন।” এক নজরে দেখেনিন বাঁকি টুইট…

Read Also: T20 World Cup 2024: কঠিন পিচে রোহিত-পন্থের মাস্টারক্লাস, আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের শুভ সূচনা করলো টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *