“আজ দুঃখ নেব না খুশি ?…” আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করলেন বিরাট করলেন, সমাজ মাধ্যম জুড়ে নিস্তব্ধতা !! 1

বিশ্বকাপের বড় মঞ্চে নিজের জাত চেনালেন বিরাট কোহলি (Virat Kohli)। মেগা ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫৯ বলে ৬টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ৭৬ রানের লড়াকু ইনিংস খেলেন বিরাট কোহলি। ম্যাচ শেষ সেরার পুরষ্কার নিতে এসে বিরাট জানিয়ে দিলেন আর ভারতের জার্সিতে টি-টোয়েন্টি ক্রিকেট খেলবেন না তিনি। তিনি বলেন, “এটাই আমার শেষ টি-২০ বিশ্বকাপ ছিলো। এটাই আমরা অর্জন করতে চেয়েছিলাম।” যদিও, বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে সেমিফাইনাল পর্যন্ত বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট ছিল শান্ত।

অবসরের ঘোষণা দিলেন কিং কোহলি

Virat Kohli
Virat Kohli | Image: Getty Images

প্রথম ম্যাচে বিরাট আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১ রান বানান, এরপর পাকস্তান ম্যাচে মাত্র ৪, আমেরিকা যুক্তরাষ্ট্রের মতন দলের বিরুদ্ধে খাতা খুলতেই ব্যার্থ হন তিনি। আফগানদের বিরুদ্ধে প্রথম বারের জন্য দুই সংখ্যার স্করে পৌঁছান বিরাট এবং ২৪ রান বানান। এরপর বাংলাদেশের বিরুদ্ধে লড়াকু ৩৭ রানের ইনিংস খেলেন এবং অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে যথাক্রমে ০ ও ৯ রানের সৌজন্যে বিরাট কোহলির ব্যাট থেকে আসে মাত্র ৭ ম্যাচে ৭৫ রান। এরপর আজকের মেগা ফাইনালে পুরো টুর্নামেন্টে তার বানানো স্কোরের থেকে এক রান বেশি বানান বিরাট এবং বিশ্বকাপের বড় মঞ্চে নিজের শ্রেষ্ঠত্বের প্রমান দেন।

বিশ্বকাপ টি-টোয়েন্টির মঞ্চে বিরাট সর্বাধিক ১২৯২ রান বানিয়ে তার ক্যারিয়ারের ইতি ঘোষণা করলেন। ৩৫ ম্যাচে ৫৮.৭২ গড়ে ও ১২৮.৮১ স্ট্রাইক রেটে বিরাটের ব্যাট থেকে ১২৯২ রান দেখা গিয়েছে। অন্যদিকে বিশ্বকাপে দুইবার সিরিজও হয়েছেন তিনি। এই ফরম্যাটে বিরাট ভারতের জার্সিতে ১২৫ ম্যাচে ৪৮.৬৯ গড় ও ১৩৭.০৪ স্ট্রাইক রেটে ৪১৮৮ রান বানিয়েছেন বিরাট এবং হাঁকিয়েছেন ৩৮টি অর্ধশতরান সহ একটি শতরান। বিশ্বকাপ জয়ের পর তার এই অবসরের ঘোষণা মানতে নারাজ ভারতীয় ক্রিকেট প্রেমীরা। সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

Read Also: Virat Kohli: “বড় মঞ্চের প্লেয়ার…” মেগা ফাইনালে ৭৯ রানের ইনিংস খেলে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং কিং কোহলি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *