বিশ্বকাপের বড় মঞ্চে নিজের জাত চেনালেন বিরাট কোহলি (Virat Kohli)। মেগা ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫৯ বলে ৬টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ৭৬ রানের লড়াকু ইনিংস খেলেন বিরাট কোহলি। ম্যাচ শেষ সেরার পুরষ্কার নিতে এসে বিরাট জানিয়ে দিলেন আর ভারতের জার্সিতে টি-টোয়েন্টি ক্রিকেট খেলবেন না তিনি। তিনি বলেন, “এটাই আমার শেষ টি-২০ বিশ্বকাপ ছিলো। এটাই আমরা অর্জন করতে চেয়েছিলাম।” যদিও, বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে সেমিফাইনাল পর্যন্ত বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট ছিল শান্ত।
অবসরের ঘোষণা দিলেন কিং কোহলি
প্রথম ম্যাচে বিরাট আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১ রান বানান, এরপর পাকস্তান ম্যাচে মাত্র ৪, আমেরিকা যুক্তরাষ্ট্রের মতন দলের বিরুদ্ধে খাতা খুলতেই ব্যার্থ হন তিনি। আফগানদের বিরুদ্ধে প্রথম বারের জন্য দুই সংখ্যার স্করে পৌঁছান বিরাট এবং ২৪ রান বানান। এরপর বাংলাদেশের বিরুদ্ধে লড়াকু ৩৭ রানের ইনিংস খেলেন এবং অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে যথাক্রমে ০ ও ৯ রানের সৌজন্যে বিরাট কোহলির ব্যাট থেকে আসে মাত্র ৭ ম্যাচে ৭৫ রান। এরপর আজকের মেগা ফাইনালে পুরো টুর্নামেন্টে তার বানানো স্কোরের থেকে এক রান বেশি বানান বিরাট এবং বিশ্বকাপের বড় মঞ্চে নিজের শ্রেষ্ঠত্বের প্রমান দেন।
বিশ্বকাপ টি-টোয়েন্টির মঞ্চে বিরাট সর্বাধিক ১২৯২ রান বানিয়ে তার ক্যারিয়ারের ইতি ঘোষণা করলেন। ৩৫ ম্যাচে ৫৮.৭২ গড়ে ও ১২৮.৮১ স্ট্রাইক রেটে বিরাটের ব্যাট থেকে ১২৯২ রান দেখা গিয়েছে। অন্যদিকে বিশ্বকাপে দুইবার সিরিজও হয়েছেন তিনি। এই ফরম্যাটে বিরাট ভারতের জার্সিতে ১২৫ ম্যাচে ৪৮.৬৯ গড় ও ১৩৭.০৪ স্ট্রাইক রেটে ৪১৮৮ রান বানিয়েছেন বিরাট এবং হাঁকিয়েছেন ৩৮টি অর্ধশতরান সহ একটি শতরান। বিশ্বকাপ জয়ের পর তার এই অবসরের ঘোষণা মানতে নারাজ ভারতীয় ক্রিকেট প্রেমীরা। সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।
দেখেনিন টুইট
We want you Virat bhai 🥺🥺
— Pankaj (@Pankaj41627) June 29, 2024
All the best GOAT for future
Thank you serving for country 🫂🫂— Vivek Gupta (@30guptavivek) June 29, 2024
Nice farewell for him 🥹 pic.twitter.com/Buw0ftZ6NM
— RADHE ࿗ 𓃮 (@Iamradhe_p00) June 29, 2024
You gotta feel sad for South Africa, produced some extraordinary individuals over the years and they got so far but in the end, it doesn’t even matter.
— Abdullah Zafar (@Arain_417) June 29, 2024
Absolutely, we won it
— Amit Shah (Parody) (@Motabhai012) June 29, 2024
MERA AAJ DIL TOOTA HAI! 💔😓
— Dr Maheen Altaf (@DrMaheenAltaf) June 29, 2024
T20 world cup or T20I..?
— Virat de Villiers (@imVKohli83) June 29, 2024
I will miss you😭 a lot Virat Kohli👑 bhai you played very well thank you happy retirement 💔🇮🇳🏆💐✨@pikaso_me screen shot this Post 💖
— DR. SHYAM KUMAR (@Dr77015562) June 29, 2024
A true legend passing on the torch! Thank you, Virat Kohli, for everything you've given to T20 cricket. 🙌🇮🇳 #TeamIndia
— United Indian (@TheUnitedIndia2) June 29, 2024
Emotional moment
— Sankott (@Iamsankot) June 29, 2024