"জাত চেনালো রানীরা..." মেগা ম্যাচে UP'কে ২৩ রানে পরাস্ত করে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং RCB !! 1

WPL 2024: পুরুষ ক্রিকেটের পাশাপশি মহিলা ক্রিকেটের ক্রেজ দিনদিন বেড়েই চলেছে। যে কারণে ২০২৩ সাল থেকে ভারতের মাটিতে শুরু হয়ে গিয়েছে ডব্লিউপিএল । প্রথম সিজিনে ৫ দলকে নিয়ে মুম্বইয়ের বিভিন্ন মাঠে হয়েছিল সমগ্র টুর্নামেন্ট।প্রথম সিজিনেই কিস্তিমাত করেছে মুম্বই ইন্ডিয়ান্সের (MI-W) মহিলা দল। এবছর WPL শুরুতেও কামাল দেখিয়েছে মুম্বই, প্রথম ম্যাচে দিল্লিকে পরাজিত করে মুম্বই পল্টন। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ইউপি ওয়ারিয়ার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আজকের ম্যাচেও এই দুই দল মুখোমুখি হয়েছিল দুই দল।

UP’কে পরাস্ত করলো RCB

Rcb vs up, wpl 2024
UP-w vs RCB-w | Image: Getty Images

প্রথমে ব্যাটিং করতে এসে ওপেনার সাব্বিনেনি মেঘনা ২১ বলে ২৮ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন, পাশপাশি দলের হয়ে ৩৭ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন এলিস পেরি ও ৫০ বলে ৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে বড় লক্ষমাত্রায় দিকে পৌঁছে দেন ক্যাপ্টেন স্মৃতি মন্ধনা (Smriti Mandhana)। শেষে ২১ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে ১৯৮ রানে পৌঁছে দেন রিচা ঘোষ। দীপ্তি, স্কেলিটন ও অঞ্জলি ১ টি করে উইকেট পান।

জবাবে ব্যাটিং করতে এসে ক্যাপ্টেন হিলি ছাড়া প্রথম পাঁচ ব্যাটার সম্পূর্ণরূপে হয়েছেন ফ্লপ। ১১ বলে ১৮ রান বানিয়ে দ্রুত আউট হন কিরণ নাভগিরে, ৮ বলে ৮ বানান চামারী আতাপাতু, ৫ বলে ৫ রান বানান গ্রেস হ্যারিস ও শ্বেতা ৫ রান বানাতেই সক্ষম হন। ক্যাপ্টেন হিলির ব্যাট থেকে ৩৮ বলে এসেছে ৫৫ রান। ৩৩ রান বানান দীপ্তি, অনেক প্রচেষ্টা চালিয়েও ব্যার্থ হন পুনাম, ৩১ রান বানান তিনি। ১৭৫ রানে শেষ হয় UP’র ব্যাটিং। ব্যাঙ্গালুরুর হয়ে ২ টি করে উইকেট নিয়েছেন ওয়ারহাম, মলিনেক্স, আশা ও ডিভাইন। ২৩ রানে ম্যাচ জিতে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং RCB।

আরও পড়ুন | WPL 2024, RCBW vs UPW, Match-11: ইউ পি ওয়ারিয়র্সের বিরুদ্ধে দুরন্ত জয় বেঙ্গালুরুর, প্লে-অফের আরও কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *