“ট্রফি আসছে ঘরে…” সানরাইজার্সকে ১১৩ রানে অলআউট করেই সমাজ মাধ্যমে ট্রেন্ডিং KKR !! 1

জমে উঠলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা ফাইনাল (IPL 2024 FINAL)। নাইট রাইডার্স’দের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন সানরাইজার্স দলের অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। স্টার্কের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নেন ট্রেভিস হেড (Travis Head)। স্টার্কের প্রথম ওভারে ব্যাটিং করতে আসেন অভিষেক শর্মা (Abhishek Sharma) তবে ওভারের পঞ্চম বলেই স্টার্কের দুরন্ত আউট সুইংয়ে উইকেট হারান। মাত্র ২ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় অভিষেককে।

১১৩ রানে শেষ হলো সানরাইজার্স দলের ব্যাটিং

Ipl 2024
KKR vs SRH | Image: Getty Images

প্রথম ওভারে স্টার্কের বল না খেললেও দ্বিতীয় ওভারে খাতা না খুলেই বৈভব অরোরার বলে প্যাভিলিয়নে ফিরতে হয় হেডকে (Travis Head)। পাওয়ার প্লের ভিতরেই ৩ উইকেট হারিয়ে ফেলে সানরাইজার্স। স্টার্কের বলে ১৩ বলে ৯ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন রাহুল ত্রিপাঠি (Rahul Tripathi)। পাওয়ার প্লে কাটতে না কাটতেই হার্ষিত রানার বলে ১০ বলে ১৩ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় নীতিশ রেড্ডিকে (Nitish Reddy)। পাশাপশি আজকের ম্যাচে ফর্ম দেখানো এইডেন মার্করামও (Aiden Markram) ২৩ বলে ২০ রান বানিয়ে রাসেলের বলে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। রানার দুরন্ত স্পেলে প্যাভিলিয়নে ফিরতে হয় হেনরিখ ক্লাসেনকে (Heinrich Klassen)।

দলের হয়ে সর্বাধিক ১৯ বলে ২৪ রান বানান প্যাট কামিন্স (Pat Cummins)। মেগা ফাইনালে ১১৩ রানে শেষ হলো সানরাইজার্স দলের ইনিংস। দলের হয়ে সর্বাধিক ৩ উইকেট তুলে নেন আন্দ্রে রাসেল, ২টি করে উইকেট তুলে নেন মিচেল স্টার্ক ও হার্ষিত রানা ও ১টি করে উইকেট তুলে নেন বৈভব অরোরা, সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী। হায়দ্রাবাদ দলের এই পারফরমেন্সের পর সোনাজ মাধ্যমে শুরু হলো চর্চা।

দেখেনিন টুইট

Read Also:  IPL 2024: গতির ঝড়ে সানরাইজার্সকে দুমড়ে দিলো নাইটরা, কলকাতা আর তৃতীয় ট্রফির মাঝে ব্যবধান ১১৩ রানের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *