IPL 2024: "একেই বলে কামব্যাক..." দিল্লির বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং KKR !! 1

IPL 2024: পরিসমাপ্তি ঘটলো ইডেন গার্ডেন্সে ইন্ডিয়ান প্রেমিয়ার লীগের ৪৭তম ম্যাচের। আজকের ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলো দিল্লি ক্যাপিটালস। ব্যাটিং করতে এসে রিতিমতন সমস্যার সম্মুখীন হয় দিল্লি ক্যাপিটালস, পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারায় কেকেআর। পৃথ্বী শ (Prithvi Shaw) বৈভব অরোরার বলে ৭ বলে ১৩ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। এমনকি ফর্মে থাকা জেক ফ্রেজার-ম্যাকগার্ক ব্যাট হাতে হয়েছেন ব্যার্থ। ৭ বলে ১২ রান বানিয়ে স্টার্কের বলে আউট হয়ে যান তিনি।

দুই উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় দিল্লি। শাই হোপ মাত্র ৬ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতেই ৩৭ রানে ৩ উইকেট হারায়। পাওয়ার প্লে কাটতে না কাটতেই ১৫ বলে ১৮ রান বানিয়ে আউট হন অভিষেক পোরেল। ক্যাপ্টেন পন্থ ২০ বলে ২৭ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে দিল্লি দলের ব্যাটিং ধস দেখা যায়। এরপর একেরপর এক উইকেট হারাতে শুরু করে দিল্লি। ২১ বলে ১৫ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন অক্ষর প্যাটেল ও ৪ রান বানিয়ে ট্রিস্টান স্টাবস প্যাভিলিয়নে ফেরেন।

Read More: IPL 2024: দিল্লির বিরুদ্ধে ইডেনে সহজ জয় নাইটদের, লিগ তালিকায় দ্বিতীয় স্থান করলো পাকা !!

দিল্লির বিরুদ্ধে ৭ উইকেটে ম্যাচ জিতলো KKR

IPL 2024, KKR VS DC
KKR vs DC | Image: Getty Images

তবে আজকের ম্যাচে, সর্বাধিক ২৬ বলে ৩৫ রান বানিয়েছেন কুলদীপ যাদব এবং ২০ ওভারে শেষে ১৫৩ রান জুড়ে দেয় দিল্লি। জবাবে ব্যাটিং করতে এসে পাওয়ারপ্লের দুরন্ত ফায়দা তোলেন। ৩৩ বলে ৭টি চার ও ৫টি ছক্কার বিনিময়ে ৬৮ রান বনান। নারায়ণ ১০ বলে ১৫ রান বানিয়ে জলদি প্যাভিলিয়নে ফেরেন।

আজকের ম্যাচে (IPL 2024) জলদি ব্যাটিং করতে আসেন রিঙ্কু এবং ১১ বলে ১১ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তবে দলের হয়ে, দুই আইয়ার ম্যাচটি ফিনিশ করেন, ২৩ বলে ৩৩ রানের ইনিংস খেলেন ক্যাপ্টেন আইয়ার ও ২৩ বলে ২৬ রান বানিয়ে দলের হয়ে জয় সুনিশ্চত করেন ভেঙ্কটেশ আইয়ার। আজকের ম্যাচের পর সমাজ মাধ্যমে ট্রেন্ডিং KKR।

দেখেনিন টুইট

Read More: IPL 2024: দিল্লির কাছে KKR হারলে লাভবান হবে আরসিবি, সটান এন্ট্রি নেবে প্লেঅফে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *