“বিশ্বকাপের আসা ছেড়ে দাও…” পাকিস্তানের বিরুদ্ধে ১১৯ রানে শেষ হলো ভারতের ব্যাটিং, সমাজ মাধ্যমে উঠলো নিন্দার ঝড় !! 1

পাকিস্তানের বিরুদ্ধে আজকের মেগা ম্যাচে (IND vs PAK) ভারতীয় দলের ফ্লপ পারফর্মেন্স অব্যহত। আজকের ম্যাচের কথা বলতে গেলে, টসে হেরে প্রথমে ব্যাটিং করতে এসে প্রথম ওভারে বেশ দারুন সূচনা করেন রোহিত শর্মা (Rohit Sharma)। তবে দ্বিতীয় ওভারের শুরুতে চার হাঁকিয়েছিলেন বিরাট কোহলি। তবে নাসিম শাহের তৃতীয় বলেই উইকেট হারান বিরাট, ১২ রানে প্রথম উইকেট হারায় টিম ইন্ডিয়া। এরপর তৃতীয় ওভারেই ক্যাপ্টেন রোহিত শর্মা নিজের উইকেট হারিয়ে ফেলেন। ১৯ রানের মাথায় নিজের উইকেট হারিয়ে ফেলেন তিনি।

১১৯ রানে শেষ হলো টিম ইন্ডিয়ার ব্যাটিং

Ind vs pak,
IND vs PAK | Image: Getty Images

আজ দলের হয়ে মিডিল অর্ডারে ব্যাটিং করতে আসেন অক্ষর প্যাটেল (Axar Patel)। অক্ষর ও পন্থের মধ্যে গড়ে ওঠে ৩০ বলে ৩৯ রানের পার্টনারশিপ। অক্ষর আউট হতে ব্যাটিং করতে আসেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। কিন্তু এবার একবার পাকিস্তানের বিরুদ্ধে ফ্লপ হলেন তিনি। ৮ বল খেলে কেবলমাত্র ৭ রান বানিয়েছেন সূর্যকুমার। এরপর ব্যাটিং করতে আসেন ক্রিকেটার শিবম দুবে (Shivam Dube)। অনেক প্রত্যাশা থাকলেও আজকের ম্যাচে তিনি হয়েছেন ফ্লপ। নটি বল থেকে তিনি বানিয়েছেন কেবলমাত্র তিনটি রান। দলের হয়ে সর্বাধিক ৩১ বলে ৪২ রানের একটি ঝড়ু ইনিংস খেলেন উইকেট রক্ষক ঋষভ পন্থ (Rishabh Pant)।

দলের বাঁকি ব্যাটসম্যানদের মধ্যে হার্দিক পান্ডিয়া (৭), অর্ষদীপ সিং (৯), মোহাম্মদ সিরাজ (৭) রানের লড়াকু ইনিংস খেলেন। প্রথম ইনিংসে ভারতীয় দল ১১৯ রানেই তাদের ১০ উইকেট ফেলে। পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট পেয়েছেন হ্যারিস রউফ (Harris Rauf), নাসিম শাহ (Naseem Shah)। পাশপাশি পাকিস্তান দলকে মিডিল ওভারে প্রয়োজনীয় দুই উইকেট নিয়ে পাকিস্তানকে ম্যাচে ফেরান মোহাম্মদ আমির। অধিনায়ক রোহিতের উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে শাহীন আফ্রিদিকে। ভারতীয় দলের এই ফ্লপ পারফরমেন্সের পর সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা।

দেখেনিন টুইট

https://twitter.com/Pran__07/status/179985388200228056

Read Also: IND vs PAK: তাসের ঘরের মত ভাঙলো ব্যাটিং, নিউ ইয়র্কে ১১৯ রানেই শেষ টিম ইন্ডিয়ার ইনিংস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *