"প্লে-অফ যাওয়ার স্বপ্ন ভুলে যাও..." GT'র কাছে পরাজিত হতেই সমাজ মাধ্যমে ট্রোলের মুখে চেন্নাই সুপার কিংস !! 1

সমাপ্ত হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ৫৯তম ম্যাচ (IPL 2024)। মেগা ম্যাচে চেন্নাইকে ৩৫ রানে পরাজিত করে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে উঠে আসলো গুজরাট টাইটান্স। টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে গুজরাটের ওপেনারদের তরফ থেকে দেখা যায় জোড়া সেঞ্চুরি। ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) জায়গায় ওপেনিং করতে আসা সাই সুদর্শনের (Sai Sudarshan) ব্যাট থেকে ৫১ বলে পাঁচ’টি চার ও সাত’টি ছক্কার বিনিময়ে ১০৩ রানের ইনিংস দেখা গিয়েছে এবং ক্যাপ্টেন শুভমান গিলের (Shubman Gill) ব্যাট থেকে ৫৫ বলে নয়’টি চার ও ছয়’টি ছক্কার বিনিমিয়ে ১০৪ রানের ইনিংস দেখা গিয়েছে। প্রথমে ব্যাটিং করে গুজরাট চেন্নাইকে ২৩২ রানের বড় টার্গেট দেয়।

৩৫’ রানে ম্যাচ জিতলো গুজরাট টাইটান্স

Gt vs csk, ipl 2024
GT vs CSK | Image: Getty Images

রান তাড়া করতে এসে ১০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে চেন্নাই সুপার কিংস (CSK)। আবার একবার ব্যাট হাতে ব্যার্থ হয়েছেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) , ব্যাট হাতে ৫ বলে ১ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। তার সাথে ওপেনিং করতে আসা আসা রোচিন রবীন্দ্রকে (Rachin Ravindra) রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে, তার ব্যাট থেকে এসেছে কেবলমাত্র ১ টি রান। এমনকি, আজকের হাই ভোল্টেজ ম্যাচে ক্যাপ্টেন ঋতুরাজ খাতা খুলতেই হয়েছেন ব্যর্থ।

Read More: বিশ্বকাপের আগে বড় খোলাসা BCCI’এর, প্রধান কোচের পদ থেকে ছাঁটাই হচ্ছেন রাহুল দ্রাবিড় !!

দলের হয়ে সর্বাধিক রান বানান খেলেন ডারেল মিচেল (Daryl Mitchell), এক ৩৪ বল খেলে সাতটি চার ও ৩টি লম্বা লম্বা ছক্কা হাঁকিয়েছেন এই কিউই প্লেয়ার এবং ৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন।পাশপাশি, আজকের ম্যাচে ৫৬ রানের একটি ইনিংস খেলেছেন মঈন আলী (Moeen Ali), তার ব্যাট থেকে ৪টি চার ও ৪টি ছক্কা দেখা গিয়েছে।

শিবম দুবে (Shivam Dube) ও রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) যথাক্রমে ২১ ও ১৮ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। শেষে এমএস ধোনি (MS Dhoni) ১১ বলে ১টি চার এবং ৩টি ছক্কার বিনিময় ২৬ রান বানিয়ে দলকে ১৯৬ রানে পৌঁছে দেন। গুজরাটের কাছে ৩৫ রানে পরাজিত হতে হলো চেন্নাই সুপার কিংসকে। আজকের ম্যাচে পরাজয়ের পর চেন্নাই দলের বাঁকি দুটি ম্যাচ অবশ্যই জিততে হবে প্লে-অফে কোয়ালিফাই করার জন্য। চেন্নাই হারতেই ম্যাচ শেষে শুরু হলো চর্চা।

দেখেনিন টুইট

Read Also: IPL 2024: রুশোর সেলিব্রেশন পড়লো ভারি, বিরাট কোহলি লাইভ ম্যাচে ওড়ালেন খিল্লি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *