“বড় মঞ্চের প্লেয়ার…” মেগা ফাইনালে ৭৯ রানের ইনিংস খেলে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং কিং কোহলি !! 1

মেগা বিশ্বকাপ ফাইনালে (T20 World Cup 2024) মুখোমুখি হয়েছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা (IND vs SA)। টসে জিতে প্রথমে ব্যাটিং করত সিদ্ধান্ত নেন রোহিত শর্মা (Rohit Sharma)। রোহিত শর্মা ও বিরাট কোহলি (Virat Kohli) জুটিকে আবার একবার ওপেনিং করতে দেখা গেল। প্রথম ওভারেই আক্রমণাত্মক সূচনা দেন বিরাট কোহলি, তবে দ্বিতীয় ওভারে অতিরিক্ত লাভের আশায় উইকেট হারাতে হয় রোহিত শর্মাকে (Rohit Sharma)।

৯ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন রোহিত এবং দ্বিতীয় ওভারেই উইকেট হারিয়ে ফেলেন উইকেটরক্ষক ঋষভ পন্থ (Rishabh Pant)। খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। এমনকি পাওয়ার প্লের ভিতরেই উইকেট হারিয়ে ফেলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারাতে ব্যাটিং করতে আসেন অক্ষর প্যাটেল (Axar Patel)। কোহলির সঙ্গে তাল বেঁধে ৫৪ রানে ৭২ রানের ইনিংস খেলেন যেখানে ৩১ বলে ৪৭ রানের ইনিংস খেলেন অক্ষর। দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় অক্ষরকে।

তবে আজকের ম্যাচে (IND vs SA) অসাধারণ ব্যাটিং প্রদর্শন দেখালেন বিরাট কোহলি। মেগা ফাইনালে গুরুত্বপূর্ণ ৫৯ বলে ৬টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ৭৬ রান বানান। পাশাপশি আজকের ম্যাচে শিবম দুবের (Shivam Dube) ব্যাট থেকে ১৬ বলে ৩টি চার ও ১টি ছক্কার বিনিময়ে ২৭ রান বানান এবং ভারতীয় দল নির্ধারিত ২০ ওভারে ভারতীয় দল ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান বানাতে সক্ষম হয়। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন কেশব মহারাজ (Keshav Maharaj) এবং এনরিখ নোকিয়া (Anrich Nortje), পাশপাশি ১টি করে উইকেট নিয়েছেন মার্কো জেনসেন (Marco Jansen) এবং কাগিসো রাবাদা (Khagiso Rabada) আজকের মেগা ম্যাচে দায়িত্ব নিয়ে ব্যাটিং করায় সমাজ মাধ্যমে ট্রেন্ডিং বিরাট কোহলি।

দেখেনিন টুইট

Read Also: IND vs SA, T20 World Cup: বিপর্যয় সামাল দিলো কোহলি ও অক্ষরের ব্যাট, ফাইনালে ভারতের স্কোরবোর্ডে ১৭৬ রান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *