“ট্রফি জয় নিশ্চিত…” আফগানিস্তানের বিরুদ্ধে সুপার এইটের প্রথম ম্যাচ জিতে সমাজ মাধ্যমের ট্রেন্ডিং টিম ইন্ডিয়া !! 1

আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়ে সুপার এইটের মঞ্চে প্রথম জয় ছিনিয়ে নিলো ভারতীয় দল (IND vs AFG)। প্রথমে ব্যাটিং করতে এসে আবার একবার ভক্তদের হতাশ করলেন অধিনায়ক রোহিত শর্মা। ১৩ বলে কেবলমাত্র ৮ টি রান বানাতেই সক্ষম হয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক। পাওয়ার প্লের ভিতরে ৪৭ রান জুড়ে দেয় টিম ইন্ডিয়া, তবে পাওয়ার প্লে শেষ হতেই ঋষভ পন্থ (Rishabh Pant) এবং বিরাট কোহলি (Virat Kohli) জলদি প্যাভিলিয়নে ফিরে যান।

তবে আজকের ম্যাচে আবার একবার জ্বলে উঠলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ব্যাটিং করতে এসে ২৮ বলে ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি। সূর্যের সঙ্গে মিডিল অর্ডারে একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেছিলেন হার্দিক পান্ডিয়া, ২৪ বল খেলে ৩২ রান বানান ভারতীয় দলের সহ অধিনায়ক। তাছাড়া শেষ ওভারে অক্ষর প্যাটেলের ১২ রানের সৌজন্যে ভারতীয় দল আফগানিস্তানের বিরুদ্ধে ১৮২ রানের একটি লক্ষ্যমাত্রা রাখে।

Read More: IND vs AFG: “ক্যাচ তো লে লে…” সহজ বল ধরতে পারলেন না কোহলি, ফ্যানস গার্ল নিলেন ক্লাস !!

১৩৪ রানে শেষ হলো আফগানিস্তান দলের ব্যাটিং

Ind vs afg
IND vs AFG | Image: Getty Images

রান তাড়া করতে এসে, প্রথম ওভার থেকেই মারমূখী ভূমিকা ধারণ করেন আফগান ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz)। অর্ষদীপ সিংয়ের প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে ইনিংসের শুভ সূচনা করেন তিনি। প্রথম ওভারে আক্রমণাত্মক ব্যাটিং চালানোর পর দ্বিতীয় ওভারে বুমরাহের বলে আক্রমণ বজায় রাখার চেষ্টা চালাতে গিয়ে হারান নিজের উইকেট। ৮ বলে ১১ রান বানান গুরবাজ। এমনকি ওপেনিং করতে আসা হাজরাতুল্লাহ জাজাইকে ফাঁদে ফেলেন বুমরাহ। ৪ বলে ২ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাকে।

পাওয়ার প্লের ভিতরেই ৩ উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান দল। মিডিল ওভারে ভারতীয় স্পিন আক্রমণের সামনে মুখ থুবড়ে পড়ে আফগান দলের ব্যাটিং অর্ডার। দলের হয়ে সর্বাধিক ২০ বলে ২৬ রান বানান আজমাতুল্লা ওমারজাই (Azmatullah Omarzai)। তাছাড়া বাঁকি কোনো ব্যাটসম্যান ২০’রানের গন্ডি টপকাতে সক্ষম হননি। আফগান দলের হয়ে ১৯ রান বানান নাজিমুল্ল্লা জাদরান (Nazimullah Zadran)। নির্ধারিত ২০ ওভারে ১৩৪ রানে শেষ হয় আফগানিস্তান দলের ব্যাটিং।

ভারতীয় দলের হয়ে আজকের ম্যাচে সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও অর্ষদীপ সিং। চলতি বিশ্বকাপে অসাধারণ ছন্দ দেখিয়েছেন দুজনেই। আজকের ম্যাচেও পুরানো ছন্দে দেখা গেল বুমরাহকে, ৭ রানে ৩ উইকেট তুলে নেন তিনি। বুমরাহ-অর্ষদীপ ব্যাতিত ২টি করে উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। পাশাপশি আজকের ম্যাচে বল হাতে ও ব্যাট হাতে খাতা খুলতে দেখা গেল রবীন্দ্র জাদেজাকে। ভারতীয় দলের এই অসাধারণ পারফরমেন্সের পর সমাজ মাধ্যমে ট্রেন্ডিং টিম ইন্ডিয়া।

দেখেনিন টুইট

Read Also: IND vs AFG: ম্যাচ চলাকালীন ধরা পড়লো চমকে দেওয়ার মত দৃশ্য, বার্বাডোজের মাঠে যেন এক টুকরো ‘ওয়ো’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *