IPL 2024: "গাধা পিটিয়ে ঘোড়া হয় না..." রাসেল ও নারিনকে রিটেন করার পর KKR ম্যানেজমেন্টকে পড়তে হলো ট্রোলের মুখে !! 1

IPL 2024: মে মাসের শেষ সপ্তায় শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2023)। এবছর দুরন্ত পারফরমেন্স দেখিয়ে পঞ্চম বারের জন্য আইপিএল ট্রফি নিজেদের নামে করে নেয় চেন্নাই সুপার কিংস। ক্যাপ্টেন এম এস ধোনির (MS Dhoni) নেতৃত্বে এই নিয়ে পঞ্চম ট্রফির স্বাদ পেলো টিম CSK। গুজরাতকে একেবারে শেষ বলে ম্যাচ হারিয়ে শিরোপা অর্জন করলো মাহির এই দল। আইপিএল ২০২৩-এর সাফল্যের পর, এখন আইপিএল ২০২৪-এর জন্য সমস্ত ফ্র্যাঞ্চাইজি গুলি তাদের প্রস্তুতি শুরু করেছে। এরমধ্যে অন্যতম দল হলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। বিগত কয়েক বছর ধরেই নাইট রাইডার্স দলের পারফরমেন্সের উপর প্রশ্ন তৈরি করেছে।

নারিন ও রাসেলকে ধরে রাখল KKR

Sunil Narine and Andre Russell, ipl 2024
Sunil Narine and Andre Russell | Image: Getty Images

প্রথম থেকেই গত সিজিনের আইপিএলে বড় ধাক্কা খেয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR) দল। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন স্থায়ী অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। তবে এবারের আইপিএলে তিনি খেলবেন পুরো সিজিন। নিলাম শুরুর আগেই বড় চমক দিয়েছে নাইট শিবির। লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) শিবির থেকে ছিনিয়ে নিয়ে মেন্টর করা হয়েছে গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। ২০১১ সাল থেকে ২০১৭ অবধি নাইট জার্সি গায়ে দুটি ট্রফির স্বাদ দিয়েছেন গম্ভীর। আর গত সিজিনে কলকতার দুই অভিজ্ঞ অলরাউন্ডার আন্দ্রে রাসেল (Andre Russell) ও সুনীল নারায়ণকে (Sunil Narine) নিয়ে উঠেছে প্রশ্ন। তবে দুই অভিজ্ঞকে দলে রাখার সিদ্ধান্ত নিলো কলকাতা দল। আসন্ন আইপিএলে (IPL 2024) দুই প্লেয়ারকে কলকাতার জার্সিতে দেখে বেশ ট্রোলের মুখোমুখি হয়েছে।

দেখেনিন ট্রোল

আরও পড়ুন – IPL 2024: কেবল হার্দিক নয়, আগামী মরসুমে ক্রুণাল পান্ডিয়াকেও ফিরে পাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *