Ex csk player Faf Du Plessis will be playing for Texas Super Kings in msl 2023

২০২৩ সাল মানেই ক্রিকেট সিজিন। একের পর এক টি টোয়েন্টি লীগ অনুষ্ঠিত হচ্ছে এবছর। বিশ্ব ক্রিকেটের সবথেকে বড় ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলের (IPL 2023) সমাপ্তি ঘটেছে। এবার পালা আমেরিকা যুক্তরাষ্ট্রের মেজর ক্রিকেট লিগের (MLC 2023)। আর এই লিগে খেলতে দেখা যাবে এবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। তবে, MLC লিগে তাদের দলের নাম টেক্সাস সুপার কিংস। আর এই দলের দেখা যাবে অভিজ্ঞ দক্ষিণ আফ্রিকান ওপেনার ফাফ ডুপ্লেসিসকে (Faf Du Plesis)। আইপিএলে চেন্নাই দলের হয়ে অভিষেক করেছিলেন ফাফ। কিন্তু ২০২২ মেগা অকশনে তাকে ধরে রাখতে ব্যার্থ হয় চেন্নাই সুপার কিংস (CSK) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দল তাকে কিনে নেয় এবং অধিনায়ক বানিয়ে দেয়।

Read More: সুপার কিংসকে আবারও চ্যাম্পিয়ন করতে মাঠে নামছেন আম্বাতি রায়ডু, উঠবে চার-ছয়ের ঝড় !!

RCB’র বদলে CSK’র হয়ে কাঁপাবেন ময়দান

Faf du plesis, csk
Faf Du Plesis | Image: Getty Images

এবছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের হয়ে সর্বাধিক রান বানিয়েছিলেন ফাফ, এমনকি যদি দল প্লে অফের জন্য কোয়ালিফাই করতো তাহলে তার মাথায় থাকতে পারতো অরেঞ্জ ক্যাপ। ১৪-৩১ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে নতুন এই টুর্নামেন্ট। চেন্নাই দলের সঙ্গে আইপিএলে যুক্ত না হলেও, মেজর লিগে ফাফকে নেতৃত্ব দিতে দেখা যাবে চেন্নাই দলকেই। ডু প্লেসিস, যিনি পূর্বে আইপিএল ২০২৩-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ছিলেন, এমনকি বর্তমানে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট লিগেও, জোহানেসবার্গ সুপার কিংসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ২০১৮ ও ২০২১ সালে ট্রফি জয় করেন তিনি এবং ঐ দুবার দলের হয়ে বেশ দুর্দান্ত ক্রিকেট খেলতেও দেখা গিয়েছিলপ তাকে।

নতুন দলের দায়িত্ব পালন করবেন ফাফ

Faf Du Plesis, Csk
Faf Du Plesis | Image: Getty Images

টেক্সাস ফ্র্যাঞ্চাইজিতে ডু প্লেসিসের অন্তর্ভুক্তি চেন্নাই ভক্তদের কাছে একটি সুখবর। পাশাপাশি, ফ্র্যাঞ্চাইজিটি এমএলসি ২০২৩-এর জন্য চেন্নাই সুপার কিংসের অম্বাতি রায়ডু (Ambati Rayudu), ডেভন কনওয়ে (Devon Conway), মিচেল স্যান্টনারকে (Mitchell Santner) স্বাক্ষর করেছে।পাশাপাশি, দলটি স্টিফেন ফ্লেমিং-এর নির্দেশনায় থাকবে, যিনি IPL-এ CSK এবং দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি লিগে জোহানেসবার্গ সুপার কিংস-এর প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৩ সালের আইপিএল জয়ের সময় CSK-এর বোলিং কোচ ডোয়াইন ব্রাভো টেক্সাস ফ্র্যাঞ্চাইজিতে একজন খেলোয়াড় হিসেবে যোগ দেবেন। এছাড়া, অজি পেস অলরাউন্ডার ড্যানিয়েল সামসের (Daniel Sams) পাশাপাশি দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় ডেভিড মিলার (David Miller) এবং জেরাল্ড কোয়েটজিও থাকবেন। ফ্লেমিংকে সহায়তা করার জন্য দলে থাকবেন এরিক সিমন্স এবং অ্যালবি মরকেল। টেক্সাস সুপার কিংস ১৪ জুলাই টেক্সাসের ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের মুখোমুখি হয়ে এই লীগ শুরু করবে।

Also Read: “ও শুরু করেছিল…” বিরাটের সঙ্গে ঝামেলা প্রসঙ্গে মুখ খুললেন বিতর্কিত আফগান পেসার নবীন উল হক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *