এই মুহূর্তে ভারতের (Team India) বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলছে শ্রীলঙ্কা (Sri Lanka)। টি-২০ বিশ্বকাপের ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর মরিয়া প্রচেষ্টায় তারা। গত ২৭ জুলাই থেকে ছিলো টি-২০ সিরিজ। বিশেষ সুবিধা করে উঠতে পারেন নি চরিথ আশালঙ্কা (Charith Asalanka), কুশল পেরেরা’রা। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে প্রথম দুটি ম্যাচে খড়কুটোর মত উড়ে গিয়েছিলো তারা। হারতে হয়েছিলো যথাক্রমে ৪৩ রান ও ৭ উইকেটের ব্যবধানে। তৃতীয় ম্যাচে একটা সময় জয়ের লক্ষ্যে অনেকটা এগোতে পেরেছিলো শ্রীলঙ্কা (Sri Lanka)। কিন্তু মাত্র ২৭ রানে শেষ ৭ উইকেট হারিয়ে স্বপ্ন ভাঙে তাদের। রিঙ্কু সিং (Rinku Singh) ও সূর্যকুমার যাদব-দুই পার্ট টাইমার বোলারের মোকাবিলা সেদিন করতে পারে নি তারা। টাই হওয়া ম্যাচ সুপার ওভারে ছিনিয়ে নিয়ে যায় ভারত।
কুড়ি-বিশের ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে এঁটে উঠতে না পারলেও ওডিআই-তে সমানে সমানে টক্কর দিচ্ছেন লঙ্কানরা। কলম্বোতে গত শুক্রবার প্রথম ব্যাট করে ২৩০ রান করে চরিথ আশালঙ্কার দল। পিছিয়ে পড়লেও ভারতের মিডল অর্ডারে ভাঙন ধরিয়ে ম্যাচে ফেরে শ্রীলঙ্কা (Sri Lanka)। শেষে ফের ম্যাচের রাশ টিম ইন্ডিয়ার হাতেই তুলে দিয়েছিলেন শিবম দুবে। কিন্তু পরপর দুই উইকেট তুলে ২৩০-এ ভারতকে রুখে দেন লঙ্কানরা। শুক্রবারের টাই যে আত্মবিশ্বাস যুগিয়েছে শ্রীলঙ্কাকে তার প্রমাণ মিললো রবিবারের ম্যাচে। প্রথম ব্যাটিং করে ২৪০ করে তারা। জেফ্রি ভাণ্ডেরসে’র (Jeffery Vandersay) ঘূর্ণিতে নাস্তানাবুদ ভারত থামলো মাত্র ২০৮ রানেই। আপাতত ১-০ এগিয়ে শ্রীলঙ্কা। অপেক্ষা শেষ ম্যাচের। এই সিরিজে পাওয়া আত্মবিশ্বাস ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজেও কাজে লাগাতে চাইবে তারা।
Read More: শ্রীলঙ্কা সিরিজের মাঝে বড় খবর, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন শিখর ধাওয়ান !!
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলবে ইংল্যান্ড-
ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের দুটি সিরিজের পর সপ্তাহ দুয়েকের বিশ্রাম পাচ্ছে শ্রীলঙ্কা (Sri Lanka) দল। তারপর তারা নামছে টেস্ট-এর ময়দানে। ২১ অগস্ট থেকে রয়েছে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে তাদের প্রথম টেস্ট ম্যাচ। দ্বিতীয় টেস্টটি শুরু হবে ২৯ অগস্ট। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি থাকছে ৬ সেপ্টেম্বর থেকে। ম্যাচ তিনটি হবে যথাক্রমে ওল্ড ট্র্যাফোর্ড, লর্ডস ও ওভাল স্টেডিয়ামে। এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ক্রমতালিকায় ৪ নম্বরে রয়েছে শ্রীলঙ্কা (Sri Lanka)। আর দিনকয়েক আগে নিজেদের ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ হোয়াইটওয়াশ করে ছয়ে উঠে এসেছে ইংল্যান্ড। ফাইনালের যুদ্ধে সামনের দিকে এগিয়ে যেতে আসন্ন সিরিজকে যে পাখির চোখ করবে দুই শিবিরই তা বলাই বাহুল্য।
উপমহাদেশের মাটিতে শ্রীলঙ্কা যখন ভারতের সাথে ওয়ান ডে’র দ্বৈরথে ব্যস্ত, তখনই তাদের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করে দিলো ইংল্যান্ড। অধিনায়ক হিসেবে থাকছেন বেন স্টোকস (Ben Stokes)। জো রুট (Joe Root), বেন ডাকেট, অলি পোপ, হ্যারি ব্রুক, ড্যান লরেন্সের মত ব্যাটারদের দেখা যাবে সিরিজে। আঙুলের হাড় ভাঙায় মাঠে নামতে পারছেন না জ্যাক ক্রলি। ওপেনিং-এ বেন ডাকেটের (Ben Duckett) সঙ্গী হতে পারেন ড্যান লরেন্স। সুযোগ পান নি বেন ফোকস। বদলে জায়গা পেয়েছেন বছর ২৪-এর উইকেটরক্ষক-ব্যাটার জেমি স্মিথ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই অবসর নিয়েছেন জেমস অ্যান্ডারসন। কিংবদন্তির জুতোয় পা গলানোর চ্যালেঞ্জ থাকবে মার্ক উড, অলি স্টোন, ম্যাথু পটস, ক্রিস ওকসদের সামনে।
এক নজরে সম্পূর্ণ স্কোয়াড-
বেন স্টোকস (অধিনায়ক), গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, জর্ডান কক্স, বেন ডাকেট, ড্যান লরেন্স, অলি পোপ, ম্যাথু পটস, জো রুট, জেমি স্মিথ, অলি স্টোন, ক্রিস ওকস, মার্ক উড।