মোহাম্মদ সিরাজ
নামটা দেখে কী চমকে গেলেন? আসলে চলতি সিরিজে তরুণ এই ভারতীয় পেসার যেভাবে বোলিং করেছেন তাতে তাকে এই সেরার তালিকায় রাখতেই হত। বুমরাহ ২১ টি উইকেট তালিকার শীর্ষে থাকলেও, ১৮টি উইকেট নিজের নামে করে নিয়ে খুব একটা পিছিয়ে নেই সিরাজও। তারওপর শেষ ইনিংসে তিনি যদি আরও কয়েকটি উইকেট তুলে নিতে পারেন, তাহলে সবাইকে চমকে দিয়ে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কারটা তার হাতেই তুলে দেওয়া হতে পারে। চলতি টেস্টের প্রথম ইনিংসে মহাগুরুত্বপূর্ণ জো রুটকে বোল্ড করে প্যাভিলিয়নে পাঠান তিনি। সব মিলিয়ে তার পেস ও বাউন্স বারবার বিব্রত করেছে ইংরেজ ব্যাটসম্যানদের। তাই এই সিরিজে তিনি যে ‘হিট’, সেটা এখন অবশ্যই বলা যেতে পারে।