ঋষভ পন্থ
এই তালিকায় ঋষভের নামটা দেখলে অনকেই অবাক হয়ে যেতে পারেন। তবে রোহিত শর্মার অনুপস্থিতিতে ঋষভ এই পুরস্কার পাওয়ার ব্যাপারে বড় দাবিদার। এখনও পর্যন্ত এই হাইপ্রোফাইল ৩২২ রান করেছেন তিনি। আর এই রানের খাতায় আর কিছু যোগ করার সুযোগ এখনও রয়েছে তার সামনে। এই সিরিজে একটি শতরান ও একটি অর্ধশতরান এসেছে তার ব্যাট থেকে। তবে যে ভাবে তিনি পঞ্চম টেস্টে টি ২০ খেলার ভঙ্গিতে ১৪৬ রানের ইনিংস খেললেন, তা অবশ্য প্রশংসার দাবি রাখে। তারওপর, এজবাস্টন টেস্টে ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতীয় ইনিংসকে সামলেছেন তিনি। সব মিলিয়ে তার এই পারফেমেন্সের জন্য সিরিজ সেরা পুরস্কারটা পকেটে পুরতে পারেন পন্থ।